: T20 World Cup 2024-র ভারতীয় দলে জায়গা পাননি৷ রাজস্থান রয়্যালসের মিডল-অর্ডার ব্যাটার রিয়ান পরাগ তবুও শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন৷  তবে রিয়ান পরাগ যে কারণে নাম ফাটাচ্ছেন তার কারণ একটি অনভিপ্রেত বিতর্কে৷ রিয়ান পরাগ নিজের গেম লাইভ স্ট্রিমিং করতে যান, সেখানে তার ইউটিউব সার্চ হিস্ট্রি সামনে চলে আসে৷

Riyan Parag Search: ‘অশ্লীল’ শব্দ লিখে হিরোইনদের ফটো সার্চ ভারতীয় ক্রিকেটারের, নিজে কী করে বাঁচবেন এই বিপদ থেকে

: T20 World Cup 2024-র ভারতীয় দলে জায়গা পাননি৷ রাজস্থান রয়্যালসের মিডল-অর্ডার ব্যাটার রিয়ান পরাগ তবুও শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন৷  তবে রিয়ান পরাগ যে কারণে নাম ফাটাচ্ছেন তার কারণ একটি অনভিপ্রেত বিতর্কে৷ রিয়ান পরাগ নিজের গেম লাইভ স্ট্রিমিং করতে যান, সেখানে তার ইউটিউব সার্চ হিস্ট্রি সামনে চলে আসে৷
: T20 World Cup 2024-র ভারতীয় দলে জায়গা পাননি৷ রাজস্থান রয়্যালসের মিডল-অর্ডার ব্যাটার রিয়ান পরাগ তবুও শিরোনাম ছিনিয়ে নিচ্ছেন৷  তবে রিয়ান পরাগ যে কারণে নাম ফাটাচ্ছেন তার কারণ একটি অনভিপ্রেত বিতর্কে৷ রিয়ান পরাগ নিজের গেম লাইভ স্ট্রিমিং করতে যান, সেখানে তার ইউটিউব সার্চ হিস্ট্রি সামনে চলে আসে৷
ইউটিউবে একটি লাইভ স্ট্রিম চলাকালীন, পরাগ তাঁর স্ক্রিনের সার্চ হিস্ট্রি লুকিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন৷  বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং সারা আলি খানের ফটো খুঁজছিলেন তিনি৷ তাতে শুধু ফটো খোঁজা ছিল না৷ লেখা ছিল ‘হট’- অর্থাৎ বলিউড হিরোইনের গরমাগরম ছবি খুঁজছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার৷
ইউটিউবে একটি লাইভ স্ট্রিম চলাকালীন, পরাগ তাঁর স্ক্রিনের সার্চ হিস্ট্রি লুকিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন৷  বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং সারা আলি খানের ফটো খুঁজছিলেন তিনি৷ তাতে শুধু ফটো খোঁজা ছিল না৷ লেখা ছিল ‘হট’- অর্থাৎ বলিউড হিরোইনের গরমাগরম ছবি খুঁজছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার৷
সম্প্রতি শেষ হয়েছে আইপিএলের এই মরশুম। আর তারপরেই দেখা যাবে স্পষ্টভাবে দেখা যায় লেখা রয়েছে "অনন্যা পান্ডে হট" এবং "সারা আলি খান হট।" রিয়ান পরাগ ২৭ মে তাঁর ইউটিউব চ্যানেলে গেমিং সেশন চলাকালীন লাইভ স্ট্রিমিং করছিলেন। তিনি কপিরাইট মুক্ত মিউজিক খুঁজছিলেন এই সময়েই তাঁর সার্চ হিস্ট্রি বেরিয়ে আসতে শুরু করে৷
সম্প্রতি শেষ হয়েছে আইপিএলের এই মরশুম। আর তারপরেই দেখা যাবে স্পষ্টভাবে দেখা যায় লেখা রয়েছে “অনন্যা পান্ডে হট” এবং “সারা আলি খান হট।” রিয়ান পরাগ ২৭ মে তাঁর ইউটিউব চ্যানেলে গেমিং সেশন চলাকালীন লাইভ স্ট্রিমিং করছিলেন। তিনি কপিরাইট মুক্ত মিউজিক খুঁজছিলেন এই সময়েই তাঁর সার্চ হিস্ট্রি বেরিয়ে আসতে শুরু করে৷
