আতঙ্কিত পুরো গ্রামের মানুষ, আটকে যাচ্ছে মেয়ের বিয়েও! কারণ….

নদী ভাঙনে জর্জরিত কোচবিহারের পাটছড়া এলাকা। এই গ্রামের একের পর এক জমি নদী গর্ভে চলে যাচ্ছে নদী ভাঙনের কারণে। প্রায় ৪০০-৫০০ বিঘা চাষের জমি ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে নদীর গর্ভে। ভয়ে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। বিগত বছরে ভাঙনের রূপ অনেকটাই ভয়াবহ ছিল। বর্তমানে বর্ষার মরশুম আসতেই আবারও ভাঙন পরিস্থিতি শুরু হয়েছে। ভাঙন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে গ্রামবাসীদের চাষের জমি ও চলাচলের রাস্তা এখন সঙ্কটের মুখে। এই পরিস্থিতিতে গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভাঙন সমস্যা ক্রমশ বাড়লেও জেলা প্রশাসন কোনও সাহায্য করছে না।