Tag Archives: Summer Tips

Mango Lassi: রেস্তোরাঁর মতো আম লস্যি এবার তৈরি করুন ঘরে! গরমে দারুণ উপকারী! জানুন

উত্তর দিনাজপুর: গরমের হাঁসফাঁস অবস্থা সকলের। তবে এই গরমে আপনার বাড়িতে হঠাৎ অতিথিদের আগমন হয়েছে নাকি? রান্না ঘরে ঢুকে এই গরমে কী বানাবেন বুঝতে পারছেন না? বাজারে পাকা আম তো উঠে গেছে?  তাই এই পাকা আম দিয়ে গলা ভেজাতে বানিয়ে  নিতে পারেন আম লস্যি। কিভাবে বানাবেন এই ম্যাঙ্গো লস্যি জানেন কি? এই গরমে বাজার ফিরতি অনেকের ব্যাগ থেকেই উঁকি মারছে আম। পাকা আম দিয়েই এই গরমে গলা ভেজাতে বানাতে পারেন আম লস্যি।

গরমকালে বেশ জনপ্রিয় এই লস্যি। বড় বড় রেস্তোরা থেকে কিনে না খেয়ে বাড়িতে পরিবারের সদস্যদের জন্য কিংবা অতিথিদের জন্য বানিয়ে ফেলতে পারেন এই ম্যাংগো লস্যি। এই আম লস্যি বানাতে প্রয়োজনপাকা আম, টক দই, চিনি ,গোলমরিচ গুঁড়ো,  এলাচ গুঁড়ো, বিটনুন, বরফ!

আরও পড়ুন:  কন্ডোম ধোয়া জল দিয়ে ভয়ানক কাণ্ড! দুর্গাপুরে কন্ডোম আতঙ্ক? জানলে চমকে যাবেন

প্রণালী:  পাকা আমের খোসা ছাড়িয়ে আঁটি বার করে নিন। আমগুলি একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিন। এরপর আমগুলো একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমের মধ্যে একটু বরফ কুচি ও একটু চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর আম গুলির পিউরি তৈরি করে নেওয়ার পর। অন্য একটি পাত্রে বাজার থেকে কেনা কিংবা বাড়িতে পাতা দই নিয়ে সেই দই  একটি ডাল কাটার সাহায্যে ভালভাবে নেড়ে নিন এবং আগে থেকে করে রাখা আমের পিউরি গুলো ভাল করে দইয়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প করে মিশিয়ে নেওয়ার পর সেই দইয়ের মধ্যে সামান্য একটু বিট লবণ, এলাচগুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে কাঁচের গ্লাসে পরিবেশন করুন। এভাবেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ম্যাংগো লস্যি।

পিয়া গুপ্তা

Best Time For Morning Walk: তীব্র গরমে ঠিক কত পা হাঁটলে সুস্থ থাকবেন জানেন? ‘এই’ ফর্মুলাতেই বাড়বে আয়ু , শরীর ও যৌবন চাঙ্গা! ৪৩% রোগের ঝুঁকি কমবে

শরীরকে সুস্থ ও ফিট রাখতে মর্নিং ওয়াক করা উচিত। মর্নিং ওয়াক করলে এনার্জি লেভেল বাড়ে। এটি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপকার করে। নিয়মিত সকালে হাঁটাহাঁটি করলে অনেক বিপজ্জনক রোগের ঝুঁকি কমে যায়।
শরীরকে সুস্থ ও ফিট রাখতে মর্নিং ওয়াক করা উচিত। মর্নিং ওয়াক করলে এনার্জি লেভেল বাড়ে। এটি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপকার করে। নিয়মিত সকালে হাঁটাহাঁটি করলে অনেক বিপজ্জনক রোগের ঝুঁকি কমে যায়।
মর্নিং ওয়াক সব বয়সের মানুষের জন্য উপকারী বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মর্নিং ওয়াক করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা যায়। আপনি যদি মানসিক চাপ বা উদ্বেগের সঙ্গে লড়াই করে থাকেন তবে সকালের হাঁটা স্বস্তি দিতে পারে। সারাদিন ইতিবাচক এবং খুশি থাকতে, অবশ্যই সকালে হাঁটুন।
মর্নিং ওয়াক সব বয়সের মানুষের জন্য উপকারী বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মর্নিং ওয়াক করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা যায়। আপনি যদি মানসিক চাপ বা উদ্বেগের সঙ্গে লড়াই করে থাকেন তবে সকালের হাঁটা স্বস্তি দিতে পারে। সারাদিন ইতিবাচক এবং খুশি থাকতে, অবশ্যই সকালে হাঁটুন।
ওয়েবএমডি-র রিপোর্ট অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে মানুষের প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিটের জন্য সকালে হাঁটা উচিত। সম্ভব হলে ১ ঘণ্টাও হাঁটতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক সুবিধা দেবে।
ওয়েবএমডি-র রিপোর্ট অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়া আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে মানুষের প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিটের জন্য সকালে হাঁটা উচিত। সম্ভব হলে ১ ঘণ্টাও হাঁটতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনক সুবিধা দেবে।
প্রতি সপ্তাহে অন্তত টানা ৫ দিন হাঁটা অবশ্যই জরুরি। আপনি যদি এটি নিয়মিত করেন তবে আপনি আরও উপকার পাবেন। মর্নিং ওয়াক দিয়ে দিন শুরু করলে দিনের শেষটাও ভাল হয়। সব বয়সের মানুষেরই মর্নিং ওয়াক করা উপকারী।
প্রতি সপ্তাহে অন্তত টানা ৫ দিন হাঁটা অবশ্যই জরুরি। আপনি যদি এটি নিয়মিত করেন তবে আপনি আরও উপকার পাবেন। মর্নিং ওয়াক দিয়ে দিন শুরু করলে দিনের শেষটাও ভাল হয়। সব বয়সের মানুষেরই মর্নিং ওয়াক করা উপকারী।
প্রতিদিন সকালে হাঁটা আপনার ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে। গবেষণায় দেখা গেছে যে যারা দিনে কমপক্ষে ২০ বার, সপ্তাহে ৫ দিন হাঁটেন, তাদের অসুস্থ হওয়ার ঝুঁকি ৪৩% কমাতে পারে।
প্রতিদিন সকালে হাঁটা আপনার ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে। গবেষণায় দেখা গেছে যে যারা দিনে কমপক্ষে ২০ বার, সপ্তাহে ৫ দিন হাঁটেন, তাদের অসুস্থ হওয়ার ঝুঁকি ৪৩% কমাতে পারে।
অনেক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সকালে ১ ঘন্টা দ্রুত হাঁটা মানুষের আয়ু ২ ঘন্টা বাড়িয়ে দিতে পারে। মর্নিং ওয়াক করলে মানুষের মস্তিস্কের কার্যক্ষমতা উন্নত হয় এবং চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এটি মস্তিষ্কের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হতে পারে। মর্নিং ওয়াক হাড় ও জয়েন্টের জন্যও উপকারী।
অনেক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সকালে ১ ঘন্টা দ্রুত হাঁটা মানুষের আয়ু ২ ঘন্টা বাড়িয়ে দিতে পারে। মর্নিং ওয়াক করলে মানুষের মস্তিস্কের কার্যক্ষমতা উন্নত হয় এবং চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এটি মস্তিষ্কের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হতে পারে। মর্নিং ওয়াক হাড় ও জয়েন্টের জন্যও উপকারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মর্নিং ওয়াক হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য মর্নিং ওয়াক খুবই উপকারী বলে মনে করা হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মর্নিং ওয়াক হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস এবং কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য মর্নিং ওয়াক খুবই উপকারী বলে মনে করা হয়।
হাঁটা এই ধরনের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মর্নিং ওয়াক হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়। মর্নিং ওয়াক হাঁটু এবং পেশীর জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। সকালের হাঁটার প্রচুর উপকারিতা রয়েছে, যা আপনি মাত্র ২০-৩০ মিনিট হাঁটার মধ্যে দিয়েও পেতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
হাঁটা এই ধরনের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। মর্নিং ওয়াক হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী বলে মনে করা হয়। মর্নিং ওয়াক হাঁটু এবং পেশীর জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। সকালের হাঁটার প্রচুর উপকারিতা রয়েছে, যা আপনি মাত্র ২০-৩০ মিনিট হাঁটার মধ্যে দিয়েও পেতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Summer Tips: ঝলমল করবে মুখ…! ৭ দিনের মধ্যে ভ্যানিশ সব কালো দাগ! গরমে মুখের তফাৎ চমকে দেবে আয়নাকেও

