Dilip Ghosh: পিছিয়ে হেভিওয়েট দিলীপ, বর্ধমান-দুর্গাপুরে তৃণমূলের ‘কীর্তি’… রায়ের পরে কোন চমক বাংলায়?

বর্ধমান-দুর্গাপুর: পশ্চিমবঙ্গে মোট ৪২টি আসনের মধ্যে অন্যতম নজরকাড়া আসন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং বিজেপির রাজনীতিবিদ দিলীপ ঘোষের হাড্ডাহাড্ডি লড়াই।

চতুর্থ দফায় ১৩ মে ভোট হয় বর্ধমান-দুর্গাপুরে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসন হল- বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। ২০০৯-এ এই কেন্দ্রে প্রথমবার লোকসভা ভোটে জিতে ক্ষমতায় আসে বামেরা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। ভোট শতাংশেও অনেকটা পিছিয়ে পড়ে বামেরা। ওই আসনে সিপিএমের সাংসদ শেখ সাইদুল হককে হারান তৃণমূলের মমতাজ সঙ্ঘমিত্রা। তবে ২০১৯-এ বিজেপির ভাগ্যে শিকে ছেঁড়ে। সাংসদ হন সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া।

এবার এই অবশ্য সব পক্ষই প্রার্থী বদল করেছে। এখানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ।  কীর্তি আজাদ বা দিলীপ ঘোষ কার পক্ষে লড়াই সফল হবে? শেষ পাওয়া ট্রেন্ড অনুযায়ী বর্ধমান পূর্ব ও বর্ধমান – দুর্গাপুর এই দুই আসনেই তৃণমূল এগিয়ে। ফল বের হতে আর কিছুক্ষণ।