Vastu Tips: বাড়ির এই দিকে রাখতে শুরু করুন ঝাড়ু, অর্থাগম নিশ্চিত! টাকা আসবে হুহু করে, সংসারে আসবে ইতিবাচক শক্তি

প্রতিটি গৃহস্থ বাড়িতেই ঝাড়ু থাকে৷ খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত ঝাড়ুর বিষয়ে আমরা বিশেষ নজর দিই না৷ কোথায় রাখছি, কী ভাবে রাখছি, কখন ব্যবহার করছি, এ বিষয়ে বিশেষ খেয়াল রাখা হয় না৷ তবে, বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, এই সমস্ত বিষয়ই একটি সুখী ও সমৃদ্ধশীল গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
প্রতিটি গৃহস্থ বাড়িতেই ঝাড়ু থাকে৷ খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত ঝাড়ুর বিষয়ে আমরা বিশেষ নজর দিই না৷ কোথায় রাখছি, কী ভাবে রাখছি, কখন ব্যবহার করছি, এ বিষয়ে বিশেষ খেয়াল রাখা হয় না৷ তবে, বাস্তু বিশারদেরা জানাচ্ছেন, এই সমস্ত বিষয়ই একটি সুখী ও সমৃদ্ধশীল গৃহস্থ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
বাস্তু শাস্ত্র অনুযায়ী, কোনও জিনিস কী ভাবে কোথায় রাখা হচ্ছে, তার উপরে আমাদের সংসারের সার্বিক শান্তির অনেকটাই নির্ভর করে থাকে৷ সেই মতোই বাড়িতে ঝাড়ু রাখারও নির্দিষ্ট দিক ও নিয়ম রয়েছে৷ নির্দিষ্ট দিকে ঝাড়ু রাখলে সংসারে অর্থাগম হয়৷ অন্যদিকে, ভুল জায়গায় ঝাড়ু রাখলে কপর্দকশূন্য হয়ে যায় মানুষ৷
বাস্তু শাস্ত্র অনুযায়ী, কোনও জিনিস কী ভাবে কোথায় রাখা হচ্ছে, তার উপরে আমাদের সংসারের সার্বিক শান্তির অনেকটাই নির্ভর করে থাকে৷ সেই মতোই বাড়িতে ঝাড়ু রাখারও নির্দিষ্ট দিক ও নিয়ম রয়েছে৷ নির্দিষ্ট দিকে ঝাড়ু রাখলে সংসারে অর্থাগম হয়৷ অন্যদিকে, ভুল জায়গায় ঝাড়ু রাখলে কপর্দকশূন্য হয়ে যায় মানুষ৷
রাঁচীর বিখ্যাত জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচী বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত) আমাদের জানাচ্ছেন, বাড়ির কোন দিকে ঝাড়ু রাখলে সংসারে অর্থাগমের সম্ভাবনা তৈরি হয়৷
রাঁচীর বিখ্যাত জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে (রাঁচী বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত) আমাদের জানাচ্ছেন, বাড়ির কোন দিকে ঝাড়ু রাখলে সংসারে অর্থাগমের সম্ভাবনা তৈরি হয়৷
সন্তোষ কুমারের মতে, ঝাড়ু রাখার আদর্শ জায়গা হল বাড়ির উত্তর-পশ্চিম দিক৷ আপনি উত্তর ও উত্তর-পশ্চিম দিকের মাঝেও ঝাড়ু রাখতে পারেন৷ এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয়৷ সংসারে টাকা আসে৷
সন্তোষ কুমারের মতে, ঝাড়ু রাখার আদর্শ জায়গা হল বাড়ির উত্তর-পশ্চিম দিক৷ আপনি উত্তর ও উত্তর-পশ্চিম দিকের মাঝেও ঝাড়ু রাখতে পারেন৷ এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন বলে মনে করা হয়৷ সংসারে টাকা আসে৷
বাড়ির উত্তর-পশ্চিম দিকে ঝাড়ু রাখলে সংসার থেকে যাবতীয় নেতিবাচক শক্তি দূর হয়৷ বাড়ির বাস্তু ঠিক থাকে৷
বাড়ির উত্তর-পশ্চিম দিকে ঝাড়ু রাখলে সংসার থেকে যাবতীয় নেতিবাচক শক্তি দূর হয়৷ বাড়ির বাস্তু ঠিক থাকে৷
সন্তোষ কুমার বলেন, যে উত্তর বা উত্তর-পশ্চিমের মধ্যবর্তী স্থানটি ভগবান শনির স্থান বলেও মনে করা হয়। পরিচ্ছন্নতার জন্যে শনি গ্রহও দায়ী। সব মিলিয়ে এই জায়গাটি ঝাড়ু রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা।
সন্তোষ কুমার বলেন, যে উত্তর বা উত্তর-পশ্চিমের মধ্যবর্তী স্থানটি ভগবান শনির স্থান বলেও মনে করা হয়। পরিচ্ছন্নতার জন্যে শনি গ্রহও দায়ী। সব মিলিয়ে এই জায়গাটি ঝাড়ু রাখার সবচেয়ে উপযুক্ত জায়গা।
এছাড়াও ঝাড়ু রাখার কিছু নিয়ম আছে। কখনওই ঝাড়ুর উপর পা রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী অপমান হয় বলে মনে করা হয়। ঝাড়ুকে সবসময় অন্যদের, বিশেষ করে বাড়ির বাইরের লোকেদের চোখের আড়ালে রাখুন।
এছাড়াও ঝাড়ু রাখার কিছু নিয়ম আছে। কখনওই ঝাড়ুর উপর পা রাখা উচিত নয়। এতে মা লক্ষ্মী অপমান হয় বলে মনে করা হয়। ঝাড়ুকে সবসময় অন্যদের, বিশেষ করে বাড়ির বাইরের লোকেদের চোখের আড়ালে রাখুন।
ঝাড়ু কখনওই দাঁড় করিয়ে রাখবেন না। মাটিতে শুইয়ে রাখুন৷ এই বিষয়গুলির যত্ন নিলে স্বাভাবিকভাবেই ঘরে ঈশ্বরের আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
ঝাড়ু কখনওই দাঁড় করিয়ে রাখবেন না। মাটিতে শুইয়ে রাখুন৷ এই বিষয়গুলির যত্ন নিলে স্বাভাবিকভাবেই ঘরে ঈশ্বরের আশীর্বাদ এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।