হোটেলের ঘরে রাখা এই জিনিসগুলির উপর আপনারই অধিকার! নির্দ্ধিধায় বাড়ি নিয়ে যেতে পারবেন! চুরি বলা হবে না, জেনে নিন কোনগুলি?

Hotel: হোটেলের ঘরে রাখা এই জিনিসগুলির উপর আপনারই অধিকার! নির্দ্ধিধায় বাড়ি নিয়ে যেতে পারবেন! চুরি বলা হবে না, জেনে নিন কোনগুলি?

বেড়াতে যাওয়ার সময় বেশিরভাগ সকলের প্রথম চিন্তা থাকে ভাল হোটেলে থাকার জায়গা পাওয়া। শুধু ঘুরতে যাওয়াই নয়, আরও বিভিন্ন কারনে কখনও না কখনও হোটেলের ঘরে থাকতে হয়েছে প্রায় সকলকেই। যখন কেউ হোটেলে থাকেন তখন অতিথিদের সাবান, শ‍্যাম্পু, তোয়ালে-সহ একাধিক জিনিসপত্র ব‍্যবহারের জন‍্য দেওয়া হয়।
বেড়াতে যাওয়ার সময় বেশিরভাগ সকলের প্রথম চিন্তা থাকে ভাল হোটেলে থাকার জায়গা পাওয়া। শুধু ঘুরতে যাওয়াই নয়, আরও বিভিন্ন কারনে কখনও না কখনও হোটেলের ঘরে থাকতে হয়েছে প্রায় সকলকেই। যখন কেউ হোটেলে থাকেন তখন অতিথিদের সাবান, শ‍্যাম্পু, তোয়ালে-সহ একাধিক জিনিসপত্র ব‍্যবহারের জন‍্য দেওয়া হয়।
হোটেলের ঘরে থাকলে হোটেলের পক্ষ থেকে অতিথির সুবিধার্থে একাধিক জিনিসপত্র দেওয়া হয়। যেমন তোয়ালে, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, চিরুনি, ব্রাশ, বাথরুমের চপ্পল, শাওয়ার ক্যাপ। আবার অনেক হোটেলে থাকার সময় কফি ব‍্যাগ বা টি ব‍্যাগও দেওয়া হয়ে থাকে

হোটেলের ঘরে থাকলে হোটেলের পক্ষ থেকে অতিথির সুবিধার্থে একাধিক জিনিসপত্র দেওয়া হয়। যেমন তোয়ালে, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, চিরুনি, ব্রাশ, বাথরুমের চপ্পল, শাওয়ার ক্যাপ। আবার অনেক হোটেলে থাকার সময় কফি ব‍্যাগ বা টি ব‍্যাগও দেওয়া হয়ে থাকে
এই ব‍্যবহারের জিনিসগুলি অনেকেই সঙ্গে নিয়ে নেন। আবার অনেকে আবার হোটেল থেকে কোনও কিছু নিতে দ্বিধা বোধ করেন।
এই ব‍্যবহারের জিনিসগুলি অনেকেই সঙ্গে নিয়ে নেন। আবার অনেকে আবার হোটেল থেকে কোনও কিছু নিতে দ্বিধা বোধ করেন।
কিন্তু জানেন কী হোটেল থেকে কয়েকটি জিনিস নেওয়ার অধিকার অতিথির রয়েছে। কোন জিনিসগুলি হোটেল ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিতে পারেন আপনি?
কিন্তু জানেন কী হোটেল থেকে কয়েকটি জিনিস নেওয়ার অধিকার অতিথির রয়েছে। কোন জিনিসগুলি হোটেল ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিতে পারেন আপনি?
এই জিনিসগুলি নেওয়াকে মোটেই চুরি করা বলা হবে না। আপনি হোটেলে থাকার পর স্বচ্ছন্দে নিজের সঙ্গে এই জিনিসগুলি নিয়ে যেতে পারেন।
এই জিনিসগুলি নেওয়াকে মোটেই চুরি করা বলা হবে না। আপনি হোটেলে থাকার পর স্বচ্ছন্দে নিজের সঙ্গে এই জিনিসগুলি নিয়ে যেতে পারেন।
হোটেল ছেড়ে যাওয়ার সময় দ্বিধাহীনভাবে এই জিনিসগুলি আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। জানেন কোন জিনিসগুলি সঙ্গে নিয়ে যাওয়া যায়?
হোটেল ছেড়ে যাওয়ার সময় দ্বিধাহীনভাবে এই জিনিসগুলি আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। জানেন কোন জিনিসগুলি সঙ্গে নিয়ে যাওয়া যায়?
শ‍্যাম্পু, বডি ওয়াশ-সহ বিভিন্ন জিনিস হোটেলের ঘরে এমনভাবেই দেওয়া হয় যা মাত্র একবার ব‍্যবহারেই শেষ হয়ে যায়। অর্থাত্‍ ওয়ান টাইম ইউজ।
শ‍্যাম্পু, বডি ওয়াশ-সহ বিভিন্ন জিনিস হোটেলের ঘরে এমনভাবেই দেওয়া হয় যা মাত্র একবার ব‍্যবহারেই শেষ হয়ে যায়। অর্থাত্‍ ওয়ান টাইম ইউজ।
শ্যাম্পু, বডি ওয়াশ, টুথ পেস্ট, ব্রাশ, বডি লোশন, চুলের তেল, টয়লেট পেপার, তোয়ালে, চপ্পল প্রভৃতি জিনিসপত্র নির্দিধায় সঙ্গে নিয়ে যাওয়া যেতে পারে।

