Tag Archives: Vande Bharat Express
Rail: বিশ্বকর্মা পুজোর আগে রেলের বিরাট উপহার! রবিবার থেকেই ছুটবে নয়া বন্দে ভারত! কোন কোন স্টেশনে দাঁড়াবে? জানুন
Vande Bharat: বন্দে ভারতকে ঘিরে প্রবল যাত্রী বিক্ষোভ এনজেপি স্টেশনে! কী এমন ঘটল জানেন?
জলপাইগুড়ি: ইঞ্জিনে গোলযোগ, নির্ধারিত সময় থেকে দেরিতে ছাড়ল এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত। এর প্রতিবাদে যাত্রী বিক্ষোভে উত্তাল নিউ জলপাইগুড়ি স্টেশন।
যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশে সকাল ছ’টা দশ মিনিটে ছাড়ার কথা ছিল বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরিতে, সাড়ে নটা নাগাদ ওই ট্রেন ছাড়ে।
আরও পড়ুন: জেলে এ কী বলে ফেললেন সন্দীপ ঘোষ! শুনেই অবাক সকলে, পাল্টা এল জবাব! চমকে যাবেন শুনে
রেল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণেই নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি বন্দে ভারত। এদিকে ট্রেন দেড়িতে ছাড়ায় বিপাকে পড়েন যাত্রীরা। শুধু তাই নয়। ট্রেন দেড়িতে ছাড়ার কথা রেলের আধিকারিকদের যাত্রীরা জিজ্ঞেস করতে গেলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।
—- সুরজিৎ দে
Vande Bharat: হাওড়া থেকে ছুটবে আরও দু’টি বন্দে ভারত! পুজোর আগে বড় সুখবর, কয়েক ঘণ্টায় পৌঁছে যাবেন কোন পড়শি রাজ্যে?
হাওড়া: হাওড়া থেকে ছুটবে নয়া দুই বন্দেভারত। মাত্র কয়েক ঘণ্টাতেই এবার পৌঁছে যাওয়া যাবে গয়া এবং ভাগলপুর। সম্প্রতি এমনটাই জানাল রেল মন্ত্রক। পুজোর আগেই বড় সুখবর রাজ্যবাসীর জন্য। হাওড়া থেকে ইতিমধ্যেই যাতায়াত করে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস। এবার নতুন সেই সংখ্যায় নতুন সংযোজন হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রস।
আরও একাধিক বন্দে ভারত ট্রেন চালু করছে রেল। পিটিআই সূত্রে খবর, মোট তিনটি রুটে চলবে এই দ্রুতগামী ট্রেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই ট্রেন চলবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী এই ট্রেনগুলির উদ্বোধন করবেন। আগামী রবিবার চালু হবে ৬ টি নয়া বন্দে ভারতের যাত্রা। এমনটাই জানা গিয়েছে।
বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। এই ট্রেনের ফলে খুব সহজে কম সময়ে উত্তরবঙ্গে যাওয়া যায়। পাশাপাশি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই ছুটছে বাংলায়।
Vande Bharat Express viral video: কে চালাবেন বন্দে ভারত! দরজা ভেঙে ভিতরে ঢুকে হাতাহাতি ট্রেনের চালকদের, ভাইরাল ভিডিও
আগরা: ভারতে বর্তমানে সবচেয়ে হাই প্রোফাইল ট্রেনগুলির মধ্যে একটি হল বন্দে ভারত এক্সপ্রেস। তবে বন্দে ভারত নিয়ে শুধু যাত্রী নয়, চালকদেরও যে উৎসাহের অন্ত নেই তার প্রমাণ পাওয়া গেল আগরায়।
২ সেপ্টেম্বর থেকে আগরা এবং উদয়পুরের মধ্যে বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চালানোর জন্য পশ্চিম মধ্য রেল, উত্তর পশ্চিম রেল এবং উত্তর রেলওয়েকে তাদের চালকদের দিয়ে ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলেই নাকি তিনটি এলাকার ট্রেনের চালকদের মধ্যে বন্দে ভারত চালানোর জন্য নিয়মিত অশান্তি চলছে।
আরও পড়ুন: ১০০০ টাকা নিয়ে এই দেশে গেলেই হবে ৩ লাখ, সস্তায় ছবির মতো সুন্দর বিদেশ ঘুরতে যাবেন নাকি?
