Mamata Banerjee: ‘সরকার গঠনের দাবি জানাবে ইন্ডিয়া, পরিস্থিতির উপর নজর’,মমতার দাবিতে তুমুল জল্পনা

কলকাতা: ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে ভবিষ্যতে জানাতে পারে৷ মোদি সরকারের পতন অবশ্যম্ভাবী বলে এমনই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর কথায়, আমরা অপেক্ষা করছি আর পরিস্থিতির উপরে নজর রাখছি৷ এ দিন কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠকের পর এমনই মন্তব্য করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বৈঠক চলাকালীনও দলের সাংসদ এবং নেতাদের সামনে একই দাবি করেন মমতা৷

শুধু তাই নয়, সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত বড় হারের পর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া৷ দেশের পরিবর্তন প্রয়োজন, মোদিবাবুকে কেউ চায় না৷’

আরও পড়ুন: বিরোধী দলনেতার পদে রাহুল গান্ধি? কংগ্রেস নেতা রাজি হলে সংসদেও জমজমাট দ্বৈরথের অপেক্ষা

তৃণমূলনেত্রী এ দিন ইঙ্গিত দিয়েছেন, শেষ পর্যন্ত শরিকদের সন্তুষ্ট করা সম্ভব হবে না বিজেপির পক্ষে৷ জোরের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃতীয় মোদি সরকারের কাছে এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধি বাতিলের দাবি তুলবে তৃণমূল৷ এর পরই ইঙ্গিতপূর্ণ ভাবে তৃণমূলনেত্রী বলেন, নতুন সরকার শেষ পর্যন্ত ইন্ডিয়ারই হবে৷ দেখতে দিন কদিন, কাকে সন্তুষ্ট রাখতে পারবে৷’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এনডিএ আর ইন্ডিয়ার মধ্যে তফাত কী জানেন? এনডিএ-তে সবার চাহিদা বেশি৷ আর ইন্ডিয়ায় আমরা কিছু চাই না, শুধু মানুষের ভাল চাই৷’

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি তৃণমূল৷ আমন্ত্রণ পেলেও তৃণমূল ওই অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ অগণতান্ত্রিক, অবৈধ ভাবে এনডিএ সরকার গঠন হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা৷