শুভেন্দুর গড়ে অনেক পিছিয়ে তৃণমূল

TMC Vs Suvendu: বাংলায় সবুজ-ঝড়, কিন্তু শুভেন্দুর গড়ে ‘বড়’ ক্ষতি! এবার যা করতে চলেছেন তৃণমূল…

কলকাতা: শুভেন্দু গড়ে একমাত্র মুখ রক্ষা করল পটাশপুর। ২০২১ সালের বিধানসভার জয়, ২০২৪ সালে ধরে রাখল এই আসন। বাকি সব বিধানসভা আসনেই পিছিয়ে থাকল তৃণমূল কংগ্রেস। জেলায় আছে মোট ১৬ বিধানসভা আসন।

যা চার লোকসভার অন্তর্ভুক্ত তমলুক, কাঁথি, মেদিনীপুর ও ঘাটাল। এর মধ্যে মেদিনীপুর ও ঘাটালে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিধানসভা আসনে সেখানেও পিছিয়ে। ২০২১ সালে ৯ বিধানসভা ছিল তৃণমূলের, সাত বিধানসভা ছিল বিজেপির।

আরও পড়ুন: মানুষের ‘মন’ বুঝে ফেলেছে তৃণমূল, এবার বিরাট পরিকল্পনা! আরও চাপে পড়বে বিজেপি?

২০২৪ লোকসভার ফল অনুযায়ী বিজেপির দখলে ১৫, তৃণমূল কংগ্রেসের দখলে ১টি মাত্র আসন। পূর্ব মেদিনীপুর জেলার এই ফল নিয়ে অস্বস্তি তৃণমূল শিবিরে। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে বৈঠক করতে চলেছেন।

তমলুক
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০৮,২৪৩
বিজেপি ১,০৭,৪৫০

২০২৪
বিজেপি ১১০৮৯৫
তৃণমূল কংগ্রেস ৯২৬৭৮

পাঁশকুড়া পূর্ব
২০২১

তৃণমূল কংগ্রেস ৯১,২১৩
বিজেপি ৮১,৫৫৩

২০২৪
বিজেপি ৯১১৪৯
তৃণমূল কংগ্রেস ৮৮৫৩১

পাঁশকুড়া পশ্চিম
২০২১ –
তৃণমূল কংগ্রেস ১,১১,৭০৫
বিজেপি ১,০২,৮১৬

২০২৪
তৃণমূল কংগ্রেস ১০৮৪১৫
বিজেপি ১০৮৪১৫

ময়না
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০৬,৮৪৯
বিজেপি ১,০৮,১০৯

২০২৪
বিজেপি ১১১৯০১
তৃণমূল ১০২৩৫৩

নন্দকুমার
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০৮,১৮১
বিজেপি ১,০২,৭৭৫

২০২৪
বিজেপি ১১০৭৫৩
তৃণমূল কংগ্রেস ১০৩৪১১

মহিষাদল
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০১,৯৮৬
বিজেপি ৯৯,৬০০

২০২৪
বিজেপি ১০৯৯৪০
তৃণমূল কংগ্রেস ৯৫৩০৯

হলদিয়া
২০২১
তৃণমূল কংগ্রেস ৮৯,১১৮
বিজেপি ১,০৪,১২৬

২০২৪
বিজেপি ১১০৭৭২
তৃণমূল কংগ্রেস ৮৯৪৮১

নন্দীগ্রাম
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০৮,৮০৮
বিজেপি ১,১০,৭৬৪

২০২৪
বিজেপি ১০৯১৫৪
তৃণমূল কংগ্রেস ১০১৮৫৬

চন্ডীপুর
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০৯,৭৭০
বিজেপি ৯৬,২৯৮

২০২৪
বিজেপি ১০৭৫৭৫
তৃণমূল কংগ্রেস ১০৬৭৩৩

পটাশপুর
২০২১

তৃণমূল কংগ্রেস ১,০৫,২৯৯
বিজেপি ৯৫,৩০৫

২০২৪
বিজেপি ৯৮২১৫
তৃণমূল কংগ্রেস ১০৬৮২৩

কাঁথি উত্তর
২০২১
তৃণমূল কংগ্রেস ১,০৪,১৯৪
বিজেপি ১,১৩,৫২৪

২০২৪
বিজেপি ১১৪৩৫৮
তৃণমূল কংগ্রেস ১০৭২৫৯

ভগবানপুর
২০২১
তৃণমূল কংগ্রেস ৯৩,৯৩১
বিজেপি ১,২১,৪৮০

২০২৪
বিজেপি ১০৯০১৩
তৃণমূল কংগ্রেস ১০৬৪২৮

খেজুরি
২০২১
তৃণমূল কংগ্রেস ৯২,৪৪২
বিজেপি ১,১০,৪০৭

২০২৪
বিজেপি ১১৪৬৪৮
তৃণমূল কংগ্রেস ৯৪৩৬৫

কাঁথি দক্ষিণ
২০২১
তৃণমূল কংগ্রেস ৮৮,১৮৪
বিজেপি ৯৮,৪৪৭

২০২৪
বিজেপি ১০২৬৭৫
তৃণমূল কংগ্রেস ৮৩৯০১

রামনগর
২০২১
তৃণমূল কংগ্রেস ১,১২,৬২২
বিজেপি ১,০০,১০৫

২০২৪
বিজেপি ১১১৪২২
তৃণমূল কংগ্রেস ১০২২৫৪

এগরা
২০২১
তৃণমূল কংগ্রেস ১,২৫,৭৬৩
বিজেপি ১,০৭,২৭২

২০২৪
বিজেপি ১১৮৩৫৫
তৃণমূল কংগ্রেস ১০৯৩৫৭

পূর্ব মেদিনীপুর জেলায় ২০২১ সালে এগিয়ে থাকা আসন
তৃণমূল কংগ্রেস –
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, চন্ডীপুর, পটাশপুর, রামনগর, এগরা