Mamata Banerjee: ‘অগণতান্ত্রিক, অবৈধভাবে সরকার গঠন হচ্ছে…’ মোদি সরকারকে শুভেচ্ছা জানাতে নারাজ মমতা

কলকাতা: শনিবার দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই ফের হুঙ্কার দিলেন তৃণমূল নেত্র্রী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেন, ‘যারা ৪০০ পার করবে বলেছিল তাদের কী হল?  কাজ মন থেকে হয়। জোর করে কাজ হয় না। মোদি হেরেছে মানে একক জয় নেই তাদের। এবার কী করে বিল পাশ করবে? সংবিধান কী করে বদল করবে? হঠাৎ হঠাৎ বিল নিয়ে আসে। গোটা বিশ্বে এর চর্চা চলছে। অগণতান্ত্রিকভাবে যে সরকার সরকার হচ্ছে তাকে শুভেচ্ছা জানাতে পারলাম না, আমি দুঃখিত। সব দলকে বলব, নিজের দল শক্তিশালী করো।  শপথের আমন্ত্রণ আসেনি। আমরা কেউ যাবও না।’

ভোট প্রচারে মমতা দাবি করেছিলেন, বিজেপি দুশোর গণ্ডি পেরোবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভবিষ্যদ্বাণী পুরোপুরি না মিললেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি৷ নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের মতো শরিকদের ভরসায় রবিবার তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ যদিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তৃণমূলনেত্রী দাবি করলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার খুব বেশি দিন স্থায়ী হবে না৷

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মোট ২৪০টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন৷ নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপির সমর্থনেই মূলত সরকার গড়ার সংখ্যায় পৌঁছেছে এনডিএ৷ এই দুই নেতার মধ্যে একজনের সমর্থন এদিক ওদিক হলেই সঙ্কটে পড়বে মোদি সরকার৷ ফলে শনিবারের বৈঠকে মমতা বন্দ্যেোপাধ্যায়ের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