Beauty Tips

Beauty Tips: মুখে সান-ট্যান? কালচে দাগ-ছোপ? বলিরেখা? বার্ধক্যের ছাপ পড়েছে? এই সস্তার জিনিসেই সব সমস্যা মিটবে, ত্বক ঝলমলিয়ে উঠবে

মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করে এবং ত্বকে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। লেখা-- সুস্মিতা গোস্বামী
মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করে এবং ত্বকে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। লেখা– সুস্মিতা গোস্বামী
চোখের নীচের কালো দাগ দূর করতে মুলতানি মাটি ব্যবহার খুব উপকারী। এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও চোখের নীচের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। সুস্মিতা গোস্বামী
চোখের নীচের কালো দাগ দূর করতে মুলতানি মাটি ব্যবহার খুব উপকারী। এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও চোখের নীচের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।
সুস্মিতা গোস্বামী
যাঁদের ত্বকে সূক্ষ বলিরেখা এবং অকাল বার্ধক্যের লক্ষণ রয়েছে মুখে, মুলতানি মাটির ফেস মাস্ক তাঁদের জন্য সবচেয়ে ভাল। এটি ত্বক টাইট করার কাজও করে।
যাঁদের ত্বকে সূক্ষ বলিরেখা এবং অকাল বার্ধক্যের লক্ষণ রয়েছে মুখে, মুলতানি মাটির ফেস মাস্ক তাঁদের জন্য সবচেয়ে ভাল। এটি ত্বক টাইট করার কাজও করে।
ত্বকের প্রদাহ কমাতে এবং অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণেও উপকারী মুলতানি মাটির ফেস-প্যাক। এই গরমে ত্বকের পরিচর্যায় এই প্রাকৃতিক উপাদানটির উপর ভরসা করুন চোখ বুজে।
ত্বকের প্রদাহ কমাতে এবং অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণেও উপকারী মুলতানি মাটির ফেস-প্যাক। এই গরমে ত্বকের পরিচর্যায় এই প্রাকৃতিক উপাদানটির উপর ভরসা করুন চোখ বুজে।
মুলতানি মাটি, শসা এবং গোলাপজলের ফেস প্যাক--শসার রস বার করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
মুলতানি মাটি, শসা এবং গোলাপজলের ফেস প্যাক–শসার রস বার করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
মুলতানি মাটি, অ্যালো ভেরা জেল-এর ফেস প্যাক-- দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক মুখে, গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দূরে পালাবে ব্রণ থেকে ত্বকের কালচে ছোপ
মুলতানি মাটি, অ্যালো ভেরা জেল-এর ফেস প্যাক– দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক মুখে, গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। দূরে পালাবে ব্রণ থেকে ত্বকের কালচে ছোপ
মুলতানি মাটি, টোম্যাটো, টক দই-এর ফেস প্যাক-- তৈলাক্ত ত্বকের জন্য ভীষণ উপকারী। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টক দই এবং এক টেবিল চামচ টোম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখে গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন।
মুলতানি মাটি, টোম্যাটো, টক দই-এর ফেস প্যাক– তৈলাক্ত ত্বকের জন্য ভীষণ উপকারী। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টক দই এবং এক টেবিল চামচ টোম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখে গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন।