ডুয়ার্সের নদীতে বাড়ছে জল

River of Dooars: প্রবল বর্ষণে ফুঁসছে তোর্ষা! এবার ভাঙল পারাপারের সেতু, দেখুন

বর্ষার আগে জলপাইগুড়িতে ১ জুন থেকে খুলে যাচ্ছে সেচ দফতরের কন্ট্রোল রুম। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে সেচ দফতরের কন্ট্রোল রুম, এমনটাই জানালেন উওর-পূর্ব সেচ এবং জলপথ দফতরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই পাহাড় এবং সমতলের জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবছরের মত সেচ দফতর কন্ট্রোল রুম খুলছে জলপাইগুড়িতে। বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবিলা-সহ যে-কোনও বিপদ এড়াতে প্রস্তুত সেচ দফতর, জানালেন সেচ দফতরের আধিকারিক।