পানীয় জলের সমস্যা

South 24 Parganas News: সুন্দরবনে বিস্তীর্ণ এলাকা পানীয় জলের সংকটে! কী বলছেন সেখানকার মানুষ

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরম তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা তথা সুন্দরবন বিস্তীর্ণ এলাকার মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। মূলত প্রতিবছর প্রখর গরমে সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনা এলাকা পানীয় জলের লেয়ার অনেকটাই নিচে নেমে যায় আর যার কারণে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্ত এলাকায় মানুষ। সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন আর ভোটের সময় সমস্ত দলের নেতা কর্মীরা তারা আশ্বাস দেন। যে ভোট শেষে এই ধরনের পানীয় জলের সমস্যা মিটে গেল। কিন্তু প্রতিবারে ভোটে আশ্বাস মিললেও জলের সমস্যা কোনভাবে মিলছে না।

আরও পড়ুন: কলকাতার খুব কাছেই তবুও সারাদিন লো ভোল্টেজ সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং

প্রতিবছর গরমের সময় পানীয় জলের সমস্যায় ভুগতে হয় এই সমস্ত এলাকার মানুষদের। তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এলাকায় এলাকায় জলের সমস্যা মেটাতে বিভিন্ন গাড়ি করে জলে বোঝাই করে গ্রামে গ্রামে জল দেওয়া হয়েছে। তবে সেগুলি রাস্তার ধারের বাড়িগুলিতে গেলেও যারা গ্রামের ভিতরে ভিতরে সেই গাড়ি ঢুকতে দেখা যায়নি। যার কারণে সেটি কয়েকবার দিলেও প্রচন্ড জলের সমস্যা হলে তার দেখা মেলেনা। তবে কবে মিটবে এই পানীয় জলের সমস্যা তা ভেবে উঠতে পারছে না সাধারণ মানুষকে। কথায় আছে? জলই জীবন জল যদি এভাবে সাধারণ মানুষ পর্যাপ্ত পরিমাণে যোগান না থাকে তাহলে অনেকটাই সমস্যা সম্মুখীন হতে হয়। জলের কোন বিকল্প নেই। তাই দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার সাধারণ কবে মিটবে এই পালিয়ে যাবে সমস্যা সেদিকেই তাকিয়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা