ধুপজোড়া পষটন কেন্দ্র 

Dooars Tour: জঙ্গল ভালবাসেন, ক’দিন পরেই কিন্তু বন্ধ হয়ে যাবে ডুয়ার্স! তার আগেই ঘুরে আসুন জঙ্গল থেকে

ডুয়ার্স ভ্রমণের সেরা সময় বর্ষা। একারণেই হয়তো কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘বৃষ্টিতে ডুয়ার্স খুবই পর্যটনময়’।
ডুয়ার্স ভ্রমণের সেরা সময় বর্ষা। একারণেই হয়তো কবি শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘বৃষ্টিতে ডুয়ার্স খুবই পর্যটনময়’।
ডুয়ার্সে ইতিমধ্যেই বর্ষার দাপটে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এতেই সবুজে সেজে উঠেছে গরুমারা, চাপরামারি, জলদাপাড়া, গজলডোবা, ঝালংয়ের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা গুলি।
ডুয়ার্সে ইতিমধ্যেই বর্ষার দাপটে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এতেই সবুজে সেজে উঠেছে গরুমারা, চাপরামারি, জলদাপাড়া, গজলডোবা, ঝালংয়ের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা গুলি।
অরণ্যের গহিনে ঢুকলেই মনপ্রাণ জুড়োবেই। রাস্তার একদিকে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা শাল-সেগুনের লম্বা ছায়া, অন্যদিকে, ঝিঁ ঝিঁ পোকার আওয়াজে গা ছমছম করা পরিবেশ, সাইনবোর্ডে লেখা-আস্তে চলুন, সামনে হাতি চলাচলের পথ। তবে হাতির পাশাপাশি বাইসনও দেখা দিতেই পারে।
অরণ্যের গহিনে ঢুকলেই মনপ্রাণ জুড়োবেই। রাস্তার একদিকে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা শাল-সেগুনের লম্বা ছায়া, অন্যদিকে, ঝিঁ ঝিঁ পোকার আওয়াজে গা ছমছম করা পরিবেশ, সাইনবোর্ডে লেখা-আস্তে চলুন, সামনে হাতি চলাচলের পথ। তবে হাতির পাশাপাশি বাইসনও দেখা দিতেই পারে।
শরীর-মন চমকে দিয়ে হঠাৎ চোখে পড়তেই পারে পেখম মেলা ময়ূর। তবে বন জঙ্গলের বাইরেও রয়েছে আলাদা একটা ডুয়ার্স।ছবির মতো সুন্দর চা-বাগান।
শরীর-মন চমকে দিয়ে হঠাৎ চোখে পড়তেই পারে পেখম মেলা ময়ূর। তবে বন জঙ্গলের বাইরেও রয়েছে আলাদা একটা ডুয়ার্স।ছবির মতো সুন্দর চা-বাগান।
জঙ্গল গাছপালা বন্যপ্রাণী ছাড়াও পাশেই রয়েছে ছোট ছোট নুড়ি পাথরে ভরা মূর্তি নদী। ভরা বর্ষায় তার রূপ দেখলে চোখ জুড়বেই। নাম না জানা পাখিদের কাণ্ডকীর্তি মন ভাল করবেই।
জঙ্গল গাছপালা বন্যপ্রাণী ছাড়াও পাশেই রয়েছে ছোট ছোট নুড়ি পাথরে ভরা মূর্তি নদী। ভরা বর্ষায় তার রূপ দেখলে চোখ জুড়বেই। নাম না জানা পাখিদের কাণ্ডকীর্তি মন ভাল করবেই।
ভ্রমণপিপাসুদের কাছে ডুয়ার্স খুব একটা অচেনা না হলেও বর্ষা এখানে অচেনা লাগতেও পারে। তাই জঙ্গলের প্রবেশ পথ বন্ধ হওয়ার আগেই মন প্রাণ জুড়োতে ঘুরে আসুন ডুয়ার্সের জঙ্গলে। এখানে রয়েছে রাত যাপনের জন্য সুবন্দোবস্ত।
ভ্রমণপিপাসুদের কাছে ডুয়ার্স খুব একটা অচেনা না হলেও বর্ষা এখানে অচেনা লাগতেও পারে। তাই জঙ্গলের প্রবেশ পথ বন্ধ হওয়ার আগেই মন প্রাণ জুড়োতে ঘুরে আসুন ডুয়ার্সের জঙ্গলে। এখানে রয়েছে রাত যাপনের জন্য সুবন্দোবস্ত।