ফিরছে বিপুল সোনা

Gold: বিরাট পদক্ষেপ RBI-এর! ইংল্যান্ড থেকে ভারতে ফিরছে ১ লক্ষ কেজি সোনা! এবার কি দাম কমবে সোনার?

ব্রিটেনে পড়ে থাকা ১০০ টন সোনা এবার দেশে নিয়ে এল আরবিআই। জানা গিয়েছে, এই সমপরিমাণ সোনা ভিনদেশ থেকে দেশে নিয়ে আসা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ১৯৯১ সাল থেকে এত বেশি পরিমাণ সোনা একসঙ্গে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়নি ভারত। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ঠিক এত পরিমাণ সোনাই সরাচ্ছে।
ব্রিটেনে পড়ে থাকা ১০০ টন সোনা এবার দেশে নিয়ে এল আরবিআই। জানা গিয়েছে, এই সমপরিমাণ সোনা ভিনদেশ থেকে দেশে নিয়ে আসা হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ১৯৯১ সাল থেকে এত বেশি পরিমাণ সোনা একসঙ্গে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যায়নি ভারত। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) ঠিক এত পরিমাণ সোনাই সরাচ্ছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ভল্টে (Indian vault) সোনা সরানোর জন্য একাধিক কারণ রয়েছে। পরিকাঠামোগত কারণও রয়েছে এর মধ্যে। এর ফলে আগামী কয়েকমাসে ভারতে বিপুল পরিমাণ সোনা ঢুকছে। আরও জানা যাচ্ছে, মার্চের শেষ পর্যন্ত RBI-এর হাতে ৮২২.১ টন সোনা ছিল। যার মধ্যে ৪১৩.৮ টন সোনা বাইরে ছিল।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় ভল্টে (Indian vault) সোনা সরানোর জন্য একাধিক কারণ রয়েছে। পরিকাঠামোগত কারণও রয়েছে এর মধ্যে। এর ফলে আগামী কয়েকমাসে ভারতে বিপুল পরিমাণ সোনা ঢুকছে। আরও জানা যাচ্ছে, মার্চের শেষ পর্যন্ত RBI-এর হাতে ৮২২.১ টন সোনা ছিল। যার মধ্যে ৪১৩.৮ টন সোনা বাইরে ছিল।
গতবছরই নতুন করে ২৭.৫ টন সোনা কিনেছিল ভারত। বিদেশ থেকে কেনা সোনা অনেক সময়ই সেই দেশের ভল্টেই রেখে দেওয়া হয় পরিবহণ সমস্যার কারণে। তবে এবার ভারত সেই সোনা ধাপে ধাপে দেশে নিয়ে আসার কথা ভাবছে বলে জানা গিয়েছে।
গতবছরই নতুন করে ২৭.৫ টন সোনা কিনেছিল ভারত। বিদেশ থেকে কেনা সোনা অনেক সময়ই সেই দেশের ভল্টেই রেখে দেওয়া হয় পরিবহণ সমস্যার কারণে। তবে এবার ভারত সেই সোনা ধাপে ধাপে দেশে নিয়ে আসার কথা ভাবছে বলে জানা গিয়েছে।
২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যালেন্স শিটের আকার ১১.০৮ শতাংশ বেড়ে ৭০.৪৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। ভারতের মোট জিডিপি-র যা ২৪.১ শতাংশ। এর আগে ২০২৩ সালের ৩১ মার্চে আরবিআই-এর ব্যালেন্স শিট ছিল ৬৪.৪৪ লক্ষ কোটি টাকার।
২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যালেন্স শিটের আকার ১১.০৮ শতাংশ বেড়ে ৭০.৪৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। ভারতের মোট জিডিপি-র যা ২৪.১ শতাংশ। এর আগে ২০২৩ সালের ৩১ মার্চে আরবিআই-এর ব্যালেন্স শিট ছিল ৬৪.৪৪ লক্ষ কোটি টাকার।
১৯৯১ সালের পর এত বেশি পরিমাণ সোনা একবারে দেশে নিয়ে আসার পর দেশের সম্পদের একটা বড় অংশ দেশেই থাকবে। ব্রিটেনের ভল্টে এই সোনা রাখার জন্য ভারতকে 'স্টোরেজ কস্ট' দিতে হত ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে। তাই ১০০ টন সোনা দেশের ফিরিয়ে এনে সেই খরচও বাঁচাতে পারবে আরবিআই।
১৯৯১ সালের পর এত বেশি পরিমাণ সোনা একবারে দেশে নিয়ে আসার পর দেশের সম্পদের একটা বড় অংশ দেশেই থাকবে। ব্রিটেনের ভল্টে এই সোনা রাখার জন্য ভারতকে ‘স্টোরেজ কস্ট’ দিতে হত ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে। তাই ১০০ টন সোনা দেশের ফিরিয়ে এনে সেই খরচও বাঁচাতে পারবে আরবিআই।
তবে, যে ১০০ টন সোনা আসার কথা তা সরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে সরকারকে। মুম্বই এবং নাগপুরের মিন্ট রোডের আরবিআই বিল্ডিং-এ অবস্থিত ভল্টে থাকবে এই সোনা।
তবে, যে ১০০ টন সোনা আসার কথা তা সরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে সরকারকে। মুম্বই এবং নাগপুরের মিন্ট রোডের আরবিআই বিল্ডিং-এ অবস্থিত ভল্টে থাকবে এই সোনা।
অর্থমন্ত্রক, আরবিআই থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারের মধ্যে তুমুল বোঝাপড়ার মাধ্যমে এই কাজ করাতে হবে। এর সঙ্গেই নীতি-নির্ধারণের দিক থেকেও একাধিক সিদ্ধান্ত নিতে হবে।
অর্থমন্ত্রক, আরবিআই থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও রাজ্য সরকারের মধ্যে তুমুল বোঝাপড়ার মাধ্যমে এই কাজ করাতে হবে। এর সঙ্গেই নীতি-নির্ধারণের দিক থেকেও একাধিক সিদ্ধান্ত নিতে হবে।