সুন্দর মুখের জয় সর্বত্র। কে না চায় বয়স ধরে রাখুক ত্বক। মুখের জেল্লা যেন এমন হয় দেখে চোখ সরাতে পারেন না কেউ। কিন্তু মুশকিল হল রোজকার দিনের দৌড় ঝাঁপে আর অযত্নে ক্রমশ জেল্লাহীন হয়ে পরে মুখ।
সুন্দর মুখের জয় সর্বত্র। কে না চায় বয়স ধরে রাখুক ত্বক। মুখের জেল্লা যেন এমন হয় দেখে চোখ সরাতে পারেন না কেউ। কিন্তু মুশকিল হল রোজকার দিনের দৌড় ঝাঁপে আর অযত্নে ক্রমশ জেল্লাহীন হয়ে পরে মুখ।
আর গরমে তার উপর চলে সূর্যের কড়া রোদ্দুরের তাপ আর ধুলোর দাপট। ট্যান পরে যায় মুখে চোখে। কালো দাগ মূলত হাত ও মুখে অর্থাৎ শরীরের খোলা অংশকে ফ্যাকাসে, ঔজ্জ্বল্যহীন করে তোলে। যে দাগ কিছুতেই যেতে চায় না। হাজার নামি দামি প্রডাক্টেও কাজ হয় না। তাহলে উপায়?
আর গরমে তার উপর চলে সূর্যের কড়া রোদ্দুরের তাপ আর ধুলোর দাপট। ট্যান পরে যায় মুখে চোখে। কালো দাগ মূলত হাত ও মুখে অর্থাৎ শরীরের খোলা অংশকে ফ্যাকাসে, ঔজ্জ্বল্যহীন করে তোলে। যে দাগ কিছুতেই যেতে চায় না। হাজার নামি দামি প্রডাক্টেও কাজ হয় না। তাহলে উপায়?
আসলে সার্বিকভাবে সুন্দর ত্বকের অধিকারী হতে চাইলে খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে এবং সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। কিন্তু তারই সঙ্গে দরকার কিছু উপায় যা ম্যাজিকের মতো বদলে দেবে আপনার মুখ।
আসলে সার্বিকভাবে সুন্দর ত্বকের অধিকারী হতে চাইলে খাওয়া-দাওয়ার দিকে নজর দিতে হবে এবং সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। কিন্তু তারই সঙ্গে দরকার কিছু উপায় যা ম্যাজিকের মতো বদলে দেবে আপনার মুখ।
উজ্জ্বল, ফর্সা, দাগহীন ত্বক তো সবাই পেতে চায়। কিন্তু জানেন কী বাইরের কেমিক্যাল দেওয়া ক্রিম-লোশন নয়, দুর্দান্ত ভাবে কাজ হয় ঘরোয়া কিছু টোটকায়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কী ভাবে মাত্র ৭ দিনের মধ্যেই ত্বকের কালো দাগ দূর করা যায়। রইল তিন সহজ এবং ঘরোয়া উপায়।
উজ্জ্বল, ফর্সা, দাগহীন ত্বক তো সবাই পেতে চায়। কিন্তু জানেন কী বাইরের কেমিক্যাল দেওয়া ক্রিম-লোশন নয়, দুর্দান্ত ভাবে কাজ হয় ঘরোয়া কিছু টোটকায়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কী ভাবে মাত্র ৭ দিনের মধ্যেই ত্বকের কালো দাগ দূর করা যায়। রইল তিন সহজ এবং ঘরোয়া উপায়।
১) লেবুর রস : লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যাসিড। যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। যে কোনও ফেসপ্যাকের সঙ্গে একটু করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করে দেখুন। মুখের কালো দাগ উধাও হয়ে যাবে।
১) লেবুর রস : লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যাসিড। যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। যে কোনও ফেসপ্যাকের সঙ্গে একটু করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করে দেখুন। মুখের কালো দাগ উধাও হয়ে যাবে।
২) টম্যাটোর রস : ত্বক ফর্সা করতে টম্যাটো দারুন কার্যকরী। কিন্তু সবার ত্বকে আবার সহ্য হয় না। মুখে যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানে টম্যাটো রস লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।
২) টম্যাটোর রস : ত্বক ফর্সা করতে টম্যাটো দারুন কার্যকরী। কিন্তু সবার ত্বকে আবার সহ্য হয় না। মুখে যেসব জায়গায় কালো দাগ রয়েছে সেখানে টম্যাটো রস লাগিয়ে আধ ঘণ্টা অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।
৩) আলুর রস : প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখের যে জায়গায় কালো দাগ রয়েছে, তার উপর আলুর রস লাগিয়ে শুয়ে পড়ুন। কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে।
৩) আলুর রস : প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখের যে জায়গায় কালো দাগ রয়েছে, তার উপর আলুর রস লাগিয়ে শুয়ে পড়ুন। কালো দাগ দূর হয়ে মুখ অনেক পরিষ্কার হয়ে যাবে।
এই তিনটি উপায়ের যে কোনও একটি সপ্তাহে পরপর তিন দিন করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন এটা ত্বকে কাজ করছে কিনা। আর এক সপ্তাহের মধ্যে পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন।
এই তিনটি উপায়ের যে কোনও একটি সপ্তাহে পরপর তিন দিন করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন এটা ত্বকে কাজ করছে কিনা। আর এক সপ্তাহের মধ্যে পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন।

