ভোট পরবর্তী হিংসা

Election Commission: ভোট পরবর্তী হিংসা নিয়ে সতর্কতা! মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি বাহিনী, কবে পর্যন্ত? বড় সিদ্ধান্ত কমিশনের

কলকাতা: নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সতর্কতা। আগামী ১৯ শে জুন পর্যন্ত ৪০০ কোম্পানি বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগেই কমিশন জানিয়েছিল ৬ই জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। এই নির্দেশকে সংশোধন করে এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল আগামী ১৯ শে জুন পর্যন্ত রাজ্যে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে ভোট পরবর্তী পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

মূলত নির্বাচন পরবর্তী হিংসা সামাল দেওয়ার জন্য এই কেন্দ্রীয় বাহিনী কাজ করবে বলেই কমিশন সূত্রের খবর। এই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কাজ করবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।

শনিবারই শেষ হয়েছে সাত দফার লোকসভা নির্বাচন। মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচনেও একের পর এক *অভিযোগ জমা পড়েছেন কমিশনের ঝুলিতে। এখনও জ্বলছে ভাঙড়, সন্দেশখালি, কুলতলি। ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে তাই কোনওরকম রাশ আলগা করতে চায় না কমিশন।