বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দিয়ে তৈরি হয়েছে সন্দেশ

Hooghly news: ভোটের ফলের আগে মিষ্টিতে রাজনীতির রং! জামাইষষ্ঠীর আগে চাহিদা তুঙ্গে

উৎসবে বাঙালির মিষ্টি চাই-ই চাই। ভোটও তো গণতন্ত্রের উৎসব। তাই ভোটের আবহে রকমারি মিষ্টি বাজার নিয়েছে। আর কয়েকদিন পরেই জামাইষষ্ঠী। এই সময় মিষ্টির চাহিদা থাকে। তবে ষষ্ঠীর আগেই মিষ্টির চাহিদা তুঙ্গে। ভোটের সময় মিষ্টিতেও দেখা যাচ্ছে রাজনীতির রঙ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সব দলেরই প্রতীক দেওয়া সন্দেশ তৈরি করেছে পান্ডুয়ার এক মিষ্টান্ন প্রতিষ্ঠান।
উৎসবে বাঙালির মিষ্টি চাই-ই চাই। ভোটও তো গণতন্ত্রের উৎসব। তাই ভোটের আবহে রকমারি মিষ্টি বাজার নিয়েছে। আর কয়েকদিন পরেই জামাইষষ্ঠী। এই সময় মিষ্টির চাহিদা থাকে। তবে ষষ্ঠীর আগেই মিষ্টির চাহিদা তুঙ্গে। ভোটের সময় মিষ্টিতেও দেখা যাচ্ছে রাজনীতির রঙ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সব দলেরই প্রতীক দেওয়া সন্দেশ তৈরি করেছে পান্ডুয়ার এক মিষ্টান্ন প্রতিষ্ঠান।
ভোটের সময় মিষ্টিতেও দেখা যাচ্ছে রাজনীতির রঙ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সব দলেরই প্রতীক দেওয়া সন্দেশ তৈরি করেছে পান্ডুয়ার এক মিষ্টান্ন প্রতিষ্ঠান।
ভোটের সময় মিষ্টিতেও দেখা যাচ্ছে রাজনীতির রঙ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সব দলেরই প্রতীক দেওয়া সন্দেশ তৈরি করেছে পান্ডুয়ার এক মিষ্টান্ন প্রতিষ্ঠান।
লাল-গেরুয়া-সবুজ রঙের রসগোল্লা, বোদের চাহিদা রয়েছে ভালই। ক্রেতারা বলছেন, "ভোটের সময় নানা রকম মিষ্টি নতুনত্ব। ভোটে হার-জিৎ থাকবে তবে উৎসবে মিষ্টি মুখ চলবেই।"
লাল-গেরুয়া-সবুজ রঙের রসগোল্লা, বোদের চাহিদা রয়েছে ভালই। ক্রেতারা বলছেন, “ভোটের সময় নানা রকম মিষ্টি নতুনত্ব। ভোটে হার-জিৎ থাকবে তবে উৎসবে মিষ্টি মুখ চলবেই।”
মিষ্টান্ন ব্যবসায়ী বিশ্বজিৎ পাল বলেন, "অন্যান্য উৎসবের মতোই ভোটও একটা উৎসব। তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া সন্দেশ তৈরি হয়েছে। ভোট শেষ হওয়ার পর এক্সিট পোল প্রকাশ হতে মিষ্টির বিক্রি বেড়েছে। বড় অর্ডারও আসছে। বিভিন্ন দামের সন্দেশ রয়েছে। গ্রাম-বাংলায় খুব বেশি দামি মিষ্টি বিক্রি হয় না। তাই ক্রয়ক্ষমতার মধ্যে রসগোল্লা, বোদে করা হয়েছে। ভোটের ফল বেরনোর পর মিষ্টির চাহিদা বাড়বে।"
মিষ্টান্ন ব্যবসায়ী বিশ্বজিৎ পাল বলেন, “অন্যান্য উৎসবের মতোই ভোটও একটা উৎসব। তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া সন্দেশ তৈরি হয়েছে। ভোট শেষ হওয়ার পর এক্সিট পোল প্রকাশ হতে মিষ্টির বিক্রি বেড়েছে। বড় অর্ডারও আসছে। বিভিন্ন দামের সন্দেশ রয়েছে। গ্রাম-বাংলায় খুব বেশি দামি মিষ্টি বিক্রি হয় না। তাই ক্রয়ক্ষমতার মধ্যে রসগোল্লা, বোদে করা হয়েছে। ভোটের ফল বেরনোর পর মিষ্টির চাহিদা বাড়বে।”
পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, "মিষ্টি যে রঙেরই হোক, মানুষ সবুজ মিষ্টিকে বেছে নিয়েছে। কাল সবুজ ঝড় উঠবে সেই অপেক্ষায় আছি আমরা।"
পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, “মিষ্টি যে রঙেরই হোক, মানুষ সবুজ মিষ্টিকে বেছে নিয়েছে। কাল সবুজ ঝড় উঠবে সেই অপেক্ষায় আছি আমরা।”
পান্ডুয়ার বিজেপি নেতা অমিতাভ ঘোষ বলেন,পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠছে দেশেও আবার মোদি সরকার তৈরি হবে।কালকের ফলেই দেখা যাবে গেরুয়া মিষ্টির চাহিদা।
পান্ডুয়ার বিজেপি নেতা অমিতাভ ঘোষ বলেন,পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠছে দেশেও আবার মোদি সরকার তৈরি হবে।কালকের ফলেই দেখা যাবে গেরুয়া মিষ্টির চাহিদা।