Sayani Ghosh

Jadavpur Election Results 2024 : যাদবপুরে নিষ্প্রভ হয়ে তৃতীয় বামেরা, ভাঙড় ফ্যাক্টর সামলেও বিজেপির প্রার্থীকে হারালেন সায়নী

যাদবপুর: যাদবপুর নিজেদের দখলেই রাখল তৃণমূল। এই নিয়ে টানা চার বার যাদবপুরকে নিজেদের দখলে রাখল তৃণমূল। বিজেপির প্রার্থী শিক্ষাবিদ অনির্বাণ গাঙ্গুলিকে ২,৫৮,২০১ ভোটে হারিয়ে যাদবপুরে জিতলেন সায়নী ঘোষ।

যাদবপুর বরাবরই আশার জায়গা বামেদের, সেই সঙ্গে রয়েছে ভাঙড় বিধানসভা, যা আইএসএফের দুর্গ বলে পরিচিত। সব সামলেও ২,৫৮,২০১ ভোটে যাদবপুরে জিতলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। যাদবপুর এমন একটি কেন্দ্র যেখানে লোকসভা ভোটের ইতিহাসে পাঁচ বার জিতেছে তৃণমূল, প্রতি বারই আলাদা আলাদা প্রার্থী নিয়ে। তবে এবার আইএসএফ রাজ্যে বাম-কংগ্রেসের সঙ্গে জোট না করায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাম-কংগ্রেস জোট। বোলপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন ৭,১৭,৮৯৯ ভোট, পাশাপাশি বিজেপির অনির্বাণ পেয়েছেন ৪,৫৯,৬৯৮ ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী সায়ন ভট্টাচার্য পেয়েছেন ২৫৮৭১২টি ভোট, অন্য দিকে আইএসএফ প্রার্থী পেয়েছেন ৮৩,৩৬২ ভোট। যাদবপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই ২০২১ সালে জিতেছিল তৃণমূল, একটিতে জিতেছিল আইএসএফ।

আরও পড়ুন: ওড়িশায় বিজেপির কাছে চাপে বিজেডি, লোকসভায় পিছিয়ে থাকলেও বিধানসভায় লড়ছেন মুখ্যমন্ত্রী ‘পাপ্পু’

প্রসঙ্গত, ২০১৯-এর নির্বাচনে তিন লক্ষের কাছাকাছি ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন মিমি চক্রবর্তী। সেই বার বামেদের বিকাশ ভট্টাচার্য ৩০২,২৬৪টি ভোট পেয়ে তিন নম্বরে ছিল বামেরা। তবে এ বার আশা জাগিয়েও শেষ হাসি হাসতে পারলেন না সৃজন ভট্টাচার্য।