Money Making Tips : এই ফুলই ফেরাবে ভাগ্য, টাকার গদিতে শুয়ে থাকবেন! নিয়ম মেনে করুন সঠিক ব্যবহার

পদ্মফুলকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই পদ্ম ফুলের টোটকায় ভাগ্য ফেরানো সম্ভব বলে মনে করেন অনেকে। তাই জেনে রাখুন পদ্ম ফুলের সঠিক ব্যবহার।
পদ্মফুলকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই পদ্ম ফুলের টোটকায় ভাগ্য ফেরানো সম্ভব বলে মনে করেন অনেকে। তাই জেনে রাখুন পদ্ম ফুলের সঠিক ব্যবহার।
বিশিষ্ট জ্যোতিষবিদ পরান ঠাকুর বলছেন, দেবী দুর্গার পদ্মফুল অত্যন্ত প্রিয়। প্রত্যেক অষ্টমী তিথিতে দেবী দুর্গাকে একটি করে লাল পদ্ম নিবেদন করলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারে আসবে সমৃদ্ধি। কমবে মঙ্গলের দুষ্প্রভাব।
বিশিষ্ট জ্যোতিষবিদ পরান ঠাকুর বলছেন, দেবী দুর্গার পদ্মফুল অত্যন্ত প্রিয়। প্রত্যেক অষ্টমী তিথিতে দেবী দুর্গাকে একটি করে লাল পদ্ম নিবেদন করলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারে আসবে সমৃদ্ধি। কমবে মঙ্গলের দুষ্প্রভাব।
দেবী লক্ষীরও পদ্মফুল ভীষণ পছন্দের। তাই প্রত্যেক শুক্রবার দেবী লক্ষীকে একটি করে পদ্ম নিবেদন করতে পরামর্শ দিয়েছেন এই জ্যোতিষবিদ। এর ফলে আপনার পরিবারে ফিরবে সৌভাগ্য। আসবে সমৃদ্ধি।
দেবী লক্ষীরও পদ্মফুল ভীষণ পছন্দের। তাই প্রত্যেক শুক্রবার দেবী লক্ষীকে একটি করে পদ্ম নিবেদন করতে পরামর্শ দিয়েছেন এই জ্যোতিষবিদ। এর ফলে আপনার পরিবারে ফিরবে সৌভাগ্য। আসবে সমৃদ্ধি।
তিনি জানিয়েছেন, যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সঙ্কট চলতে থাকে, তাহলে পদ্মফুলের সঠিক ব্যবহার করুন। পবিত্র স্থানে একটি পাত্রে জল রেখে সেখানে একটি পদ্ম ফুলের চারা রাখুন। ফিরবে অর্থনৈতিক সৌভাগ্য।
তিনি জানিয়েছেন, যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সঙ্কট চলতে থাকে, তাহলে পদ্মফুলের সঠিক ব্যবহার করুন। পবিত্র স্থানে একটি পাত্রে জল রেখে সেখানে একটি পদ্ম ফুলের চারা রাখুন। ফিরবে অর্থনৈতিক সৌভাগ্য।
এছাড়াও ভগবান বিষ্ণু, পবনপুত্র হনুমানকেও পদ্ম নিবেদন করতে পারেন। তবে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন সাদা পদ্ম এবং বজরংবলীকে নিবেদন করবেন লাল পদ্ম। পড়ুয়ারা দেবী সরস্বতীকে সাদা পদ্মনিবেদন করতে পারেন।
এছাড়াও ভগবান বিষ্ণু, পবনপুত্র হনুমানকেও পদ্ম নিবেদন করতে পারেন। তবে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন সাদা পদ্ম এবং বজরংবলীকে নিবেদন করবেন লাল পদ্ম। পড়ুয়ারা দেবী সরস্বতীকে সাদা পদ্মনিবেদন করতে পারেন।