Tag Archives: Ayushmann Khurrana

Guess the Celebrity: ট্রেনে ঘুরে ঘুরে গাইতেন গান! এক মুহূর্তে ঘুরে গেল ভাগ্য…! বলিউড কাঁপাচ্ছেন এই অভিনেতা, বলুন তো কে?

বলিউডে তাঁর কোনও গডফাদারও ছিল না৷ সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে ২০১২ সালে অভিনয় জগতে প্রবেশ করেন৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ তবে তাঁর আগে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, যা শুনলে চমকে যাবেন আপনিও৷
বলিউডে তাঁর কোনও গডফাদারও ছিল না৷ সম্পূর্ণ নিজের প্রচেষ্টাতে ২০১২ সালে অভিনয় জগতে প্রবেশ করেন৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ তবে তাঁর আগে কঠোর পরিশ্রম করতে হয়েছিল, যা শুনলে চমকে যাবেন আপনিও৷
২০১২ সালে বলিউডে কেরিয়ার শুরু৷ একাধিক ব্লকবাস্টার  হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন৷ শুধু অভিনয় নয়, গান গেয়েও সকলের মন জিতে নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা৷
২০১২ সালে বলিউডে কেরিয়ার শুরু৷ একাধিক ব্লকবাস্টার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন৷ শুধু অভিনয় নয়, গান গেয়েও সকলের মন জিতে নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা৷
২০১২ সালে বলিউডে কেরিয়ার শুরু৷ একাধিক ব্লকবাস্টার  হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন৷ শুধু অভিনয় নয়, গান গেয়েও সকলের মন জিতে নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা৷
২০১২ সালে বলিউডে কেরিয়ার শুরু৷ একাধিক ব্লকবাস্টার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন৷ শুধু অভিনয় নয়, গান গেয়েও সকলের মন জিতে নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা৷
'ভিকি ডোনার'-এর মাধ্যমে সাফল্য পেয়ে আয়ুষ্মান বড় তারকা হয়ে ওঠেন। সুজিত সরকারের এই ছবিটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল।
‘ভিকি ডোনার’-এর মাধ্যমে সাফল্য পেয়ে আয়ুষ্মান বড় তারকা হয়ে ওঠেন। সুজিত সরকারের এই ছবিটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল।
অভিনয় জগতে আসার আগে, আয়ুষ্মান একটি রিয়্যালিটি শো-এর অংশ হওয়া থেকে শুরু করে অ্যাঙ্কর, বিচারক হওয়া থেকে শো-এর বিজয়ী হওয়া পর্যন্ত যাত্রা করেছিলেন। প্রতিটি পদে আয়ুষ্মান নিজেই নিজের ছাপ রেখেছেন।
অভিনয় জগতে আসার আগে, আয়ুষ্মান একটি রিয়্যালিটি শো-এর অংশ হওয়া থেকে শুরু করে অ্যাঙ্কর, বিচারক হওয়া থেকে শো-এর বিজয়ী হওয়া পর্যন্ত যাত্রা করেছিলেন। প্রতিটি পদে আয়ুষ্মান নিজেই নিজের ছাপ রেখেছেন।
২০২২ সালে আয়ুষ্মানের কেরিয়ারের জন্য একটি আশীর্বাদ হিসাবে প্রমাণিত হয়েছিল। সেই বছর অভিনেতার  'বাধাই হো' ছবিটি দারুণ হিট হয়েছিল। তার ছবিটি বাজেটের চেয়ে প্রায় ৯ গুণ বেশি আয় করে নির্মাতাদের ধনী করেছিল। রিপোর্ট অনুসারে, সিনেমাটি ভারতে ১৩৭ কোটি এবং বিশ্বব্যাপী ২২০ কোটি টাকা আয় করেছে।
২০২২ সালে আয়ুষ্মানের কেরিয়ারের জন্য একটি আশীর্বাদ হিসাবে প্রমাণিত হয়েছিল। সেই বছর অভিনেতার ‘বাধাই হো’ ছবিটি দারুণ হিট হয়েছিল। তার ছবিটি বাজেটের চেয়ে প্রায় ৯ গুণ বেশি আয় করে নির্মাতাদের ধনী করেছিল। রিপোর্ট অনুসারে, সিনেমাটি ভারতে ১৩৭ কোটি এবং বিশ্বব্যাপী ২২০ কোটি টাকা আয় করেছে।
সেই বছর তার আরেকটি ছবি 'অন্ধাধুন'ও মুক্তি পায়। এখানেও তাঁর চরিত্র দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। টাবু, আয়ুষ্মান খুরানা এবং রাধিকা আপ্তে অভিনীত এই ছবিটি একটি ডার্ক কমেডি ছবি। ৩২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবি 'অন্ধাধুন' বিরাট আয়ের রেকর্ড ভেঙেছে। এই ছবিটি ৪৪০ কোটি টাকা আয় করে সফল হয়েছিল।
সেই বছর তার আরেকটি ছবি ‘অন্ধাধুন’ও মুক্তি পায়। এখানেও তাঁর চরিত্র দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। টাবু, আয়ুষ্মান খুরানা এবং রাধিকা আপ্তে অভিনীত এই ছবিটি একটি ডার্ক কমেডি ছবি। ৩২ কোটি রুপি বাজেটে নির্মিত ছবি ‘অন্ধাধুন’ বিরাট আয়ের রেকর্ড ভেঙেছে। এই ছবিটি ৪৪০ কোটি টাকা আয় করে সফল হয়েছিল।

