Lok Sabha Election Result 2024: বিরোধী আসনেই বসবেন? নাকি নামবেন সরকার গড়ার লড়াইয়ে, সাংবাদিক বৈঠকে উত্তর দিলেন রাহুল গান্ধি

নয়াদিল্লি: বিরোধীর আসনে বসবে? নাকি সরকার গড়ার লড়াইয়ে নামবে৷ লোকসভা নির্বাচনের ফলাফলের আভাস মেলার পরে কংগ্রেসের কাছে বোধহয় এটাই সবচেয়ে বড় প্রশ্ন৷ তাহলে কী ভাবছেন রাহুল গান্ধি? কংগ্রেসের সার্বিক মতামতই বা কী? সাংবাদিক বৈঠকে তার খানিক আভাস দিলেন রাহুল৷

সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আগামিকাল (বুধবার) ইন্ডিয়া জোটের বৈঠক৷ বৈঠকে শরিকদের সঙ্গে আলোচনা করার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷’’

এমনকি, ওয়ানাদ এবং রায়বরেলির মধ্যে কোন আসনটি রাহুল রাখবেন, সে বিষয়েও ইন্ডিয়ার শরিক দলগুলির সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন: রায়বরেলি এবং ওয়ানাদ, দুই কেন্দ্রেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল গান্ধি! কংগ্রেসে ফিরল অমেঠিও

এদিন মোদি-শাহের জুটিকেও জোরাল আক্রমণ করতে দেখা যায় রাহুল গান্ধিকে৷ তাঁর কথায়, ‘‘দেশবাসী নরেন্দ্র মোদিকে বুঝিয়ে দিয়েছেন, আমরা আপনাকে এবং অমিত শাহকে চাই না৷ মানুষ চায়নি আপনারা এই দেশের সরকার চালান৷’’

তাঁর কথায়, ‘‘সংবিধানের উপরে এই আঘাতকে যাঁরা প্রতিহত করতে চেয়েছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই৷ ভারতের সবথেকে দরিদ্র, আদিবাসী, দলিতরা ভারতের সংবিধানকে রক্ষা করতে এগিয়ে এসেছেন৷ আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পূরণ করব৷’’

সূত্রের খবর, বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস৷ এদিন সাংবাদিক বৈঠকে মমতা জানিয়ে দেন, তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাবেন না৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ পরিবর্তে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: অমেঠিতে স্মৃতি ইরানিকে লক্ষ ভোটে হারালেন কংগ্রেসের কিশোরী লাল! আবেগপূর্ণ পোস্ট প্রিয়ঙ্কা গান্ধির

বিকেল পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে এখনও পর্যন্ত ৩০০-ও পেরতে পারেনি বিজেপির এনডিএ জোট৷ অন্যদিকে, কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট দাঁড়িয়ে রয়েছে ২৩৫টি আসনে৷ রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, এক্ষেত্রে, বড় গেম চেঞ্জিং ফ্যাক্টর হতে পারে নীতীশ কুমারের জেডি(ইউ) এবং চন্দ্রবাবু নায়ডুর টিডিপি৷

তাঁরা দু জনেই এনডিএ শরিক৷ কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের হাতে৷ ফলে এই দু জনের সমর্থন যেদিকে যাবে, তাঁরাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে তা স্পষ্ট৷

সূত্রের খবর, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে৷ ইন্ডিয়া জোটের পক্ষে এই দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়াকে৷ সূত্রের খবর, ইতিমধ্যেই নাইডু এবং নীতীশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার৷

অন্যদিকে সরকার গঠনের জন্য নীতীশ এবং নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বও৷ সূত্রের খবর, এ দিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