Gardening Tips: গরমকালে বাড়ির ছাদ বাগানে কোন কোন গাছ লাগাবেন? কীভাবে যত্ন নেবেন? জানুন

বসিরহাট: শীতের পাশাপাশি এবার গরমের মরশুমেও আপনার ছাদ বাগান ভরিয়ে তুলুন রঙিন ফুলে। ফুলের মরশুম বলতে আমরা সাধারণত শীত কালকেই বুঝি। শীত চলে যাওয়ার পরপরই ছাদ বাগান কিংবা বাড়ির বাগানে রঙিন ফুলের তেমন দেখা মেলে না। শীত শেষের পর গ্রীষ্মের সময় প্রচণ্ড দাবদাহ ও জলের অভাবে গাছ শুকিয়ে যায়। বাগানের বা বারান্দার ফুলগাছে আর তেমন ফুল ফোটে না, যার কারণে বাগানও কেমন প্রাণহীন ফ্যাকাশে লাগে।

তবে এ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রজাতির গাছের। সেজন্য এখন শীত ঋতুর মতোই সারা বছরই রঙিন ফুলে ভরিয়ে তুলতে পারবেন আপনার ছাদ বাগান কিংবা বাড়ির বাগানকে। গ্রীষ্মের সময় যেসব গাছগুলো আপনার বাগানকে ভরিয়ে তুলবে তা নিয়ে বিশেষ পরামর্শ দিলেন বসিরহাটের শাহানুর নার্সারীর উদ্যোক্তা শাহানুর মণ্ডল।

আরও পড়ুন: মাঠে ধান কাটছিল জ্যোৎস্না! দাদা ছুটে এসে জানায়, উচ্চ মাধ্যমিকের ফল! এই মেয়ে এখন সবার গর্ব

গ্রীষ্মের সময় যেহেতু জলের ঘাটতি ও সূর্যালোক প্রচুর পরিমাণে থাকে, সেজন্য কষ্ট সহিষ্ণু এবং যেসব গাছের পক্ষে এমন পরিবেশ উপযুক্ত তেমন গাছ রোপন করা উচিত। গ্রীষ্মে আপনার বাগান ভরিয়ে তুলতে জবা, বোগেনভিলিয়া, জুঁই, জিনিয়া, সূর্যমুখী, পোর্তলিকা, এডেনিয়াম, নন্দিনী, পদ্ম, অপরাজিতা এলামুন্ডা, রঙ্গন ফুলে রঙিন রঙের ছটায় ভরে উঠবে আপনার ব্যালকনি, ছাদ বাগান ও বাড়ির আঙিনার উদ্যান। সেজন্য শুধুমাত্র শীতের সময়ই নয় এবার এই সমস্ত গাছে ভরিয়ে তুলুন আপনার সাধের বাগানকে।

জুলফিকার মোল্যা

Summer HealthCare: গরম থেকে বাঁচাবে এই পাঁচ সবজি! শরীর ঠান্ডা ও সুস্থ রাখবে! চিকিৎসকের মত জানুন

