সুরেখা যাদব এবং ঐশ্বর্য মেনন৷

Narendra Modi oath: ঝড়ের গতিতে ছোটান বন্দে ভারত, মোদির শপথে আমন্ত্রিত দুই মহিলা ট্রেন চালক! চেনেন তাঁদের?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই শুরু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা৷ রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সেই বন্দে ভারত এক্সপ্রেসের এক মহিলা চালক৷ নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যে ৮ হাজার অতিথি আমন্ত্রিত, তাঁদের মধ্যে অন্যতম ঐশ্বর্য এস মেনন৷

ঐশ্বর্য বর্তমানে দক্ষিণ রেলের চেন্নাই ডিভিশনে বন্দে ভারত এক্সপ্রেসের চালক হিসেবে কর্মরত রয়েছেন৷ শুধু বন্দে ভারত নয়, শতাব্দী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন চালানোরও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ঐশ্বর্যের৷
চেন্নাই-বিজয়ওয়াড়া এবং চেন্নাই-কোয়েম্বাটোর রুটে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুটি শুরু থেকেই চালাচ্ছেন ঐশ্বর্য৷ ট্রেনের চালক হিসেবে তাঁর নিখুঁত দক্ষতা উচ্চপদস্থ আধিকারিকদের প্রশংসাও কুড়িয়েছে৷
রেলের যে কর্মচারীরা নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত, তাঁদের মধ্যে অন্যতম ঐশ্বর্য৷

আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

একা ঐশ্বর্য নন, এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদবকেও নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ঐশ্বর্যের মতো সুরেখাও মহারাষ্ট্রে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর দায়িত্বে রয়েছেন৷ ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে সোলাপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালান সুরেখা৷

১৯৮৮ সালে দেশের প্রথম মহিলা ট্রেন চালক হিসেবে কাজ শুরু করেন সুরেখা৷ মহিলা হিসেবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালানোর নজিরও গড়েন তিনি৷ শুধু রেলকর্মীরাই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদেরই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত নির্মাণকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