Ayushmann Khurrana: ‘ব্রেকআপ মানেই প্রেমকে ভুলে যাওয়া নয়’, হলটা কী আয়ুষ্মানের? দিলেন বড় চমক!

মুম্বই: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ঠিক কতটা প্রতিভাবান, তা সকলেরই জানা৷ একজন বহুগুণ প্রতিভা সম্পন্ন অভিনেতা যিনি তার অভিনয়ের পাশাপাশি তাঁর সঙ্গীতের জন্য সমানভাবে প্রিয় দর্শকদের কাছে। অভিনেতা আয়ুষ্মান খুরানা বর্তমানে ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে একটি গ্লোবাল রেকর্ডিং চুক্তির জন্য অংশীদারিত্ব করেছেন। তার প্রথম গান ‘আঁখ দা তারা’ বেশ সমাদৃত হয়েছে সকলের কাছে।

এবার বড় চমক দিলেন আয়ুষ্মান খুরানা৷ সম্প্রতি অভিনেতা তার নতুন একক গান ‘রেহ জা’ সামনে আনলেন৷ রেহ জা হল এমন একটি ‘হৃদয় ছুঁয়ে যাওয়া গান’, যা সকলের মন ছুঁয়ে গেছে৷ আয়ুষ্মানের রোম্যান্টিক এই গান সকলের পছন্দ হয়েছে৷ সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন৷ যা নিয়ে বেশ চর্চাও চলছে৷

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

নতুন গান নিয়ে আয়ুষ্মান বলেছেন, এই গানটির মধ্যে একাধিক স্তর রয়েছে৷ প্রেম-বিচ্ছেদ জীবনে একাধিকবার আসে৷ কখনও কখনও এতটাই প্রভাব বেশি হয় যে আবেগের বহিঃপ্রকাশও হয়ে পড়ে৷ আমি রোম্যান্সের সমস্ত শেড পছন্দ করি এবং আমি সর্বদা হার্টব্রেক সম্পর্কে আরও লিখতে চেয়েছি। ব্রেক-আপের অর্থ এই নয় যে আপনি কাউকে ভালবাসা, তার যত্ন নেওয়া বা ক্রমাগত তাদের উপস্থিতি কামনা করা বন্ধ করে দেবেন। ‘রেহ জা’ গানটা বিরহের হলেও আমার হৃদয় ভাঙার জটিলতা, সেইসঙ্গে ভালবাসার অনুভূতির বিশুদ্ধতা রয়েছে৷ আসলে প্রেম ও আকাঙ্খা অনুভূতিদের বাঁচিয়ে রাখে, তবে মন ভাঙলেই প্রেম থেকে যায়৷

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

আয়ুষ্মান খুরানা এমনিতেই তাঁর রোম্যান্টিক গানের জন্য পরিচিত৷ এর আগেও ‘পানি দা রং ছোড়কে’, ‘সাড্ডি গালি আজা’, ‘মিট্টি দি খুশবু’, ‘নাজম নাজম’ এবং ‘মেরে লিয়ে তুম কাফি হো’-এর মতো হিট গান গেয়ে দর্শকদের মন জিতে নিয়েছে।