গরমের মধ্যে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার জন্য খাবার পাতে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে সবজি। তবে বাজারে মরশুমি সবজির মধ্যে কোন কোন খাবেন সেটা জেনে নিতে হবে।
গরমের মধ্যে শরীর ঠান্ডা ও সুস্থ রাখার জন্য খাবার পাতে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে সবজি। তবে বাজারে মরশুমি সবজির মধ্যে কোন কোন খাবেন সেটা জেনে নিতে হবে।
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, এসি কিংবা ফ্যানের হাওয়া বাইরে থেকে শরীরকে ঠান্ডা রাখে। তবে শরীরকে ভিতর থেকেও ঠান্ডা রাখতে বেশ কিছু সবজি দারুণ কাজে লাগে।
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, এসি কিংবা ফ্যানের হাওয়া বাইরে থেকে শরীরকে ঠান্ডা রাখে। তবে শরীরকে ভিতর থেকেও ঠান্ডা রাখতে বেশ কিছু সবজি দারুণ কাজে লাগে।
তীব্র এই গরমে লেটুস খাওয়া সত্যিই দারুণ উপকারী। লেটুস পাতায় জলের পরিমাণ বেশি থাকে। শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি নেই। পেটের সমস্যাও কমায় লেটুসের পাতা।
তীব্র এই গরমে লেটুস খাওয়া সত্যিই দারুণ উপকারী। লেটুস পাতায় জলের পরিমাণ বেশি থাকে। শরীরের তাপমাত্রা কমাতে লেটুসের জুড়ি নেই। পেটের সমস্যাও কমায় লেটুসের পাতা।
গরমে শসা না খেলে পেটের সমস্যা অবধারিত। শসাতে জলের পরিমাণ থাকে অনেকটাই বেশি। ফলে শরীর আর্দ্র রাখতে দারুণ সাহায্য করে এই ফল। হজমের গোলমাল কমাতেও শসা দারুণ উপকারী।
গরমে শসা না খেলে পেটের সমস্যা অবধারিত। শসাতে জলের পরিমাণ থাকে অনেকটাই বেশি। ফলে শরীর আর্দ্র রাখতে দারুণ সাহায্য করে এই ফল। হজমের গোলমাল কমাতেও শসা দারুণ উপকারী।
গরমে লাউ খেতে ভুললে একেবারে চলবে না। লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে। গরমের মধ্যে এমনিতেই শরীরে জলের পরিমাণ কমে যায়। এছাড়া, পেটের সমস্যা যাঁদের বেশি লাউ তাঁদের জন্য উপকারী।
গরমে লাউ খেতে ভুললে একেবারে চলবে না। লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে। গরমের মধ্যে এমনিতেই শরীরে জলের পরিমাণ কমে যায়। এছাড়া, পেটের সমস্যা যাঁদের বেশি লাউ তাঁদের জন্য উপকারী।
ঝিঙে রান্না করার সময়ে যে পরিমাণ জল বেরোয়। তাতে খুব সহজেই বোঝা যায় এতে কতটা পরিমাণ জল থাকে। গ্রীষ্মকালীন সময়ে নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে দারুণ উপকারী ঝিঙে।
ঝিঙে রান্না করার সময়ে যে পরিমাণ জল বেরোয়। তাতে খুব সহজেই বোঝা যায় এতে কতটা পরিমাণ জল থাকে। গ্রীষ্মকালীন সময়ে নানা শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে দারুণ উপকারী ঝিঙে।
‘হিট ওয়েভ’-কে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকতে বিট খাওয়া জরুরি। বিট পেটের গোলমাল যেমনি কমায়। তেমনি শরীর ভিতর থেকে আর্দ্র করে তোলে। হজমের সমস্যাও কমে বিট খেলে পরে।
‘হিট ওয়েভ’-কে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ থাকতে বিট খাওয়া জরুরি। বিট পেটের গোলমাল যেমনি কমায়। তেমনি শরীর ভিতর থেকে আর্দ্র করে তোলে। হজমের সমস্যাও কমে বিট খেলে পরে।

Aquarium Fish Care: গরমে বারবার লোডশেডিং! অ্যাকোরিয়ামের মাছ সুস্থ ও তরতাজা রাখবেন কী করে, জেনে নিন

গরমকালে বিশেষ যত্ন নিতে হয় আপনার পোষা মাছের। লোডশেডিংয়ের কারণে অনেকক্ষণ এয়ার পাম্প বন্ধ থাকলে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটতে পারে। সেই কারণে বাজার থেকে আজই কিনে আনুন ব্যাটারি চালিত পাম্প।
গরমকালে বিশেষ যত্ন নিতে হয় আপনার পোষা মাছের। লোডশেডিংয়ের কারণে অনেকক্ষণ এয়ার পাম্প বন্ধ থাকলে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটতে পারে। সেই কারণে বাজার থেকে আজই কিনে আনুন ব্যাটারি চালিত পাম্প।
তুমুল গরমে মানুষ-সহ পশুপাখি প্রত্যেকেই কষ্ট পাচ্ছে। অনেকেই বাড়িতে অ্যাকোরিয়ামের মাছ পোষেন। অ্যাকোরিয়ামের জল গরম কালে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে যার ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাছ মরে যাওয়ার ঘটনা।
তুমুল গরমে মানুষ-সহ পশুপাখি প্রত্যেকেই কষ্ট পাচ্ছে। অনেকেই বাড়িতে অ্যাকোরিয়ামের মাছ পোষেন। অ্যাকোরিয়ামের জল গরম কালে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে যার ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাছ মরে যাওয়ার ঘটনা।
অতিরিক্ত গরমে ঘনঘন জল চেঞ্জ করুন অ্যাকোরিয়ামের। ৩০ কিংবা ৫০ শতাংশ জল প্রতিদিন পরিবর্তন করা মাছের জন্য ভাল। নতুন জলে ফ্রেশ অক্সিজেন থাকে মাছ থাকবে ভাল।
অতিরিক্ত গরমে ঘনঘন জল চেঞ্জ করুন অ্যাকোরিয়ামের। ৩০ কিংবা ৫০ শতাংশ জল প্রতিদিন পরিবর্তন করা মাছের জন্য ভাল। নতুন জলে ফ্রেশ অক্সিজেন থাকে মাছ থাকবে ভাল।
অ্যাকোরিয়ামে ব্যবহার করুন এয়ার স্টোন। তাতে জলে অক্সিজেনের লেভেল বাড়বে ফলে মাছ থাকবে সুস্থ ও স্বাভাবিক।
অ্যাকোরিয়ামে ব্যবহার করুন এয়ার স্টোন। তাতে জলে অক্সিজেনের লেভেল বাড়বে ফলে মাছ থাকবে সুস্থ ও স্বাভাবিক।
গরমে নিজের পোষা মাছের জন্য এই নিয়মগুলি মেনে চললেই আপনার মাঝে থাকবে সুস্থ এবং তরতাজা।
গরমে নিজের পোষা মাছের জন্য এই নিয়মগুলি মেনে চললেই আপনার মাঝে থাকবে সুস্থ এবং তরতাজা।
অ্যাকোরিয়ামের জন্য পাওয়া যায় বিশেষ কিছু কুলিং ফ্যান সেই ফ্যানগুলোও কিন্তু আপনার পোষা মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গরমের সময়কালে।
অ্যাকোরিয়ামের জন্য পাওয়া যায় বিশেষ কিছু কুলিং ফ্যান সেই ফ্যানগুলোও কিন্তু আপনার পোষা মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গরমের সময়কালে।
এয়ারকন্ডিশন রুমে যদি আপনি আপনার অ্যাকোরিয়াম রাখতে চান তাহলে অবশ্যই একুরিয়ামের মধ্যে হিটার ব্যবহার করতে হবে এবং টেম্পারেচার সেট করে রাখতে হবে।
এয়ারকন্ডিশন রুমে যদি আপনি আপনার অ্যাকোরিয়াম রাখতে চান তাহলে অবশ্যই একুরিয়ামের মধ্যে হিটার ব্যবহার করতে হবে এবং টেম্পারেচার সেট করে রাখতে হবে।

ফুটফুটে-উজ্জ্বল হয়ে যাবে মুখ…! গরমে ‘চেনা’ ২ জিনিস ক’দিনেই করবে কামাল! ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে আয়নাও

 

দ্রুততার এই যুগে নারী হোক বা পুরুষ নিজেদের দিকে তাকানোর সময় নেই প্রায় কারও। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শরীরের মতো ত্বকেরও একাধিক সমস্যায় ভুগছেন বহু মানুষ। এই কথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
দ্রুততার এই যুগে নারী হোক বা পুরুষ নিজেদের দিকে তাকানোর সময় নেই প্রায় কারও। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শরীরের মতো ত্বকেরও একাধিক সমস্যায় ভুগছেন বহু মানুষ। এই কথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে।
অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে।
আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান সম্ভব ঘরোয়া কিছু টোটকাতেই। অনেকেই জানেন না আমাদের হাতের কাছে থাকা কিছু সরঞ্জাম ম্যাজিকের মতো কাজ করে।
আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান সম্ভব ঘরোয়া কিছু টোটকাতেই। অনেকেই জানেন না আমাদের হাতের কাছে থাকা কিছু সরঞ্জাম ম্যাজিকের মতো কাজ করে।
ঠিক যেমন রান্নাঘরের আলু-পেঁয়াজ। খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই দুই সবজির ফেসপ্যাক। আর যদি এই ঘরোয়া ফেসপ্যাক কয়েকদিন ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ম্যাজিকের মতোই।
ঠিক যেমন রান্নাঘরের আলু-পেঁয়াজ। খুব সহজেই ঘরেই বানিয়ে নেওয়া যায় এই দুই সবজির ফেসপ্যাক। আর যদি এই ঘরোয়া ফেসপ্যাক কয়েকদিন ত্বকে প্রয়োগ করা যায় তাহলে, ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে ম্যাজিকের মতোই।
গরমে অনেকসময়ে অনেকক্ষেত্রে ত্বক শুষ্ক হতে থাকে। হারাতে থাকে উজ্জ্বলতা ও আদ্রতা। বর্ষাকালে এই সমস্যা বেড়ে যায় দ্বিগুণ। কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ছিদ্রগুলি ভরাট হয়ে যায়।
গরমে অনেকসময়ে অনেকক্ষেত্রে ত্বক শুষ্ক হতে থাকে। হারাতে থাকে উজ্জ্বলতা ও আদ্রতা। বর্ষাকালে এই সমস্যা বেড়ে যায় দ্বিগুণ। কারণ গ্রীষ্মকালে অতিরিক্ত ঘামের কারণে ত্বকের ছিদ্রগুলি ভরাট হয়ে যায়।
ফলস্বরূপ ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। এক্ষেত্রে আলু ও পিঁয়াজ দিয়ে এক ধরনের ফেসপ্যাক তৈরি করা সম্ভব, যা এই সমস্যাগুলি থেকে খুব অল্পসময়ের মধ্যেই মুক্তি দিতে পারে।
ফলস্বরূপ ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। এক্ষেত্রে আলু ও পিঁয়াজ দিয়ে এক ধরনের ফেসপ্যাক তৈরি করা সম্ভব, যা এই সমস্যাগুলি থেকে খুব অল্পসময়ের মধ্যেই মুক্তি দিতে পারে।
সহজ আলু-পেঁয়াজের ফেসপ্যাক বানানোর পদ্ধতি:উপকরণ-
১) আলু
২) পেয়াঁজ
৩) এক চামচ টক দই
৪) এক চামচ মধু
সহজ আলু-পেঁয়াজের ফেসপ্যাক বানানোর পদ্ধতি:
উপকরণ-
১) আলু
২) পেয়াঁজ
৩) এক চামচ টক দই
৪) এক চামচ মধু
পদ্ধতি-১) প্রথমে একটি পাত্রে একটি প্রমাণ সাইজের আলু ও পেয়াঁজ নিয়ে নিতে হবে।
২) এরপর সেই আলু ও পেয়াঁজটিকে খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।
পদ্ধতি-
১) প্রথমে একটি পাত্রে একটি প্রমাণ সাইজের আলু ও পেয়াঁজ নিয়ে নিতে হবে।
২) এরপর সেই আলু ও পেয়াঁজটিকে খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।
৩) পরে সেই পেস্টের মধ্যে আগে থেকে নিয়ে রাখা মধু ও টক দই ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। এই তিনটি উপায় সম্পন্ন হলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাক।
৩) পরে সেই পেস্টের মধ্যে আগে থেকে নিয়ে রাখা মধু ও টক দই ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। এই তিনটি উপায় সম্পন্ন হলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাক।
প্রয়োগ-প্রথমে ঐ ফেসপ্যাক গোটা মুখে অন্তত ১৫-২০ মিনিট লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
প্রয়োগ-
প্রথমে ঐ ফেসপ্যাক গোটা মুখে অন্তত ১৫-২০ মিনিট লাগিয়ে শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। পরে পরিষ্কার জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
কয়েকদিন পর পর যদি এই ফেসপ্যাক ত্বকের উপর প্রয়োগ করা যায় তাহলে, ত্বক আগের উজ্জ্বলতা ফিরে পাবে। ফিরবে আদ্রতাও। ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত-ফুটফুটে।
কয়েকদিন পর পর যদি এই ফেসপ্যাক ত্বকের উপর প্রয়োগ করা যায় তাহলে, ত্বক আগের উজ্জ্বলতা ফিরে পাবে। ফিরবে আদ্রতাও। ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত-ফুটফুটে।

