৮২ কেজির ‘দানব’ পড়ল ধরা, সাক্ষাৎ দৈত্য দেখতে ভিড়, বাংলার বাজারে হইচই

অসম বাংলা সীমানাবর্তী সংকোশ নদীতে রাতে ধরা পড়ল ছয় ফুট লম্বা বিরাশি কেজি ওজনের এক বাঘাআড় মাছ। এখনও পর্যন্ত সংকোশে ধরা পড়া সব থেকে বেশী ওজনের বাঘাআড় মাছ এটি।
অসম বাংলা সীমানাবর্তী সংকোশ নদীতে রাতে ধরা পড়ল ছয় ফুট লম্বা বিরাশি কেজি ওজনের এক বাঘাআড় মাছ। এখনও পর্যন্ত সংকোশে ধরা পড়া সব থেকে বেশী ওজনের বাঘাআড় মাছ এটি।
যদিও এর আগে পঞ্চাশ কেজি ও তার আশেপাশের ওজনের মাছ মাঝে মাঝেই ধরা পড়ে এই নদীতে। তবে এই ঘটনার পর থেকেই হইচই পড়ে যায় অসম-বাংলা সীমানায়।
যদিও এর আগে পঞ্চাশ কেজি ও তার আশেপাশের ওজনের মাছ মাঝে মাঝেই ধরা পড়ে এই নদীতে। তবে এই ঘটনার পর থেকেই হইচই পড়ে যায় অসম-বাংলা সীমানায়।
এই বিশালাকার মাছ যার জালে ধরা পড়ে, তাঁর নাম টনিল বিশ্বাস। নিমেষেই ভাইরাল হয়ে যায় সংকোশ নদীতে এত বড় মাছ ধরা পড়ার কথা।
এই বিশালাকার মাছ যার জালে ধরা পড়ে, তাঁর নাম টনিল বিশ্বাস। নিমেষেই ভাইরাল হয়ে যায় সংকোশ নদীতে এত বড় মাছ ধরা পড়ার কথা।
জামাইষষ্ঠীর বাজারের কথা মাথায় রেখে রাতেই বিভিন্ন জায়গার মৎস ব্যবসায়ীরা যোগাযোগ শুরু করেন মাছের মালিকের সঙ্গে। এর পরই দাম চড়তে থাকে ওই দৈত্যাকৃতি মাছের।
জামাইষষ্ঠীর বাজারের কথা মাথায় রেখে রাতেই বিভিন্ন জায়গার মৎস ব্যবসায়ীরা যোগাযোগ শুরু করেন মাছের মালিকের সঙ্গে। এর পরই দাম চড়তে থাকে ওই দৈত্যাকৃতি মাছের।
অসমের এক মাছ ব্যাবসায়ী সাতশো টাকা কেজি প্ৰতি দাম দিয়ে, মোট ৫৭ হাজার চারশো টাকায় ওই মাছ কিনে নিয়ে যান। ওই বিশাল মাছ অসমের ধুবড়ির বাজারে পৌঁছতেই হামলে পড়েন ক্রেতারা।
অসমের এক মাছ ব্যবসায়ী সাতশো টাকা কেজি প্ৰতি দাম দিয়ে, মোট ৫৭ হাজার চারশো টাকায় ওই মাছ কিনে নিয়ে যান। ওই বিশাল মাছ অসমের ধুবড়ির বাজারে পৌঁছতেই হামলে পড়েন ক্রেতারা।–Annanya Dey