Lok Sabha Elections 2024: জলে গেল ইভিএম! ভোট শুরুর আগেই কুলতলিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ

দক্ষিণবঙ্গ: ভোট শুরুর আগেই অশান্তি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে৷ সূত্রের খবর, ভোট শুরু হওয়ার মাত্র ২০ মিনিট আগেই জয়নগর লোকসভার কুলতলিতে মারাত্মক কাণ্ড। ইভিএম, ভিভিপ্যাট ফেলা হল পুকুরের জলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসী। বিজেপির অভিযোগ, সমস্ত ঘটনার পিছনে দায়ী স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

ইভিএম পুকুরে ফেলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিককে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: ভোট শুরুর ২০ মিনিট আগেই জলে গেল ইভিএম!

নির্বাচন কমিশনের কাছেও ইতিমধ্যে কুলতলি কাণ্ডে জমা পড়েছে রিপোর্ট৷ সেখানে জানানো হয়েছে, ‘আজ সকাল ৬টা৪০ মিনিট নাগাদ সেক্টর নং ৪ এর সেক্টর অফিসারের সমস্ত নথি এবং রিজার্ভ ইভিএম বেণীমাধবপুর এফপি স্কুল থেকে এলাকাবাসীর একাংশ ছিনিয়ে নিয়ে ফেলে দেয় পাশের পুকুরে৷

এক্সিট পোল ২০২৪ লোকসভা নির্বাচনেরএক্সিট পোল ২০২৪ পশ্চিমবঙ্গ নির্বাচন

আরও পড়ুন: শেষ দফায় এসে দাঁড়াল লোকসভা নির্বাচন! বারাণসীতে মোদি থেকে ডায়মন্ড হারবারে অভিষেক, হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা আজ

একটি সিইউ, একটি বিইউ, একটি ভিভিপ্যাট মেশিন জলে ফেলা হয়৷ সেক্টর পুলিশ একটু দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়৷ তবে সেক্টের ফোরের ৬টি বুথেই চলছে ভোটগ্রহণ৷’