Anti-Aging Tips: ৪০ পেরিয়ে গেলেও দেখলে মনে হবে ২০! মেনে চলুন ছোট্ট এই টিপস, ফিরবে হারানো যৌবন-জেল্লা! বুড়িয়ে যাবেন না অকালে…

নিজেকে সুন্দর রাখতে কে না চায়৷ প্রতিটা বয়সের মহিলাদেরই স্বপ্ন নিজেকে সুন্দর রাখা৷ বয়স কিন্তু থেমে থাকার নয়৷ আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখার সমস্যায় কম-বেশি প্রত্যেকেই ভুগে থাকেন৷
নিজেকে সুন্দর রাখতে কে না চায়৷ প্রতিটা বয়সের মহিলাদেরই স্বপ্ন নিজেকে সুন্দর রাখা৷ বয়স কিন্তু থেমে থাকার নয়৷ আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখার সমস্যায় কম-বেশি প্রত্যেকেই ভুগে থাকেন৷
আর বয়স ৪০ পেরিয়ে গেলে তা যেন আরও বেশি করে জাকিয়ে ধরে৷ তবে এবার আর চিন্তা নেই বয়স বাড়লেও ত্বকের বয়স বাড়বে না৷ এই ৬ টোটকা মেনে চললে অকালে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচবেন৷
বয়স ৪০ পেরিয়ে গেলে তা যেন আরও বেশি করে জাকিয়ে ধরে৷ তবে এবার আর চিন্তা নেই বয়স বাড়লেও ত্বকের বয়স বাড়বে না৷ এই ৬ টোটকা মেনে চললে অকালে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচবেন৷
প্রচুর পরিমাণে জল খান৷ ফিটডে খবর মতে, জলের অভাবে শরীরে মেটাবলিজম কমতে শুরু করে, শরীরে জলের অভাব দেখা দেয় এবং এটি ত্বকের নমনীয়তাকে প্রভাবিত করে। এক্ষেত্রে জল খাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে৷ এবং নিয়ম মতো জল খেতে হবে৷
প্রচুর পরিমাণে জল খান৷ ফিটডে খবর মতে, জলের অভাবে শরীরে মেটাবলিজম কমতে শুরু করে, শরীরে জলের অভাব দেখা দেয় এবং এটি ত্বকের নমনীয়তাকে প্রভাবিত করে। এক্ষেত্রে জল খাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে৷ এবং নিয়ম মতো জল খেতে হবে৷
ওয়ার্কআউট করা সকলের জন্যই ভীষণ উপকারী৷ নিয়মিত শরীরচর্চা করলে শরীর ফিট থাকে৷ আপনার বয়স যদি ৪০ বছর হয়ে গিয়ে থাকে তাহলে নিয়মিত শরীরচর্চা করতে পারেন৷ এতে আপনার পেশীগুলি দুর্বল হবে না এবং মুখ ও শরীরেও তারুণ্য বজায় থাকে।
ওয়ার্কআউট করা সকলের জন্যই ভীষণ উপকারী৷ নিয়মিত শরীরচর্চা করলে শরীর ফিট থাকে৷ আপনার বয়স যদি ৪০ বছর হয়ে গিয়ে থাকে তাহলে নিয়মিত শরীরচর্চা করতে পারেন৷ এতে আপনার পেশীগুলি দুর্বল হবে না এবং মুখ ও শরীরেও তারুণ্য বজায় থাকে।
ত্বককে নিখুঁত রাখতে স্বাস্থ্যকর খাবার প্রয়োজন । এর মধ্যে প্রচুর ফলমূল, শাক-সবজি খেতে হবে৷ শুধু তাই নয়, খাওয়া-দাওয়ার সময়ও ঠিক করতে হবে৷ স্বাস্থ্যকর খাবার খান- খাদ্যতালিকায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, হেলদি ফ্যাট জাতীয় খাবার রাখুন৷ এই ধরনের খাবার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে৷
ত্বককে নিখুঁত রাখতে স্বাস্থ্যকর খাবার প্রয়োজন । এর মধ্যে প্রচুর ফলমূল, শাক-সবজি খেতে হবে৷ শুধু তাই নয়, খাওয়া-দাওয়ার সময়ও ঠিক করতে হবে৷ স্বাস্থ্যকর খাবার খান- খাদ্যতালিকায় ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, হেলদি ফ্যাট জাতীয় খাবার রাখুন৷ এই ধরনের খাবার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে৷
ব্রাইন মাওর ডার্মাটোলজি অনুসারে , তাড়াতাড়ি বার্ধক্যের সবচেয়ে বড় কারণ হল ইউভি রশ্মি। এই ক্ষেত্রে, প্রতিদিন রোদে বেড়ানোর আগে এসপিএফ ৩০-৫০ সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না এবং সানগ্লাস ও ছাতা অবশ্যই ব্যবহার করুন।
ব্রাইন মাওর ডার্মাটোলজি অনুসারে , তাড়াতাড়ি বার্ধক্যের সবচেয়ে বড় কারণ হল ইউভি রশ্মি। এই ক্ষেত্রে, প্রতিদিন রোদে বেড়ানোর আগে এসপিএফ ৩০-৫০ সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না এবং সানগ্লাস ও ছাতা অবশ্যই ব্যবহার করুন।
যারা অ্যালকোহল ও ধূমপান নিয়মিত করেন তারা এই অভ্যাস এখনই বন্ধ করুন৷ এই দুটি অভ্যাসই ত্বকে বলিরেখার অন্যতম প্রধান কারণ। এটি থেকে ত্বকের ক্যান্সারও হতে পারে। নিজেকে যতটা সম্ভব অ্যালকোহল এবং ধূমপান থেকে দূরে রাখুন।
যারা অ্যালকোহল ও ধূমপান নিয়মিত করেন তারা এই অভ্যাস এখনই বন্ধ করুন৷ এই দুটি অভ্যাসই ত্বকে বলিরেখার অন্যতম প্রধান কারণ। এটি থেকে ত্বকের ক্যান্সারও হতে পারে। নিজেকে যতটা সম্ভব অ্যালকোহল এবং ধূমপান থেকে দূরে রাখুন।
অনেকেরই ঘুম ঠিকঠাক হয় না৷ যা শরীরে খারাপ প্রভাব ফেলে৷ পর্যাপ্ত ঘুম সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রাতে কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে। এছাড়া ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় ত্বকের যত্ন নেওয়া ভীষণ জরুরি।
অনেকেরই ঘুম ঠিকঠাক হয় না৷ যা শরীরে খারাপ প্রভাব ফেলে৷ পর্যাপ্ত ঘুম সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। রাতে কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে। এছাড়া ঘুমানোর সময় ও ঘুম থেকে ওঠার সময় ত্বকের যত্ন নেওয়া ভীষণ জরুরি।

