ময়ূর উদ্ধার

Pea Cock Rescue: কুকুরের মুখ থেকে অসহায় ময়ূরকে বাঁচালেন গ্রামবাসীরা! চিকিৎসা চলছে বন দফতরে

জলপাইগুড়ি: ধূপগুড়ির মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী গ্রামের উদ্যানপাড়া এলাকায় গত রাতে ভয়ংকর ঝড়ে কোনওভাবে দিক ভ্রষ্ট হয়ে গ্রামে উড়ে আসে একটি ময়ূর। সকালবেলা এলাকার বাসিন্দা ভবেশ শীল চাষের ক্ষেতে ভেন্ডি তোলার কাজ করছিলেন। সেই সময় পূত্রবধূ স্বপ্না মহন্ত ময়ূর টিকে দেখতে পায়।

ময়ূরটিকে তাড়া করে একদল কুকুর। কুকুরের হামলায় ময়ূর টির ডানায় আঘাত লাগে। ভবেশ্বর শীল এবং তার পুত্রবধূ ময়ূর টিকে কুকুরের হাত থেকে রক্ষা করে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।

আরও পড়ুন:মাথায় গাছের ফেট্টি, গায়ে ফুল! একমনে গাছ লাগাচ্ছেন রাস্তার পাশে… চেনেন কে এই ‘হ্যালো’?

খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেই আহত ময়ূর টিকে উদ্ধার করে নিয়ে যান। লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে তার চিকিৎসা করা হবে বলে জানিয়েছে বনদফতর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঝড়ের কবলে পড়ে জঙ্গল থেকে শহরে চলে এসেছিল।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুরজিৎ দে