অখিলেশ-অভিষেক বৈঠক

Lok Sabha Elections 2024: দেশ জুড়ে নজরে ‘পাওয়ার অফ 66’…! অখিলেশ-অভিষেক বৈঠক নিয়ে জোর জল্পনা

নয়াদিল্লি: অনেক দিন ধরেই বার বার শোনা গিয়েছে, INDIA-র মধ্যে রয়েছে আরও একটা ‘ইন্ডিয়া’। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেশি ভরসা করে এসেছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধবের মতো নেতারা। এর আগেও INDIA জোটের বিভিন্ন বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বারবার আলাদা বৈঠক করেছেন অখিলেশ-কেজরিওয়াল-উদ্ধবরা। কার্যত একই ছবি দেখা যাচ্ছে লোকসভা ভোটের ফল প্রকাশ্যে আসার পরেও। বুধবার INDIA বৈঠকের পরেও তাই আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক এক করে বৈঠক সেরে নিলেন বাকি জোট শরিক নেতৃত্ব।

সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বুধবার রাতেই এক প্রস্থ বৈঠক করেন অভিষেক। টানা ৪৫ মিনিট কথা হয় তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টির দুই শীর্ষ নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের বৈঠকে বসেন আম আদমি পার্টি (আপ)-র রাঘব চাড্ডাদের সঙ্গে। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরিওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা।

তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’। তবে ভোটের পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির মধ্যে সমান্তরাল কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, জোট শরিকদের মধ্যে কংগ্রেসের পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল। সংখ্যাধিক্যে সমাজবাদী পার্টি ও তৃণমূল কংগ্রেস বাকিদের টেক্কা দিয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বারবার লড়াইয়ে এই দুই রাজ্যে বিরোধী শিবির বারবার শিকার হয়েছে। তাই দুই নেতার এদিনের বৈঠককে বলা হচ্ছে ‘পাওয়ার অফ সিক্সটি সিক্স’। দেশের রাজনীতির নজর এখন সেই ‘৬৬-র শক্তি’-র দিকেই। আগামী কয়েকদিনে ইন্ডিয়া জোটের সমীকরণ কিছু বদলায় কিনা তা বলে দেবে সময়।