Eggs in Summer Diet: তীব্র গরমেও রোজ ডিম খাচ্ছেন? সেদ্ধ-পোচ না অমলেট! কোনটা খাওয়া ভাল? রোজ ক’টা করে ডিম খাবেন? বিশেষজ্ঞের মতামত না মানলেই বিপদ

ছোট থেকে বড় কম-বেশি সকলেই ডিম খেতে পছন্দ করেন। সকালের ব্রেকফাস্টে সেদ্ধ ডিম বা অমলেট অনেকেরই চাই। গরম হোক বা শীত যাই হোক না কেন, ডিম প্রেমীরা নিয়মিত তাদের খাদ্যতালিকায় এটি রাখেন।
ছোট থেকে বড় কম-বেশি সকলেই ডিম খেতে পছন্দ করেন। সকালের ব্রেকফাস্টে সেদ্ধ ডিম বা অমলেট অনেকেরই চাই। গরম হোক বা শীত যাই হোক না কেন, ডিম প্রেমীরা নিয়মিত তাদের খাদ্যতালিকায় এটি রাখেন।
প্রোটিন ছাড়াও ডিম পুষ্টিগুণে ভরপুর এবং ডিম খেলে স্বাস্থ্যের জন্য অনেক আশ্চর্যজনক উপকার পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে ডিম খেলে শরীরে তাপ উৎপন্ন হয়, যা গরমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
প্রোটিন ছাড়াও ডিম পুষ্টিগুণে ভরপুর এবং ডিম খেলে স্বাস্থ্যের জন্য অনেক আশ্চর্যজনক উপকার পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে ডিম খেলে শরীরে তাপ উৎপন্ন হয়, যা গরমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
গরমকালে মানুষের প্রতিদিন ডিম খাওয়া উচিত? আপনিও যদি এই প্রশ্নের সত্যতা জানতে চান, তাহলে বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন সঠিক উত্তর।
গরমকালে মানুষের প্রতিদিন ডিম খাওয়া উচিত? আপনিও যদি এই প্রশ্নের সত্যতা জানতে চান, তাহলে বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন সঠিক উত্তর।
নয়া দিল্লির আকাশ হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান পুনম দুনেজা বলেছেন যে ডিম প্রোটিনের একটি দুর্দান্ত উৎস এবং প্রতিটি ঋতুতেই ডিম খাওয়া যেতে পারে।
নয়া দিল্লির আকাশ হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান পুনম দুনেজা বলেছেন যে ডিম প্রোটিনের একটি দুর্দান্ত উৎস এবং প্রতিটি ঋতুতেই ডিম খাওয়া যেতে পারে।
গরমকালে, মানুষ প্রতিদিন একটি বা দুটি ডিম খেতে পারেন। তবে গরমে ডিম সীমিতভাবে খাওয়া হলে শরীর শক্তি পাবে এবং প্রোটিনের ঘাটতি দূর হবে। ডিম অতিরিক্ত খাওয়া উচিত নয়, তা না হলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে।
গরমকালে, মানুষ প্রতিদিন একটি বা দুটি ডিম খেতে পারেন। তবে গরমে ডিম সীমিতভাবে খাওয়া হলে শরীর শক্তি পাবে এবং প্রোটিনের ঘাটতি দূর হবে। ডিম অতিরিক্ত খাওয়া উচিত নয়, তা না হলে উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে।
ডায়েটিশিয়ান জানান, গরমকালে সেদ্ধ ডিম খাওয়া উপকারী এবং অমলেট বানিয়েও খেতে পারেন। প্রতিটি উপায়ে আপনি পুষ্টির একটি ভাল ডোজ পাবেন। তবে অতিরিক্ত না খেয়ে ১-২ টি করে ডিম খেতে পারেন৷
ডায়েটিশিয়ান জানান, গরমকালে সেদ্ধ ডিম খাওয়া উপকারী এবং অমলেট বানিয়েও খেতে পারেন। প্রতিটি উপায়ে আপনি পুষ্টির একটি ভাল ডোজ পাবেন। তবে অতিরিক্ত না খেয়ে ১-২ টি করে ডিম খেতে পারেন৷
ডায়েটিশিয়ান পুনম বলেন, শুধু ডিম নয় গরমের সময় সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত যাতে হাইড্রেশন ভাল থাকে। এছাড়াও আপনার খাদ্যতালিকায় সর্বাধিক ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত করা উচিত। গরম থেকে বাঁচতে ফলমূল ও শাকসবজি খাওয়া খুবই উপকারী।
ডায়েটিশিয়ান পুনম বলেন, শুধু ডিম নয় গরমের সময় সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত যাতে হাইড্রেশন ভাল থাকে। এছাড়াও আপনার খাদ্যতালিকায় সর্বাধিক ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত করা উচিত। গরম থেকে বাঁচতে ফলমূল ও শাকসবজি খাওয়া খুবই উপকারী।
তরমুজ, শসা, টমেটো-সহ অনেক কিছুতে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং আপনার স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর প্রমাণিত হতে পারে। ডায়াবেটিস বা অন্য কোনও রোগ না থাকলে গরম থেকে মুক্তি পেতে ফলের রস খেতে পারেন। এই সময়টাতে বাটার মিল্ক খাওয়াও উপকারী।
তরমুজ, শসা, টমেটো-সহ অনেক কিছুতে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং আপনার স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর প্রমাণিত হতে পারে। ডায়াবেটিস বা অন্য কোনও রোগ না থাকলে গরম থেকে মুক্তি পেতে ফলের রস খেতে পারেন। এই সময়টাতে বাটার মিল্ক খাওয়াও উপকারী।