রিয়ান পরাগের এই কীর্তি সামনে  আসার পরেই নেটিজেনরা চোখ পাকাতে শুরু করেন৷ এর ফলেই সকলে শুরু করেন নীতি পুলিশগিরি৷
রিয়ান পরাগের এই কীর্তি সামনে  আসার পরেই নেটিজেনরা চোখ পাকাতে শুরু করেন৷ এর ফলেই সকলে শুরু করেন নীতি পুলিশগিরি৷
কিন্তু এইরকম বিপদের মুখে আপনিও পরতে পারেন৷ আপনার সার্চ হিস্ট্রি যাতে কোনওভাবেই কারোর সামনে না আসতে পারে তার জন্য রইল সহজ টিপস৷ আপনি যদি YouTube ডেস্কটপে ব্যবহার করেন, আপনার সার্চ হিস্ট্রি My Activity পেজে যান৷ My Activity পেজে, আপনি আপনার সার্চ হিস্ট্রি সহ প্ল্যাটফর্মে যে ভিডিওগুলি দেখেছেন বা অনুসন্ধান করেছেন তা দেখতে পাবেন৷
কিন্তু এইরকম বিপদের মুখে আপনিও পরতে পারেন৷ আপনার সার্চ হিস্ট্রি যাতে কোনওভাবেই কারোর সামনে না আসতে পারে তার জন্য রইল সহজ টিপস৷ আপনি যদি YouTube ডেস্কটপে ব্যবহার করেন, আপনার সার্চ হিস্ট্রি My Activity পেজে যান৷ My Activity পেজে, আপনি আপনার সার্চ হিস্ট্রি সহ প্ল্যাটফর্মে যে ভিডিওগুলি দেখেছেন বা অনুসন্ধান করেছেন তা দেখতে পাবেন৷
আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা থেকে YouTube বন্ধ করতে এই অপশনটি বন্ধ করুন৷ অলটারনেটিভ বন্ধ করার পরে, YouTube আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা বন্ধ করে দেবে।
আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা থেকে YouTube বন্ধ করতে এই অপশনটি বন্ধ করুন৷ অলটারনেটিভ বন্ধ করার পরে, YouTube আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা বন্ধ করে দেবে।
আপনি যদি মোবাইলে YouTube ব্যবহার করেন, তাহলে আপনার অনুসন্ধানের ইতিহাস রেকর্ড করা বন্ধ করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন৷১. প্রথমে প্রোফাইল পিকচারে ক্লিক করুন। ২. এরপর আপনাকে সেটিংসে যেতে হবে। আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা থেকে বন্ধ করতে, আপনাকে নীচে স্ক্রোল করতে হবে। ৩. এরপর Save Your YouTube History অপশনে ক্লিক করুন এবং সার্চ অন ইউটিউব অপশনটি আনচেক করুন। ৪. এরপর, ইউটিউব আপনার অনুসন্ধান ইতিহাস রেকর্ড করা বন্ধ করবে।
আপনি যদি মোবাইলে YouTube ব্যবহার করেন, তাহলে আপনার অনুসন্ধানের ইতিহাস রেকর্ড করা বন্ধ করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন৷
১. প্রথমে প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
২. এরপর আপনাকে সেটিংসে যেতে হবে। আপনার সার্চ হিস্ট্রি রেকর্ড করা থেকে বন্ধ করতে, আপনাকে নীচে স্ক্রোল করতে হবে।
৩. এরপর Save Your YouTube History অপশনে ক্লিক করুন এবং সার্চ অন ইউটিউব অপশনটি আনচেক করুন।
৪. এরপর, ইউটিউব আপনার অনুসন্ধান ইতিহাস রেকর্ড করা বন্ধ করবে।