কীর্তি আজাদের বড় চমক! দিলীপ ঘোষের মুখের হাসি কেড়ে নিল বর্ধমান-দুর্গাপুর

দুর্গাপুর: বাংলার মোট ৪২টি লোকসভা আসনের মধ্যে অন্যতম নজরকাড়া বর্ধমান-দুর্গাপুর। এই কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ এবং বিজেপির দিলীপ ঘোষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস ছিল। ফলাফলের দিন হলও তেমনটাই।

চতুর্থ দফায় ১৩ মে ভোট হয় বর্ধমান-দুর্গাপুরে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসন হল- বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। ২০০৯-এ এই কেন্দ্রে প্রথমবার লোকসভা ভোটে জিতে ক্ষমতায় এসেছিল বামেরা।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের মধ্যেই ভারতীয় ক্রিকেটারের অবসর, অনুকরণ করলেন ধোনিকে

২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র সিপিএম-এর কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। ভোট শতাংশেও অনেকটা পিছিয়ে পড়ে বামেরা। ওই আসনে সিপিএমের সাংসদ শেখ সাইদুল হককে হারান তৃণমূলের মমতাজ সঙ্ঘমিত্রা। তবে ২০১৯-এ বিজেপির ভাগ্যে শিকে ছেঁড়ে। সাংসদ হন সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া।

আরও পড়ুন- গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচ হওয়া প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, বড় কথা বলে দিলেন দাদা

এবার সেই সিটে ১ লক্ষ ৩৭ হাজার ৩৯ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। সকাল থেকেই বিজেপির দিলীপ ঘোষের থেকে এগিয়ে ছিলেন কীর্তি আজাদ। শেষ পর্যন্ত তিনিই জয়ী হলেন এই কেন্দ্রে।