North Bengal Train Accident: ‘এটা আরও মারাত্মক হতে পারত,’ উদ্বেগপ্রকাশ করে উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা: সপ্তাহের শুরুতেই রেল দুর্ঘটনা৷ সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে৷ পিছন থেকে মালগাড়ির সজোর ধাক্কায় লাইনচ্যূত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ৮ জনের মৃত্যুর খবর এসেছে৷ আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে৷ আহতের সংখ্যা ৬০-এরও বেশি৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

দুর্ঘটনার পরেই এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উদ্ধারকার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের পদস্থ অফিসারদের। তার পরেই মুখ্যমন্ত্রী প্রস্তুতি নেন উত্তরবঙ্গ রওনা হওয়ার।

আরও পড়ুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ৮, পিষে মর্মান্তিক মৃত্যু চালক-গার্ডের, আরও বাড়বে মৃতের সংখ্যা?

কিন্তু, মুখ্যমন্ত্রী রীতিমতো উষ্মাপ্রকাশ করে এদিন জানান, বিমান সঙ্কুলানের অভাবে সোমবার বিকেলের আগে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিতে পারেননি তিনি৷ মমতা বলেন, ‘‘সকাল ৯টা থেকে মনিটরিং করছি৷ আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি৷ ফ্লাইট পাইনি। দুর্দশা ফ্লাইটের৷’’

জানা গিয়েছে, সোমবার বিকেলে উত্তরবঙ্গে পৌঁছে বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন তিনি৷ সেখানেই দেখা করবেন আহতদের সঙ্গে৷

আরও পড়ুনঃ সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! আহত বহু

মমতার কথায়, ‘‘দুর্ঘটনা হতেই পারে। বন্দেভারত দুরন্তরই। যত করেছে ভাড়া বাড়িয়েছে৷ এটা আরও মারাত্মক হতে পারত৷ ২০ জন ক্রিটিকাল আছে৷ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাব৷ রাতে শিলিগুড়ি থাকব না। কোচবিহারে চলে যাব৷’’

শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, বিকেলের বিমানে উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও৷ ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তিনি বিমানবন্দর থেকে শিলিগুঁড়ি পৌঁছে এক যুবকের বাইকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন৷