যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ

Saayoni Ghosh: ভোটে জিতেই যাদবপুরের সাধারণ মানুষের জন্য নয়া চমক দিলেন সায়নী ঘোষ, করলেন বড় ঘোষণা

দক্ষিণ ২৪ পরগনা : ভোটে জিতে চমক দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী সাংসদ সায়নী ঘোষ। এবার থেকে সরাসরি ফোনে কথা বলতে পারবেন সাংসদের সঙ্গে। তার জন্য শীঘ্র চালু হচ্ছে হেল্পলাইন নম্বর। বারুইপুর রবীন্দ্রভবনে সংবর্ধনা অনুষ্ঠানে এসে জানালেন সদ্য নির্বাচিত যাদবপুর লোকসভার তৃণমূল সাংসদ সায়নী ঘোষ।

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘একমাসের মধ্যে হেল্পলাইন নম্বর চালু হবে। ‌যার মাধ্যমে মানুষ সাংসদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সমস্যা জানাতে পারবেন।’ এরপরই তিনি বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত ভোটের প্রসঙ্গে আসেন। বলেন,”পুরসভার যে সব ওয়ার্ডে মাইনাস হয়েছে সেখানে আমি নিজে কাজ করব। প্রতি অঞ্চলের বুথে বুথে গিয়ে বিশ্লেষণ করব ফলাফল। যে সব বুথে ফল খারাপ হয়েছে সেখানে মানুষের বিশ্বাস কেন চলে গিয়েছে তা স্কুটিনি করব।”

আরও পড়ুনঃ India vs Pakistan: এরপর ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় হবে? টি-২০ বিশ্বকাপের মাঝেই মিলল তথ্য

এছাড়াও সায়নী বলেন,”আমি সব সময়ই আসব। আগের তিন সাংসদ কী করেছেন সেটা ভুলে যান। কে কত চেষ্টা করছেন। কে বসে গিয়েছেন। কে পিছিয়ে আছেন। সব পঞ্চায়েতে গিয়ে ফল বিশ্লেষণ করব।” ২০২৬ এর বিধানসভা নির্বাচন। সায়নী এদিন সেই নির্বাচনের আগাম ঘণ্টা বাজিয়ে দেন। বলেন,”একটা নির্বাচন শেষ। আর একটা নির্বাচন আসছে। এখন থেকেই কাজ করতে হবে। আমি কাজ করা শুরু করে দিয়েছি।”

সুমন সাহা