বয়স, বলিরেখা, ওজন, ডায়েট, ওয়েট লস টিপস, আন্টি এজিং টিপস, কী খেলে যৌবন ধরে রাখা যায়, যৌবন, মস্তিষ্ক, ব্রেন, মেন্টাল হেলথ, ড্রাই ফ্রুট, স্বাস্থ্য, ডায়াবেটিস, রোগ, ওয়েট লস টিপস, শিশুর ওজন বৃদ্ধি, সন্তানের ওজন বাড়াবে কী, কী খাওয়াবেন সন্তানকে, ওজন কম হবে কী ভাবে, রসুন, ওজন কমাতে রসুন, এই ভাবে রসুন খেলে কমবে ওজন, চর্বি, মেদ কমানোর উপায়, ওজন কমাতে, কোন আটা খেলে ওজন কমবে, ডায়াবেটিস, ব্লাড সুগার লেভেল, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘরোয়া উপায়, ইউরিক অ্যাসিড, মেথি জল, স্বাস্থ্য উপকারিতা, চিরতা, চিরতার জল, চিরতার রস, চিরতার স্বাস্থ্য উপকারিতা, চিরতা কী ভাবে খাবেন, চিরতা খেলে কী হয়, ডায়াবেটিস, চর্মরোগ, অ্যানিমিয়া কোলেস্টেরল, ডায়াবেটিস, হেলথ টিপস, হাই কোলেস্টেরল, উচ্চ কোলেস্টেরল লক্ষণ, কোলেস্টেরল বাড়লে কী সমস্যা হয়, কোলেস্টেরলে শরীরে কী হয়, হৃদরোগের, ঝুঁকি, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, স্বাস্থ্য, কোলেস্টেরল টিপস

জ্বলজ্বল করবে মুখ…! গরমকালে ‘এইভাবে’ লাগান এই ‘পেস্ট’! ৩ দিনে দেখুন চমকে দেওয়া তফাৎ

আজকাল প্রায় সবাইকেই কাজে অকাজে বাইরে বেরতে হয়। আর ফেরার পর বাড়িতেও থাকে হাজার কাজের চাপ। তাই নিজের দিকে তাকানোর সময় হয় না প্রায় কারও। হঠাৎ একদিন আয়নায় তাকালে চমকে যান অনেকেই।
আজকাল প্রায় সবাইকেই কাজে অকাজে বাইরে বেরতে হয়। আর ফেরার পর বাড়িতেও থাকে হাজার কাজের চাপ। তাই নিজের দিকে তাকানোর সময় হয় না প্রায় কারও। হঠাৎ একদিন আয়নায় তাকালে চমকে যান অনেকেই।
আসলে প্রতিদিনের ঝড়-ঝাপ্টা আর রোদ-জলে জ্বলে যায় মুখ চোখের স্বাভাবিক জেল্লা। নিমেষে অনেকেই ত্বকের সৌন্দর্য হারিয়ে ফেলেন। কারও আবার ত্বকে দাগ পড়ে যায়। তবে আপনি কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।
আসলে প্রতিদিনের ঝড়-ঝাপ্টা আর রোদ-জলে জ্বলে যায় মুখ চোখের স্বাভাবিক জেল্লা। নিমেষে অনেকেই ত্বকের সৌন্দর্য হারিয়ে ফেলেন। কারও আবার ত্বকে দাগ পড়ে যায়। তবে আপনি কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।
সূর্যের রশ্মি চোখ, চুল ও শরীরের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। রোদের কারণে ত্বকের রঙ নষ্ট হয়, দীপ্তি কমে যায় এবং মুখে দাগ দেখা যায় এবং সেই সঙ্গে হাত-পায়েও দাগ পড়ে।
সূর্যের রশ্মি চোখ, চুল ও শরীরের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। রোদের কারণে ত্বকের রঙ নষ্ট হয়, দীপ্তি কমে যায় এবং মুখে দাগ দেখা যায় এবং সেই সঙ্গে হাত-পায়েও দাগ পড়ে।
সাবান বা অন্য কিছু ব্যবহার করে পরিষ্কার করা কঠিন। এগুলি প্রায়শই ত্বকে অ্যালার্জির কারণ হয়। আবার কেমিক্যাল সমৃদ্ধ নানা নামীদামি প্রোডাক্ট যথেষ্ট ব্যয়বহুল হয়। আর তার থাকে নানা ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া।
সাবান বা অন্য কিছু ব্যবহার করে পরিষ্কার করা কঠিন। এগুলি প্রায়শই ত্বকে অ্যালার্জির কারণ হয়। আবার কেমিক্যাল সমৃদ্ধ নানা নামীদামি প্রোডাক্ট যথেষ্ট ব্যয়বহুল হয়। আর তার থাকে নানা ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া।
সেক্ষেত্রে যত দামি ক্রিমই ব্যবহার করুন না কেন, কোনও লাভ হবে না। কিন্তু ঘরোয়া প্রতিকার ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে পারে। উপরন্তু বাইরের কালি ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও টান টান করে তোলে।
