তামাকে আসক্ত ব্যক্তিদের নেশা ছাড়াতে বেস হাসপাতালে শুরু হল বিশেষ চিকিৎসা। কাউন্সেলিংয়ের পাশাপাশি নেশাগ্রস্থদের বিনামূল্যে নিকোটিন চুইংগাম দেওয়া হচ্ছে। ধূমপান ও তামাকের কুফল সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ শুরু করেছে NHM।

Tobacco Addiction: নিকোটিন শরীরে ‘মিষ্টি বিষ’! ধূমপান-গুটখা না ছাড়লে বড় বিপদ, ডাক্তারের পরামর্শ জানুন

তামাকে আসক্ত ব্যক্তিদের নেশা ছাড়াতে বেস হাসপাতালে শুরু হল বিশেষ চিকিৎসা। কাউন্সেলিংয়ের পাশাপাশি নেশাগ্রস্থদের বিনামূল্যে নিকোটিন চুইংগাম দেওয়া হচ্ছে। ধূমপান ও তামাকের কুফল সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ শুরু করেছে NHM।
তামাকে আসক্ত ব্যক্তিদের নেশা ছাড়াতে বেস হাসপাতালে শুরু হল বিশেষ চিকিৎসা। কাউন্সেলিংয়ের পাশাপাশি নেশাগ্রস্থদের বিনামূল্যে নিকোটিন চুইংগাম দেওয়া হচ্ছে। ধূমপান ও তামাকের কুফল সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ শুরু করেছে NHM।
হৃদপিণ্ড ও রক্ত সংক্রান্ত রোগ দ্রুত বৃদ্ধি পায়। তামাকপ্রেমীদের অধিকাংশই হার্ট অ্যাটাকে মারা যান। পুরুষদের মধ্যে পুরুষত্বহীনতা, মহিলাদের উর্বরতা হ্রাস এবং অন্যান্য প্রজনন সমস্যা তো রয়েছেই। নিঃশ্বাসে দুর্গন্ধ, মুখ ও চোখের চারপাশে বলিরেখা দেখা দেয়। এর পাশাপাশি ধূমপায়ীদের আশপাশের মানুষদের মধ্যেও এই রোগের ঝুঁকি বেড়ে যায়।
হৃদপিণ্ড ও রক্ত সংক্রান্ত রোগ দ্রুত বৃদ্ধি পায়। তামাকপ্রেমীদের অধিকাংশই হার্ট অ্যাটাকে মারা যান। পুরুষদের মধ্যে পুরুষত্বহীনতা, মহিলাদের উর্বরতা হ্রাস এবং অন্যান্য প্রজনন সমস্যা তো রয়েছেই। নিঃশ্বাসে দুর্গন্ধ, মুখ ও চোখের চারপাশে বলিরেখা দেখা দেয়। এর পাশাপাশি ধূমপায়ীদের আশপাশের মানুষদের মধ্যেও এই রোগের ঝুঁকি বেড়ে যায়।
এই প্রকল্পের অধীনে ধূমপান ও তামাকে আসক্ত ব্যক্তিদের নেশা ছাড়াতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। একই সঙ্গে মাদকাসক্তির কুপ্রভাব নিয়ে শিশু ও তাঁদের অভিভাবকদের সচেতন করার কাজ চলবে।
এই প্রকল্পের অধীনে ধূমপান ও তামাকে আসক্ত ব্যক্তিদের নেশা ছাড়াতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। একই সঙ্গে মাদকাসক্তির কুপ্রভাব নিয়ে শিশু ও তাঁদের অভিভাবকদের সচেতন করার কাজ চলবে।
মনোবিজ্ঞানী ডা. মেঘনা পারওয়াল বলেন, ভারতে তামাক সেবনের কারণে প্রতি বছর ১৩ লাখ মানুষের মৃত্যু হয়। নিয়মিত ধূমপান ও তামাকের কারণে ২৫টি গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