ইটিভি ভারতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রেনটির উদ্বোধনের দিনই আগরা এবং কোটা ডিভিশনরের রেলের চালকদের মধ্যে বন্দে ভারত ট্রেন চালানোকে কেন্দ্র করে বচসা বাঁধে। চালকের কেবিনে ওঠার জন্য লোকো পাইলটদের (ট্রেনের চালক) মধ্যে রীতি মতো মারামারি শুরু হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।
আরও পড়ুন: মাটিগাড়া ধর্ষণ খুন কাণ্ডে ফাঁসির সাজা! স্কুল ছাত্রীকে নির্যাতনে চরম শাস্তি দিল আদালত
এর মধ্যে ট্রেনের কিছু চালক কেবিনের জানলার ফাঁক দিয়েই ভিতরে ঢুকে যান। তারপর ধাক্কাধাক্কি করতে গিয়ে চালকের কেবিনের দরজা প্রায় ভেঙে যায়, তারপর হুড়মুড় করে সবাই ভিতরে ঢুকে যান। এতে ভিতরে চালকের আসনে থাকা লোকো পাইলট এবং তাঁর সহকারী কিছুটা আহত হন। ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে।
মনে আনন্দ নিয়েই বন্দে ভারত ট্রেন নিতে কোটা গিয়েছিলেন লোকো পাইলট, পরিচয়পত্র দেখানোর পরেও ঢুকতেই দেওয়া হল না ইঞ্জিনে; এরপর যা হল…
বন্দে ভারত স্লিপার-এর প্রথম ছবি! ভিতরটা কেমন দেখতে? দেখলে হা হয়ে যাবেন
Vande Bharat Express: লাইনের উপর হঠাত্… ফের আতঙ্ক হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসে! বিপত্তির কারণ জানলে চমকে উঠবেন
কলকাতা: হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসে ফের যাত্রী আতঙ্ক। সোমবার দুপুরে হঠাত্ করেই বিপদের মুখে ২২৮৯৫ হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস। এদিন ওড়িশার খুরদা থেকে ছেড়ে পুরী ঢোকার মুখেই ঘটে বিপত্তি। কিন্তু কী কারণে ঘটে এই সমস্যা।
রেল সূত্রে খবর, ওড়িশার খুরদা থেকে ছেড়ে পুরী ঢুকতে হঠাৎ গতি নিয়ন্ত্রন আনেন রেল চালক। সোমবার বেলা ১২:৫৫ থেকে ১:১৫ পর্যন্ত ট্রেন থেমে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। হঠাত্ গতি নিয়ন্ত্রণে আনার প্রয়োজন কেন হল? জানা গিয়েছে রেল লাইনের উপর গরুর চলে আসাতেই ঘটেছে এই বিপত্তি।
আরও পড়ুন: জারি ১৪৪ ধারা! নাকা চেকিং থেকে ‘নো-এন্ট্রি’, নিরাপত্তার কড়া বলয়ে নবান্ন চত্বর
রেলপুলিশ সূত্রে খবর রেল লাইন গরু চলে আসায় হঠাত্ ঘটে এই সমস্যা। চালকের তত্পরতায় বন্দেভারত সুরক্ষিত ভাবে দাঁড় করানো সম্ভব হয়েছে। তবে, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গরুটির। রেল পুলিশের পরীক্ষা নিরীক্ষা পর পুরী স্টেশনে উদ্দেশ্যে ট্রেনটি ফের রওনা দেয়।
Rail: খুব শীঘ্রই ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার কোচ, কেমন দেখতে হবে ট্রেন? কী কী সুবিধা মিলবে? জানুন
কলকাতাঃ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির প্রত্যক্ষ সহযোগিতায় বিইএমএল প্রথম পর্বে বন্দে ভারতের জন্য বাতানুকূল স্লিপার তৈরি করছে বলে জানিয়েছেন সংস্থার সিএমডি শান্তনু রায়। নতুন ট্রেনের মোটর এবং ট্রেন চালানোর গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি সরবরাহ করছে হায়দরাবাদের মেধা সংস্থা। নতুন ট্রেনে এসি টু-টিয়ার এবং থ্রি-টিয়ারে উপরের বার্থে ওঠার ক্ষেত্রে বয়স্ক যাত্রীদের যাতে অসুবিধা না হয়, সে দিকেও বিশেষ নজর রাখা হয়েছে।
শুধু তাই নয়, এমনকি কামরার ভিতরে বিভিন্ন উপকরণ থেকে যাত্রীদের যাতে আঘাত না লাগে, সে দিকেও বিশেষ ভাবে লক্ষ রাখা হয়েছে। এ ছাড়াও আধুনিক রিডিং লাইট, একাধিক চার্জিং পয়েন্ট, বাতানুকূলের ব্যবস্থা, উন্নত শৌচাগার-সহ একাধিক সুবিধা ওই ট্রেনে থাকবে। নতুন ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক বৈশিষ্ট্য ছাড়াও দ্রুত গতি-বাড়ানো এবং কমানোর প্রযুক্তি থাকবে। ফলে ট্রেনের গড় গতিবেগ অনেকটাই বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ পথে যাতায়াতের সময়ও অনেকটা কমে আসবে।
আরও পড়ুনঃ ডুয়ার্সের এই সৌন্দর্য দেখেননি নিশ্চিত! পুজোয় গন্তব্য হোক এই গ্রাম! সারাজীবন মনে থেকে যাবে
