আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে প্রায়শই এসে থাকে।

General Knowledge Story: বলুন তো দেখি, কোন প্রাণীর রক্তের রং সাদা? ৯৯ শতাংশ উত্তর দিতে গিয়ে ডাহা ফেল…

জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
আমাদের রক্তের রং তো লাল। কিন্তু এমন একটি প্রাণী আছে, যার রক্ত সাদা। নামটা কিন্তু অনেকেই জানে না।
আমাদের রক্তের রং তো লাল। কিন্তু এমন একটি প্রাণী আছে, যার রক্ত সাদা। নামটা কিন্তু অনেকেই জানে না।
তেলাপোকার রক্তা সাদা। নিউগিনি নামে এক গিরগিটি আছে যার আবার সবুজ রক্ত।
তেলাপোকার রক্ত সাদা। নিউগিনি নামে এক গিরগিটি আছে যার আবার সবুজ রক্ত।
বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
বলুন তো এমন কোন প্রাণী আছে যে জল না খেয়েও বেঁচে থাকতে পারে?
ক্যাঙ্গারু ইঁদুর জল পান করার পর মারা যায়। এই প্রাণী জীবনে একবারও জল খায় না।
ক্যাঙ্গারু ইঁদুর জল পান করার পর মারা যায়। এই প্রাণী জীবনে একবারও জল খায় না।
আমরা কেউই জল ছাড়া বাঁচতে পারি না। তা সে মানুষ হোক বা অন্য যে কোনও প্রাণী। তবে ক্যাঙ্গারু ইঁদুর জীবনে একবারও জল খায় না।
আমরা কেউই জল ছাড়া বাঁচতে পারি না। তা সে মানুষ হোক বা অন্য যে কোনও প্রাণী। তবে ক্যাঙ্গারু ইঁদুর জীবনে একবারও জল খায় না।