চকোলেট ফ্লেভারে জোড়া ফুল, সাদা সন্দেশে পদ্ম, কাস্তে হাতুড়ি...! তৈরি মিষ্টি, শুধু মিষ্টিমুখের অপেক্ষা

Lok Sabha Election 2024: চকোলেট ফ্লেভারে জোড়া ফুল, সাদা সন্দেশে পদ্ম, কাস্তে হাতুড়ি…! তৈরি মিষ্টি, শুধু মিষ্টিমুখের অপেক্ষা

কলকাতা: মঙ্গলবার ফল ঘোষণা লোকসভা ভোটের। দেশজুড়ে সমাপ্ত হয়েছে সপ্তম দফার নির্বাচনের ভোট গ্রহনের কাজ। কালই ভাগ‍্য নির্ধারণ বিভিন্ন দলের প্রার্থীদের। ঘোষণার পরেই হবে জয়ী প্রার্থীদের এবং জয়ী দলের সমর্থকদের মিষ্টিমুখ। এই মিষ্টিমুখ আরও বিশেষ করতে তৈরি সব দলের প্রতীক-সহ মিষ্টি।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

রাসবিহারী মোড়ে নলিন চন্দ্র দাস অ্যান্ড সনস্-এর বিখ‍্যাত মিষ্টির দোকান সেজে উঠেছে ভোটের জন‍্য তৈরি স্পেশ‍্যাল মিষ্টিতে।সব দলের প্রতীক-সহ মিষ্টি বিক্রি হচ্ছে। দাম মাত্র ৯০’টাকা। বিভিন্ন দলের প্রতীকে নিয়ে তৈরি মিষ্টি দেখতে তো বটেই পাশাপাশি স্বাদেও আলাদা।

আরও পড়ুন: প্রতিদিন কেবল ২’টি এইভাবে খেলেই…রান্নাঘরেই আছে কোষ্ঠকাঠিন্য, বদহজমের অস্ত্র! এই মশলা দূরে রাখে একাধিক রোগ

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতীক দিয়ে তৈরি মিষ্টি চকোলেট ফ্লেভারের। অন‍্য দলের প্রতীক দিয়ে তৈরি মিষ্টিগুলি সাদা সন্দেশ। সাদা সন্দেশের উপরেই নিখুঁত কারুকার্যে আঁকা পদ্ম, কাস্তে হাতুড়ি। কোন মিষ্টি বানাতে কত সময় লেগেছে তাও জানা গিয়েছে।

জানা গিয়েছে, তৃণমূল প্রতীকের সন্দেশ বানাতে সময় ৭ মিনিট। বিজেপির প্রতীক পদ্ম আঁকা সন্দেশ বানাতে সময় লেগেছে ৪ মিনিট। যে দলেরই প্রার্থীরই জয় হোক, মিষ্টিমুখ সবার জন‍্যই হবে আরও স্পেশ‍্যাল।