অন্দরসজ্জা, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং ট্রেন চালানোর প্রযুক্তির দিক থেকে ১৬ কোচের ওই ট্রেন অভিনব হবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাবাদী রেল। কেন্দ্র ২০৩০ সালের মধ্যে বন্দে ভারতের জন্য ৮০০টি স্লিপার এক্সপ্রেস তৈরি করতে চায় বলে সূত্রের খবর। বন্দে ভারত স্লিপার সংস্করণের কাজ প্রায় সমাপ্ত। শেষ পর্যায়ের কাজ পুরোদমে চলছে এবং প্রথম ট্রেনটি আগামী দু’মাসের মধ্যে চালু হবে।
প্রযুক্তিগত সব কাজ প্রায় শেষ পর্যায়ে। বহু প্রতীক্ষিত বন্দে ভারতের স্লিপার সংস্করণ যাত্রীদের সহজ গতিশীলতা প্রদান করবে এবং ভবিষ্যতে বিভিন্ন সুবিধা দেবে। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক যারা তৈরি করেছে, বেঙ্গালুরুর সেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল) সেটি বানাচ্ছে। অধিকন্তু, এই স্লিপার ট্রেনগুলির আধুনিক সুযোগ-সুবিধাগুলির মধ্যে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, আরও ভাল সাউন্ডপ্রুফিং, স্বয়ংক্রিয় দরজা যা একে অপরের সাথে যোগাযোগ করে এবং প্রতিটি কোচে ছোট প্যান্ট্রি। হুইলচেয়ার-অ্যাক্সেসযোগ্য স্লিপার, আরামদায়ক বাঙ্ক বিছানা এবং অ্যান্টি-স্পিল ওয়াশবাসিন এবং গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা-সহ বাথরুম থাকবে। বন্দে ভারত ট্রেনগুলি হল ভারতীয় রেলওয়ের বৃহত্তর উদ্যোগের একটি অংশ যা যাত্রীদের আরাম উন্নত করতে এবং ভ্রমণের সময় সংক্ষিপ্ত করার জন্য সারা দেশে প্রদত্ত আধা-হাই-স্পিড ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ানোর জন্য।
আবীর ঘোষাল
Narendra Modi oath: ঝড়ের গতিতে ছোটান বন্দে ভারত, মোদির শপথে আমন্ত্রিত দুই মহিলা ট্রেন চালক! চেনেন তাঁদের?
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই শুরু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা৷ রবিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সেই বন্দে ভারত এক্সপ্রেসের এক মহিলা চালক৷ নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যে ৮ হাজার অতিথি আমন্ত্রিত, তাঁদের মধ্যে অন্যতম ঐশ্বর্য এস মেনন৷
ঐশ্বর্য বর্তমানে দক্ষিণ রেলের চেন্নাই ডিভিশনে বন্দে ভারত এক্সপ্রেসের চালক হিসেবে কর্মরত রয়েছেন৷ শুধু বন্দে ভারত নয়, শতাব্দী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন চালানোরও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ঐশ্বর্যের৷
চেন্নাই-বিজয়ওয়াড়া এবং চেন্নাই-কোয়েম্বাটোর রুটে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন দুটি শুরু থেকেই চালাচ্ছেন ঐশ্বর্য৷ ট্রেনের চালক হিসেবে তাঁর নিখুঁত দক্ষতা উচ্চপদস্থ আধিকারিকদের প্রশংসাও কুড়িয়েছে৷
রেলের যে কর্মচারীরা নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত, তাঁদের মধ্যে অন্যতম ঐশ্বর্য৷
আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা
একা ঐশ্বর্য নন, এশিয়ার প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদবকেও নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ঐশ্বর্যের মতো সুরেখাও মহারাষ্ট্রে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানোর দায়িত্বে রয়েছেন৷ ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে সোলাপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালান সুরেখা৷
১৯৮৮ সালে দেশের প্রথম মহিলা ট্রেন চালক হিসেবে কাজ শুরু করেন সুরেখা৷ মহিলা হিসেবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালানোর নজিরও গড়েন তিনি৷ শুধু রেলকর্মীরাই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদেরই প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত নির্মাণকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে৷