কোনও এক ঐতিহাসিক দিনে ভারতে প্রবেশ করল ‘নোকিয়া ২১১০’ মডেলের মোবাইল। আজকের মতো হাল ফ্যাশনের না হলেও, তখন এই মোবাইলই ছিল নির্ভরযোগ্য। তার ওপর নোকিয়ার মতো ব্র্যান্ড! সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।

Knowledge Story: বলুন তো মোবাইল নম্বরে কেন ১০টা ডিজিট থাকে? ৯৯ শতাংশই বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন

জীবনের এক অপরিহার্য অঙ্গ মোবাইল। বলা যেতে পারে এটি যেন আমাদের মুশকিল আসান।
জীবনের এক অপরিহার্য অঙ্গ মোবাইল। বলা যেতে পারে এটি যেন আমাদের মুশকিল আসান।
কোনও এক ঐতিহাসিক দিনে ভারতে প্রবেশ করল ‘নোকিয়া ২১১০’ মডেলের মোবাইল। আজকের মতো হাল ফ্যাশনের না হলেও, তখন এই মোবাইলই ছিল নির্ভরযোগ্য। তার ওপর নোকিয়ার মতো ব্র্যান্ড! সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।
কোনও এক ঐতিহাসিক দিনে ভারতে প্রবেশ করল ‘নোকিয়া ২১১০’ মডেলের মোবাইল। আজকের মতো হাল ফ্যাশনের না হলেও, তখন এই মোবাইলই ছিল নির্ভরযোগ্য। তার ওপর নোকিয়ার মতো ব্র্যান্ড! সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।
সেখান থেকে ধীরে ধীরে শুরু হল আইফোন অ্যানড্রয়েডের জমানা।
সেখান থেকে ধীরে ধীরে শুরু হল আইফোন অ্যানড্রয়েডের জমানা।
বর্তমানে আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যখন মোবাইল ছাড়া এক পা চলার কথাও ভাবতে পারি না।
বর্তমানে আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যখন মোবাইল ছাড়া এক পা চলার কথাও ভাবতে পারি না।
যত কাছেই যাই না কেন, ফোন ছাড়া আমাদের গতি নেই।
যত কাছেই যাই না কেন, ফোন ছাড়া আমাদের গতি নেই।
কাজের জন্য হোক বা অবসরে আমাদের সঙ্গী মোবাইল।
কাজের জন্য হোক বা অবসরে আমাদের সঙ্গী মোবাইল।
ল্যান্ডফোনের চল এখন আর নেই। এখন সবটাই মোবাইলের জমানা। খেয়াল করে দেখবেন মোবাইল ফোনে ১০টি নম্বর থাকে।
ল্যান্ডফোনের চল এখন আর নেই। এখন সবটাই মোবাইলের জমানা। খেয়াল করে দেখবেন মোবাইল ফোনে ১০টি নম্বর থাকে।
কয়েক বছর আগেও এদেশে ৯ ডিজিট-এর ফোন নম্বর ছিল।
কয়েক বছর আগেও এদেশে ৯ ডিজিট-এর ফোন নম্বর ছিল।
যদি মোবাইল নম্বর এক ডিজিটের হত তা হলে ০ থেকে ৯-এর মধ্যে মাত্র দশ জন পেতেন। দুই ডিজিটের হলে ১০০ জন মোবাইল নম্বর পেতেন। তাই ভারত সরকার ১০ ডিজিট-এর মোবাইল নম্বর করার সিদ্ধান্ত নেয়।
যদি মোবাইল নম্বর এক ডিজিটের হত তা হলে ০ থেকে ৯-এর মধ্যে মাত্র দশ জন পেতেন। দুই ডিজিটের হলে ১০০ জন মোবাইল নম্বর পেতেন। তাই ভারত সরকার ১০ ডিজিট-এর মোবাইল নম্বর করার সিদ্ধান্ত নেয়।
২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, এবার ১১ ডিজিট-এর মোবাইল নম্বর হতে পারে।
২০১৯ সালে একবার শোনা গিয়েছিল, এবার ১১ ডিজিট-এর মোবাইল নম্বর হতে পারে।