মিটবে ভোট, ভাঙবে মোদির ধ‍্যান! দ্বিতীয় দিনেও অব‍্যাহত প্রধানমন্ত্রীর সাধনা

PM Modi: মিটবে ভোট, ভাঙবে মোদির ধ‍্যান! দ্বিতীয় দিনেও অব‍্যাহত প্রধানমন্ত্রীর সাধনা

কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ মে ধ‍্যানে বসেছেন প্রধানমন্ত্রী। টানা ৪৫ ঘণ্টা ধ‍্যান করবেন প্রধানমন্ত্রী। ১ জুন শনিবার সপ্তম দফার ভোট শেষে সন্ধ‍্যায় তিনি ধ‍্যান কক্ষ থেকে বের হবেন।
কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ মে ধ‍্যানে বসেছেন প্রধানমন্ত্রী। টানা ৪৫ ঘণ্টা ধ‍্যান করবেন প্রধানমন্ত্রী। ১ জুন শনিবার সপ্তম দফার ভোট শেষে সন্ধ‍্যায় তিনি ধ‍্যান কক্ষ থেকে বের হবেন।
শনিবার প্রকাশিত একটি ভিডিও অনুযায়ী, ভোরে সূর্যদয়ের সময় ‘সূর্য আগ্রহ’ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জপমালা নিয়ে জপ করেছেন তিনি।
শনিবার প্রকাশিত একটি ভিডিও অনুযায়ী, ভোরে সূর্যদয়ের সময় ‘সূর্য আগ্রহ’ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জপমালা নিয়ে জপ করেছেন তিনি।
স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল‍্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণ্ডপের চারদিকে জপমালা হাতে নিয়ে ঘোরের তিনি।
স্বামী বিবেকানন্দের প্রতিমূর্তিতে মাল‍্যদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণ্ডপের চারদিকে জপমালা হাতে নিয়ে ঘোরের তিনি।
যদিও এই প্রথমবার নয়। এর আগেও দু'বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী গিয়েছিলেন কেদারনাথ। সেখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন মোদি।
যদিও এই প্রথমবার নয়। এর আগেও দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী গিয়েছিলেন কেদারনাথ। সেখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন মোদি। কিন্তু এবার কেন মোদি নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর কন্যাকুমারীর বিবেকানন্দ রকই ধ্যান করার জন্য বেছে নিয়েছেন? 
১৮৯২ সালে কন্যাকুমারীর (কন্যাকুমারী) উপকূল থেকে একটি দ্বীপে সাঁতরে গিয়ে সেখানে তিন দিন ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই শিলা বেছে নিয়েছেন, যাকে এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়, বিজেপির লোকসভা নির্বাচনী প্রচারের সমাপ্তি উপলক্ষে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত সেখানেই ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী।
১৮৯২ সালে কন্যাকুমারীর (কন্যাকুমারী) উপকূল থেকে একটি দ্বীপে সাঁতরে গিয়ে সেখানে তিন দিন ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই শিলা বেছে নিয়েছেন, যাকে এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়, বিজেপির লোকসভা নির্বাচনী প্রচারের সমাপ্তি উপলক্ষে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত সেখানেই ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন তিনি। এই সময়ের মধ্যে তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না। সেখান থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি সম্পূর্ণ গেরুয়া বসনে। হাতে রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। বিবেকানন্দের মূর্তির সামনে বসে ‘ওম ওম’ শব্দ উচ্চারণে চলছে তাঁর সাধনা।

বৃহস্পতিবার সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান করবেন তিনি। এই সময়ের মধ্যে তিনি একবারও ধ্যান মণ্ডপ থেকে বের হবেন না। সেখান থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি সম্পূর্ণ গেরুয়া বসনে। হাতে রুদ্রাক্ষের মালা, কপালে তিলক। বিবেকানন্দের মূর্তির সামনে বসে ‘ওম ওম’ শব্দ উচ্চারণে চলছে তাঁর সাধনা।