শ্রীনিধি

North 24 Parganas News: বয়স দেড় বছরের একটু বেশি! গড়গড় করে বলে দিচ্ছে সব… দেশের পতাকাও চেনে… দেখলেন একরত্তিকে?

উত্তর ২৪ পরগনা: মাত্র ৯ মাস বয়সেই তার মুখে ফোটে বুলি। আর তখন থেকে কোন কিছু দেখলে বা শুনলে মনে রাখার ক্ষমতা তৈরি হয় শিশুটির। অক্ষর থেকে থেকে শুরু করে নানা ধরনের ফলের নাম, বিভিন্ন দেশের পতাকা চেনা, ছড়া বলা সবকিছুই এখন করতে পারে এক বছর নয় মাস বয়সের শ্রীনিধি দে রায়। কী করে সম্ভব!

মা শুভেচ্ছা কুন্ডু ও বাবা সন্দীপন দে রায় দুজনেই কর্মসূত্রে চাকরিজীবী। একবার বললেই এত কম বয়সে তার মনে রাখতে পারার ক্ষমতা রীতিমতো অবাক করে সকলকে। ৫০ রকমের ফলের নাম, পশু পাখির নাম, ১০টা দেশের পতাকা দেখেই নাম বলে দিতে পারে শ্রীনিধি। পরিবারের সকলের নাম থেকে শুরু করে ঠিকানা- সবই মুখস্থ মাত্র এক বছর নয় মাসেই। এরপরই মেয়ের এই ট্যালেন্ট কে স্বীকৃতি দিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বাবা-মা। ছোট্ট শ্রীনীধির এই বয়সে বলা নানা কথার ভিডিও তথ্য প্রমাণ-সহ পাঠানো হয়। আর তা বিচার করেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর তরফ থেকে এই খুদেকে দেওয়া হয় বিশেষ স্বীকৃতি।

স্বীকৃতির খবর বাড়িতে আসতেই খুশি বারাসাত শেঠপুকুর এলাকার এক আবাসনে থাকা গোটা রায় পরিবার।