মনোবিজ্ঞানী ডা. মেঘনা পারওয়াল বলেন, ভারতে তামাক সেবনের কারণে প্রতি বছর ১৩ লাখ মানুষের মৃত্যু হয়। নিয়মিত ধূমপান ও তামাকের কারণে ২৫টি গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এই প্রকল্প শুরু করা হয়েছে। প্রতিদিন ৪ থেকে ৫ জন রোগী হাসপাতালে আসেন। তাঁদের কাউন্সেলিং করা হয়। সঙ্গে বিনামূল্যে দেওয়া হয় নিকোটিন চুইংগাম।
তিনি বলেন, মানুষকে সচেতন করতেই এই প্রকল্প শুরু করা হয়েছে। প্রতিদিন ৪ থেকে ৫ জন রোগী হাসপাতালে আসেন। তাঁদের কাউন্সেলিং করা হয়। সঙ্গে বিনামূল্যে দেওয়া হয় নিকোটিন চুইংগাম।
ডা. মেঘনা পারওয়াল জানান, নিকোটিন চুইংগাম দু’ধরনের হয়। একটা ২ মিলিগ্রামের। অন্যটা ৪ মিলিগ্রামের। দীর্ঘদিনের মাদকাসক্ত ব্যক্তিদের ৪ মিলিগ্রামের চুইংগাম দেওয়া হচ্ছে। এই চুইংগাম দীর্ঘক্ষণ মুখে রাখতে হয়। যখনই ধূমপান বা গুটখা খাওয়ার ইচ্ছা জাগে, তখন এই চুইংগাম চিবিয়ে খেতে বলা হয়। এতে তামাক সেবনের ইচ্ছা কমে যায়।
ডা. মেঘনা পারওয়াল জানান, নিকোটিন চুইংগাম দু’ধরনের হয়। একটা ২ মিলিগ্রামের। অন্যটা ৪ মিলিগ্রামের। দীর্ঘদিনের মাদকাসক্ত ব্যক্তিদের ৪ মিলিগ্রামের চুইংগাম দেওয়া হচ্ছে। এই চুইংগাম দীর্ঘক্ষণ মুখে রাখতে হয়। যখনই ধূমপান বা গুটখা খাওয়ার ইচ্ছা জাগে, তখন এই চুইংগাম চিবিয়ে খেতে বলা হয়। এতে তামাক সেবনের ইচ্ছা কমে যায়।
নিয়মিত তামাক সেবন থেকে কী কী রোগ হতে পারে: নিকোটিন শরীরে ‘মিষ্টি বিষ’ হিসেবে কাজ করে। যখনই কেউ পান মসলা, জর্দা বা সিগারেট আকারে তামাক খান, নিকোটিন শরীরে পৌঁছয় এবং শরীরে পৌঁছানোর পরে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে।
নিয়মিত তামাক সেবন থেকে কী কী রোগ হতে পারে: নিকোটিন শরীরে ‘মিষ্টি বিষ’ হিসেবে কাজ করে। যখনই কেউ পান মসলা, জর্দা বা সিগারেট আকারে তামাক খান, নিকোটিন শরীরে পৌঁছয় এবং শরীরে পৌঁছানোর পরে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে।
নিয়মিত তামান সেবনে মুখ, গলা, ফুসফুস, খাদ্যনালী, মূত্রাশয়, কিডনি, অগ্ন্যাশয় এবং জরায়ুর ক্যানসার হতে পারে। এ ছাড়া তামাক সেবনের ফলে ব্রঙ্কাইটিস এবং এমফিসেমার মতো শ্বাসকষ্টের সমস্যা হয়।
নিয়মিত তামান সেবনে মুখ, গলা, ফুসফুস, খাদ্যনালী, মূত্রাশয়, কিডনি, অগ্ন্যাশয় এবং জরায়ুর ক্যানসার হতে পারে। এ ছাড়া তামাক সেবনের ফলে ব্রঙ্কাইটিস এবং এমফিসেমার মতো শ্বাসকষ্টের সমস্যা হয়।