আয়ুষ্মান আরও বলেন, ‘এই গানটির ধারণা আমার কাছে প্রায় চার বছর আগে এসেছিল। গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছি, প্রোগ্রামিং করেছেন হিমাংশু আমার কাছ থেকে সামান্য ইনপুট নিয়ে। ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে এটি আমার দ্বিতীয় একক এবং আমি আশা করছি আপনারা এটি পছন্দ করবেন।

Aparshakti-Ayushmann Khuranna: বাবা জ্যোতিষবিদ বলেই… কখনও মদ-সিগারেট ছুঁয়ে দেখেননি আয়ুষ্মান-অপারশক্তি! কারণ শুনে চমকে যাবেন

কখনও ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি বি-টাউনের দুই অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অপারশক্তি খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তাঁরা। কিন্তু কেন? সেই কারণটাও অবশ্য জানিয়েছেন।
কখনও ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি বি-টাউনের দুই অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং অপারশক্তি খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তাঁরা। কিন্তু কেন? সেই কারণটাও অবশ্য জানিয়েছেন।
সম্পর্কে আদতে দুই ভাই আয়ুষ্মান এবং অপারশক্তি। তাঁদের বক্তব্য, মূলত বাবার ভয়ে কখনওই ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি তাঁরা। পডকাস্ট সাইরাস সেজ-এ উপস্থিত হয়েছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা। তিনি জানিয়েছেন যে, তাঁর বাবা অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ ছিলেন।
সম্পর্কে আদতে দুই ভাই আয়ুষ্মান এবং অপারশক্তি। তাঁদের বক্তব্য, মূলত বাবার ভয়ে কখনওই ধূমপান কিংবা মদ্যপান করার চেষ্টা করেননি তাঁরা। পডকাস্ট সাইরাস সেজ-এ উপস্থিত হয়েছিলেন অভিনেতা অপারশক্তি খুরানা। তিনি জানিয়েছেন যে, তাঁর বাবা অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ ছিলেন।
স্কুলের পর্ব শেষ করে অপারশক্তি এবং তাঁর দাদা আয়ুষ্মান যখন কলেজে ভর্তি হয়েছিলেন, তখন তাঁদের বাবা কী বলেছিলেন, তা মনে করে অপারশক্তি জানান, “ওই সময় বাবা বলেছিলেন যে, তোমরা যদি বাইরে বেরিয়ে পার্টি করতে চাও, তাহলে আর বাড়ি ফিরবে না।’’
স্কুলের পর্ব শেষ করে অপারশক্তি এবং তাঁর দাদা আয়ুষ্মান যখন কলেজে ভর্তি হয়েছিলেন, তখন তাঁদের বাবা কী বলেছিলেন, তা মনে করে অপারশক্তি জানান, “ওই সময় বাবা বলেছিলেন যে, তোমরা যদি বাইরে বেরিয়ে পার্টি করতে চাও, তাহলে আর বাড়ি ফিরবে না।’’
‘‘যে কারও বাড়িতে থেকে যাবে, সে যার বাড়ি-ই হোক না কেন! এমনকী আমাকেও জানানোর দরকার নেই। কোনও সমস্যা নেই। কিন্তু যে দিন আমি জানতে পারব যে, তোমরা ধূমপান এবং মদ্যপান করছো, সেদিন তোমরা শেষ।” আর এটাই ছিল তাঁদের ধূমপান ও মদ্যপান না করার মূল কারণ।
‘‘যে কারও বাড়িতে থেকে যাবে, সে যার বাড়ি-ই হোক না কেন! এমনকী আমাকেও জানানোর দরকার নেই। কোনও সমস্যা নেই। কিন্তু যে দিন আমি জানতে পারব যে, তোমরা ধূমপান এবং মদ্যপান করছো, সেদিন তোমরা শেষ।” আর এটাই ছিল তাঁদের ধূমপান ও মদ্যপান না করার মূল কারণ।
‘স্ত্রী’ অভিনেতা অবশ্য আরও এক কারণের কথা জানান। তাঁর কথায়, “আমার বাবা তো একজন জ্যোতিষবিদ। আর আমি যদি মদ্যপান করতাম, তাহলে তিনি তা সঙ্গে সঙ্গেই জানতে পেরে যেতেন।’’
‘স্ত্রী’ অভিনেতা অবশ্য আরও এক কারণের কথা জানান। তাঁর কথায়, “আমার বাবা তো একজন জ্যোতিষবিদ। আর আমি যদি মদ্যপান করতাম, তাহলে তিনি তা সঙ্গে সঙ্গেই জানতে পেরে যেতেন।’’
‘‘তাই আমরা কখনওই মদ্যপান অথবা ধূমপান করার চেষ্টা করিনি। আর একবার সেই বয়স এবং কলেজের দিনগুলি পার করলে ধূমপান এবং মদ্যপানের সেই আকর্ষণটাই শেষ হয়ে যায়।”
‘‘তাই আমরা কখনওই মদ্যপান অথবা ধূমপান করার চেষ্টা করিনি। আর একবার সেই বয়স এবং কলেজের দিনগুলি পার করলে ধূমপান এবং মদ্যপানের সেই আকর্ষণটাই শেষ হয়ে যায়।”
প্রসঙ্গত বর্তমানে চুটিয়ে কাজ করছেন আয়ুষ্মান এবং অপারশক্তি। শেষবার আয়ুষ্মানকে দেখা গিয়েছিল রাজ শাণ্ডিল্যর ‘ড্রিম গার্ল ২’-এ। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডে।
প্রসঙ্গত বর্তমানে চুটিয়ে কাজ করছেন আয়ুষ্মান এবং অপারশক্তি। শেষবার আয়ুষ্মানকে দেখা গিয়েছিল রাজ শাণ্ডিল্যর ‘ড্রিম গার্ল ২’-এ। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অনন্যা পাণ্ডে।
এদিকে অপারশক্তিকে দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোটওয়ানির ‘জুবিলি’-তে। এরপর তাঁকে দেখা যাবে ‘স্ত্রী ২’-এ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
এদিকে অপারশক্তিকে দেখা গিয়েছিল বিক্রমাদিত্য মোটওয়ানির ‘জুবিলি’-তে। এরপর তাঁকে দেখা যাবে ‘স্ত্রী ২’-এ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

