‘‘যে কারও বাড়িতে থেকে যাবে, সে যার বাড়ি-ই হোক না কেন! এমনকী আমাকেও জানানোর দরকার নেই। কোনও সমস্যা নেই। কিন্তু যে দিন আমি জানতে পারব যে, তোমরা ধূমপান এবং মদ্যপান করছো, সেদিন তোমরা শেষ।” আর এটাই ছিল তাঁদের ধূমপান ও মদ্যপান না করার মূল কারণ।

Aparshakti-Ayushmann Khuranna: বাবা জ্যোতিষবিদ বলেই… কখনও মদ-সিগারেট ছুঁয়ে দেখেননি আয়ুষ্মান-অপারশক্তি! কারণ শুনে চমকে যাবেন

কখনও ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি বি-টাউনের দুই অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অপারশক্তি খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তাঁরা। কিন্তু কেন? সেই কারণটাও অবশ্য জানিয়েছেন।
কখনও ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি বি-টাউনের দুই অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অপারশক্তি খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তাঁরা। কিন্তু কেন? সেই কারণটাও অবশ্য জানিয়েছেন।
সম্পর্কে আদতে দুই ভাই আয়ুষ্মান এবং অপারশক্তি। তাঁদের বক্তব্য, মূলত বাবার ভয়ে কখনওই ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি তাঁরা। পডকাস্ট সাইরাস সেজ-এ উপস্থিত হয়েছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা। তিনি জানিয়েছেন যে, তাঁর বাবা অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ ছিলেন।
সম্পর্কে আদতে দুই ভাই আয়ুষ্মান এবং অপারশক্তি। তাঁদের বক্তব্য, মূলত বাবার ভয়ে কখনওই ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি তাঁরা। পডকাস্ট সাইরাস সেজ-এ উপস্থিত হয়েছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা। তিনি জানিয়েছেন যে, তাঁর বাবা অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ ছিলেন।
স্কুলের পর্ব শেষ করে অপারশক্তি এবং তাঁর দাদা আয়ুষ্মান যখন কলেজে ভর্তি হয়েছিলেন, তখন তাঁদের বাবা কী বলেছিলেন, তা মনে করে অপারশক্তি জানান, “ওই সময় বাবা বলেছিলেন যে, তোমরা যদি বাইরে বেরিয়ে পার্টি করতে চাও, তাহলে আর বাড়ি ফিরবে না।’’
স্কুলের পর্ব শেষ করে অপারশক্তি এবং তাঁর দাদা আয়ুষ্মান যখন কলেজে ভর্তি হয়েছিলেন, তখন তাঁদের বাবা কী বলেছিলেন, তা মনে করে অপারশক্তি জানান, “ওই সময় বাবা বলেছিলেন যে, তোমরা যদি বাইরে বেরিয়ে পার্টি করতে চাও, তাহলে আর বাড়ি ফিরবে না।’’
‘‘যে কারও বাড়িতে থেকে যাবে, সে যার বাড়ি-ই হোক না কেন! এমনকী আমাকেও জানানোর দরকার নেই। কোনও সমস্যা নেই। কিন্তু যে দিন আমি জানতে পারব যে, তোমরা ধূমপান এবং মদ্যপান করছো, সেদিন তোমরা শেষ।” আর এটাই ছিল তাঁদের ধূমপান ও মদ্যপান না করার মূল কারণ।
‘‘যে কারও বাড়িতে থেকে যাবে, সে যার বাড়ি-ই হোক না কেন! এমনকী আমাকেও জানানোর দরকার নেই। কোনও সমস্যা নেই। কিন্তু যে দিন আমি জানতে পারব যে, তোমরা ধূমপান এবং মদ্যপান করছো, সেদিন তোমরা শেষ।” আর এটাই ছিল তাঁদের ধূমপান ও মদ্যপান না করার মূল কারণ।
‘স্ত্রী’ অভিনেতা অবশ্য আরও এক কারণের কথা জানান। তাঁর কথায়, “আমার বাবা তো একজন জ্যোতিষবিদ। আর আমি যদি মদ্যপান করতাম, তাহলে তিনি তা সঙ্গে সঙ্গেই জানতে পেরে যেতেন।’’
‘স্ত্রী’ অভিনেতা অবশ্য আরও এক কারণের কথা জানান। তাঁর কথায়, “আমার বাবা তো একজন জ্যোতিষবিদ। আর আমি যদি মদ্যপান করতাম, তাহলে তিনি তা সঙ্গে সঙ্গেই জানতে পেরে যেতেন।’’
‘‘তাই আমরা কখনওই মদ্যপান অথবা ধূমপান করার চেষ্টা করিনি। আর একবার সেই বয়স এবং কলেজের দিনগুলি পার করলে ধূমপান এবং মদ্যপানের সেই আকর্ষণটাই শেষ হয়ে যায়।”
‘‘তাই আমরা কখনওই মদ্যপান অথবা ধূমপান করার চেষ্টা করিনি। আর একবার সেই বয়স এবং কলেজের দিনগুলি পার করলে ধূমপান এবং মদ্যপানের সেই আকর্ষণটাই শেষ হয়ে যায়।”
প্রসঙ্গত বর্তমানে চুটিয়ে কাজ করছেন আয়ুষ্মান এবং অপারশক্তি। শেষবার আয়ুষ্মানকে দেখা গিয়েছিল রাজ শাণ্ডিল্যর ‘ড্রিম গার্ল ২’-এ। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডে।
প্রসঙ্গত বর্তমানে চুটিয়ে কাজ করছেন আয়ুষ্মান এবং অপারশক্তি। শেষবার আয়ুষ্মানকে দেখা গিয়েছিল রাজ শাণ্ডিল্যর ‘ড্রিম গার্ল ২’-এ। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডে।
এদিকে অপারশক্তিকে দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোটওয়ানির ‘জুবিলি’-তে। এরপর তাঁকে দেখা যাবে ‘স্ত্রী ২’-এ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
এদিকে অপারশক্তিকে দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোটওয়ানির ‘জুবিলি’-তে। এরপর তাঁকে দেখা যাবে ‘স্ত্রী ২’-এ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।