শ্যাম্পু, বডি ওয়াশ, টুথ পেস্ট, ব্রাশ, বডি লোশন, চুলের তেল, টয়লেট পেপার, তোয়ালে, চপ্পল প্রভৃতি জিনিসপত্র নির্দিধায় সঙ্গে নিয়ে যাওয়া যেতে পারে।
বেশিরভাগ হোটেলের ক্ষেত্রে এই জিনিসগুলি নিয়ে যাওয়াকে চুরি হিসেবে বলা যাবে না। এমনকী হোটেল থেকে দেওয়া এইসব জিনিসপত্র আপনি ব‍্যবহার না করলেও সঙ্গে নিয়ে যেতে পারেন।
বেশিরভাগ হোটেলের ক্ষেত্রে এই জিনিসগুলি নিয়ে যাওয়াকে চুরি হিসেবে বলা যাবে না। এমনকী হোটেল থেকে দেওয়া এইসব জিনিসপত্র আপনি ব‍্যবহার না করলেও সঙ্গে নিয়ে যেতে পারেন।
তবে হেয়ার ড্রায়ার, কফি মেশিন, গরম পানির জগ-এর মতো ইলেকট্রনিক জিনিসপত্র কখনও নিয়ে যাওয়া উচিত নয়। অনেক পাঁচতারা হোটেলের কক্ষে দেয়ালচিত্র, দৃশ্য, সাজসজ্জার সামগ্রী, অ্যাশ ট্রে, সুন্দর ছোট-বড় শো-পিস, ইলেকট্রিক প্রেস, হ্যাঙ্গারও রাখা থাকে। এগুলি কখনওই সঙ্গে নিয়ে নেওয়া উচিত নয়।
তবে হেয়ার ড্রায়ার, কফি মেশিন, গরম পানির জগ-এর মতো ইলেকট্রনিক জিনিসপত্র কখনও নিয়ে যাওয়া উচিত নয়। অনেক পাঁচতারা হোটেলের কক্ষে দেয়ালচিত্র, দৃশ্য, সাজসজ্জার সামগ্রী, অ্যাশ ট্রে, সুন্দর ছোট-বড় শো-পিস, ইলেকট্রিক প্রেস, হ্যাঙ্গারও রাখা থাকে। এগুলি কখনওই সঙ্গে নিয়ে নেওয়া উচিত নয়।
অবশ‍্য জিনিসপত্রের ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে হোটেলর উপর। তাই হোটেলে থাকার আগেই জেনে নিন ওই হোটেলের নিয়মকানুন।
অবশ‍্য জিনিসপত্রের ক্ষেত্রে অনেক কিছুই নির্ভর করে হোটেলর উপর। তাই হোটেলে থাকার আগেই জেনে নিন ওই হোটেলের নিয়মকানুন।