Ganga Dussehrs

Ganga Dussehra 2024: ১০০ বছর পরে গঙ্গা দশেরায় মাহেন্দ্রক্ষণ, কিছু জিনিষ দান করলেই প্রচুর লাভের সুযোগ

আগামী ১৬ জুন গঙ্গা দশেরা। এই দিন ভোরবেলায় গঙ্গাস্নান করলে ফিরতে পারে ভাগ্য। সকাল ৭টা ৮ মিনিট থেকে সকাল ১০টা ৩৭ মিনিট পর্যন্ত স্নান করলে বদলে যেতে পারে ভাগ্য।

জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের দশমিতে গঙ্গা দশেরা পালন করা হয়। মানুষের বিশ্বাস গঙ্গা দশেরা ভাগ্য বদলে দিতে পারে। এই দিন ভাগ্য বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেষ রাশি, মিথুন রাশি, কুম্ভ রাশির। শুধু তাই নয়, এই বিশেষ দিনে দান করলেও ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে।

১. সাদা পোশাক দান করা উচিত গঙ্গা দশেরায়। এই দিন সাদা পোশাক দান করলে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে।

২. গঙ্গা দশেরায় দান করতে পারেন মরসুমি ফল এবং ছাতু, এই খাবারগুলি দান করলে ফিরতে পারে ভাগ্য।

আরও পড়ুন: ক্ষমতায় ফিরেই কল্পতরু মোদি সরকার, বিরাট ঘোষণা! বাংলার জন্য বরাদ্দ কত?

৩. এই দিনে গরু দান করা খুবই পুণ্যের কাজ, যারা এই জিনিষগুলি দান করবেন তারা মহৎ কাজ করবেন।

৪. গঙ্গা দশেরায় মাটির পাত্র দান করা খুবই দারুণ কাজ। এর ফলে অনেক পাপ থেকে মুক্ত হওয়া যায়।

৫. অনেকে বিশ্বাস করেবন অর্থ এবং খাদ্য প্রদান করলে ভাগ্য বদলায়।

৬. সেই সঙ্গে বিবাহিত মেয়েদের কসমেটিক দান করাও পুণ্যের। বিশ্বাস করা হয়, এর ফলে নাকি মা লক্ষ্মীর আশির্বাদ পাওয়া যায়।

বিধিবদ্ধ সতর্কীকরণ: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করেনা বা অনুরোধও নয় নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