গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত?

Summer Vacation: গরমের ছুটি নিয়ে সিদ্ধান্ত বদল…? অত্যধিক তাপপ্রবাহের জের! স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের ফোন শিক্ষা দফতরের

কলকাতা: স্কুল খুললেও কমেনি গরম। তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি? সূত্রের খবর, অত্যধিক তাপ প্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করল স্কুল শিক্ষা দফতর। কী ভাবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দফতর।

বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে? অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে? ছাত্র ছাত্রীদের কি সমস্যা হচ্ছে? একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের।

আরও পড়ুন: ‘এইদিন’ থেকেই রাজ্য জুড়ে বৃষ্টি…! সুখবর দিল IMD! অতিভারী বৃষ্টিতে ভাসছে উত্তর! কলকাতা ভিজবে কবে? আবহাওয়ার ‘নতুন’ আপডেট

গরম পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্থ রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দফতরকে।

প্রসঙ্গত, টানা গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুলে যেতে শুরু করেছে ছাত্র ছাত্রীরা। কিন্তু তারপরও অত্যধিক তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের। আরও বাড়ছে তাপমাত্রা।

এবার এই সমস্ত বিষয় কে মাথায় রেখে স্কুলে স্কুলে মতামত নিতে শুরু করল স্কুল শিক্ষা দফতর।স্কুল শিক্ষা দফতরের তরফে অবশ্য এক আধিকারিক জানিয়েছেন, “প্রধানশিক্ষককে কাছ থেকে নেওয়া এই মতামত জেনারেল মতামত। গরমের পরিস্থিতির জন্যই মতামত নেওয়া হচ্ছে।” এখনও পরিস্থিতি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই দাবি স্কুল শিক্ষা দফতরের।