হু হু করে ভাইরাল ভিডিও! দিল্লির রাস্তায় ইউটিউবারের সঙ্গে ‘পানি দা রং’-এ মজলেন আয়ুষ্মান খুরানা

#দিল্লি: সমস্ত চোখ আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) দিকে। পাশেই গিটার হতে দিল্লির জনপথ মার্কেটে গান গাইছে শিভম নামের এক সঙ্গীতশিল্পী। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @guitar_boy_shivam থেকেই শেয়ার করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে ‘পানি দা’ গানে এসে গলা মেলালেন আয়ুষ্মান নিজে।

 

View this post on Instagram

 

A post shared by guitar boy?? (@guitar_boy_shivam)

ভিডিওটি শেয়ার করে গায়ক লিখেছেন, “ধন্যবাদ @ayushmannk (আয়ুষ্মান খুরানা) আপনার কথা রাখার জন্য…”। শিভম গাইছিলেন দিল্লির রাস্তায়, মুহুর্তের মধ্যে অভিনেতা তাঁর কাছে আসেন এবং গলা মেলান। তাঁরা পানি দা রং গেয়ে শুরু করেন এবং শেষটা করেন জেধা নাশা দিয়ে।

 

আরও পড়ুন : অটোয় চড়ে রেড কার্পেট যেতেন কার্তিক! প্রথম গাড়িও ‘থার্ড হ্যান্ড’ ছিল আজকের ‘চার্মিং বয়’-এর

আরও পড়ুন : যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট

আয়ুষ্মান খুরানার পানি দা রং গানটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভিকি ডোনার সিনেমায় প্রদর্শিত হয়েছিল। অমর জালাল, আইপি সিং, ইয়োহানি, হারজোত কৌর গেয়েছেন। জেধা নাশা একটি পুরানো গানের রিমিক্স সংস্করণ। সম্প্রতি মুক্তি পেয়েছে, আয়ুষ্মান খুরানা এবং নোরা ফাতেহি রয়েছেন গানের ভিডিওতে।

ভিডিওটি তিন দিন আগে পোস্ট হয়েছিল। এখনও পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১.৪ লক্ষ হয়েছে।