সেক্ষেত্রে যত দামি ক্রিমই ব্যবহার করুন না কেন, কোনও লাভ হবে না। কিন্তু ঘরোয়া প্রতিকার ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনতে পারে। উপরন্তু বাইরের কালি ভাব দূর করে ত্বক উজ্জ্বল ও টান টান করে তোলে।
ত্বকের ট্যানিং দূর করতে হলুদ ও চিনাবাদাম দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি তৈরি করতে দুই চামচ বেসন, আধা চামচ হলুদ এবং দুই চামচ কাঁচা দুধ নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
ত্বকের ট্যানিং দূর করতে হলুদ ও চিনাবাদাম দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি তৈরি করতে দুই চামচ বেসন, আধা চামচ হলুদ এবং দুই চামচ কাঁচা দুধ নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এই পেস্টটি ট্যানিং এলাকায় লাগান এবং ১০ মিনিটের জন্য রাখুন। দুই থেকে তিন দিন এভাবে করলে ত্বক তার আগের উজ্জ্বলতা ফিরে পাবে।
এই পেস্টটি ট্যানিং এলাকায় লাগান এবং ১০ মিনিটের জন্য রাখুন। দুই থেকে তিন দিন এভাবে করলে ত্বক তার আগের উজ্জ্বলতা ফিরে পাবে।
একটি পাত্রে এক চামচ দই নিন, এক চামচ টমেটো পিষে তাতে এর পাল্প মিশিয়ে নিন। এবার এই পেস্টটি ট্যানিং এর জায়গায় লাগিয়ে রেখে দিন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৪ দিন করুন।
একটি পাত্রে এক চামচ দই নিন, এক চামচ টমেটো পিষে তাতে এর পাল্প মিশিয়ে নিন। এবার এই পেস্টটি ট্যানিং এর জায়গায় লাগিয়ে রেখে দিন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৪ দিন করুন।
একটি পাত্রে এক চা চামচ হলুদ নিন এবং এতে ৩ থেকে ৪ চা চামচ দুধ দিন। এটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি মুখে ভাল করে লাগান।
একটি পাত্রে এক চা চামচ হলুদ নিন এবং এতে ৩ থেকে ৪ চা চামচ দুধ দিন। এটি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি মুখে ভাল করে লাগান।
শুধু তাই নয়, হাত ও পায়েও ভাল করে লাগান এই পেস্ট। এই প্রতিকারটি নিয়মিত করলে, ত্বক উজ্জ্বল হবে এবং কয়েক দিনের মধ্যেই ট্যান চলে যাবে।
শুধু তাই নয়, হাত ও পায়েও ভাল করে লাগান এই পেস্ট। এই প্রতিকারটি নিয়মিত করলে, ত্বক উজ্জ্বল হবে এবং কয়েক দিনের মধ্যেই ট্যান চলে যাবে।
তবে এই উপায়গুলি ব্যবহারের আগে, আপনার ত্বকে একটি প্যাচ পরীক্ষা করুন। কারণ এই সামগ্রীগুলির কোনওটিতে কোনও ধরনের অ্যালার্জি বা জ্বালা থাকলে তা আপনি ব্যবহার করবেন না।
তবে এই উপায়গুলি ব্যবহারের আগে, আপনার ত্বকে একটি প্যাচ পরীক্ষা করুন। কারণ এই সামগ্রীগুলির কোনওটিতে কোনও ধরনের অ্যালার্জি বা জ্বালা থাকলে তা আপনি ব্যবহার করবেন না।
দাবিত্যাগ: প্রিয় পাঠক, আমাদের এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এটি লেখা হয়েছে। আমরা এই লেখায় ঘরোয়া প্রতিকার ও সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। এটি গ্রহণ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দাবিত্যাগ: প্রিয় পাঠক, আমাদের এই প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এটি লেখা হয়েছে। আমরা এই লেখায় ঘরোয়া প্রতিকার ও সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি। এটি গ্রহণ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।