Rum: এই গরমে রাম খেলে কী হবে? কেন বলে গরমে রাম খেতে নেই? সত্যি জানলে অবাক হবেন

 মদ্য প্রেমীদের কাছে কী বা গরম কী বা শীত! রাত হোক বা দিন সুরা-প্রেমীদের টান আটকানো খুব মুশকিল! তবে গরমকালে মদ খেতে গেলেও কিন্তু কিছু নিয়ম মানতে হবে! যেমন রাম! বহু মানুষ পছন্দ করেন! কিন্তু গরম কালে কি এই রাম খাওয়া যায়? photo source collected
মদ্য প্রেমীদের কাছে কী বা গরম কী বা শীত! রাত হোক বা দিন সুরা-প্রেমীদের টান আটকানো খুব মুশকিল! তবে গরমকালে মদ খেতে গেলেও কিন্তু কিছু নিয়ম মানতে হবে! যেমন রাম! বহু মানুষ পছন্দ করেন! কিন্তু গরম কালে কি এই রাম খাওয়া যায়? photo source collected
মদ্যপান নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা আছে আমাদের! এই যেমন অনেকেই বলে থাকেন গরমে রাম খেতে নেই! photo source collected
মদ্যপান নিয়ে কিন্তু অনেক ভুল ধারণা আছে আমাদের! এই যেমন অনেকেই বলে থাকেন গরমে রাম খেতে নেই! photo source collected
কিন্তু কেন গরমে রাম খেতে নেই? শুধু শীতকালেই খেতে হয়! এতে শরীর গরম থাকে! এই কথা কি আদৌ সত্যি? জেনে নিন গবেষকদের মত! বিভিন্ন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে! photo source collected
কিন্তু কেন গরমে রাম খেতে নেই? শুধু শীতকালেই খেতে হয়! এতে শরীর গরম থাকে! এই কথা কি আদৌ সত্যি? জেনে নিন গবেষকদের মত! বিভিন্ন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে! photo source collected
গবেষণা বলছে শীতকালে রাম খেলে আরাম মেলে! তবে গরমকালে রাম খেলে আলাদা করে কোনও ক্ষতি নেই! তবে কেন বারণ করা হয়? photo source collected
গবেষণা বলছে শীতকালে রাম খেলে আরাম মেলে! তবে গরমকালে রাম খেলে আলাদা করে কোনও ক্ষতি নেই! তবে কেন বারণ করা হয়? photo source collected
রাম তৈরি হয় গুড় থেকে! আখের গুড় গাঁজন করেই রাম বানানো হয়! দুই রকমের রাম হয়, হোয়াইট ও ডার্ক রাম! হোয়াইট রাম ককটেলে বেশি ব্যবহার করা হয়! photo source collected
রাম তৈরি হয় গুড় থেকে! আখের গুড় গাঁজন করেই রাম বানানো হয়! দুই রকমের রাম হয়, হোয়াইট ও ডার্ক রাম! হোয়াইট রাম ককটেলে বেশি ব্যবহার করা হয়! photo source collected
ডার্ক রামটাই সাধারণত খাওয়া হয় বেশি! এতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি! যা শীতকালে শরীরের উষ্ণতা বাড়াতে সাহায্য করে! photo source collected
ডার্ক রামটাই সাধারণত খাওয়া হয় বেশি! এতে ক্যালোরির পরিমাণ অনেক বেশি! যা শীতকালে শরীরের উষ্ণতা বাড়াতে সাহায্য করে! photo source collected
এই অতিরিক্ত ক্যালোরির জন্যই গবেষকরা গরমকালে রাম থেকে বিরত থাকতে বলছেন! কারণ অনেক খাবারকেই আমরা গরম বলি, আবার কিছুকে ঠান্ডা! যেমন বাদাম, পেঁয়াজ, রসুন সব গরম খাবার! শসা, তরমুজ ঠান্ডা খাবার! তেমনই রামকেও গরম খাবারের শ্রেণিতে ফেলা হয়! photo source collected
এই অতিরিক্ত ক্যালোরির জন্যই গবেষকরা গরমকালে রাম থেকে বিরত থাকতে বলছেন! কারণ অনেক খাবারকেই আমরা গরম বলি, আবার কিছুকে ঠান্ডা! যেমন বাদাম, পেঁয়াজ, রসুন সব গরম খাবার! শসা, তরমুজ ঠান্ডা খাবার! তেমনই রামকেও গরম খাবারের শ্রেণিতে ফেলা হয়! photo source collected
তাই গরমে রাম না খাওয়াই ভাল! কারণ এতে শরীরের উষ্ণতা বাড়তে পারে! এই গরমে যা অস্বস্তি বাড়াবে! তবে আলাদা করে গরমে রাম কিন্তু শরীরের অন্য কোনও ক্ষতি করে না! তবে খুব গরমে রাম না খাওয়াই ভাল! photo source collected

তাই গরমে রাম না খাওয়াই ভাল! কারণ এতে শরীরের উষ্ণতা বাড়তে পারে! এই গরমে যা অস্বস্তি বাড়াবে! তবে আলাদা করে গরমে রাম কিন্তু শরীরের অন্য কোনও ক্ষতি করে না! তবে খুব গরমে রাম না খাওয়াই ভাল! photo source collected