রাহুলের নিশানায় মোদি৷

Rahul Gandhi: ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাবে মোদি সরকার, যোগাযোগ রাখছেন অনেকেই: রাহুল গান্ধি

নয়াদিল্লি: ক্ষমতা ধরে রাখতে রীতিমতো হিমশিম খাবে তৃতীয় মোদি সরকার৷ যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ তাঁর আরও দাবি, এনডিএ শিবিরে থাকা অনেক সাংসদই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ ফলে সামান্য এদিক ওদিক হলেই মোদি সরকারের পতন ঘটবে৷

গত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়ী হয় বিজেপি৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় তারা. শেষ পর্যন্ত নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সমর্থনের উপরে ভরসা করে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

আরও পড়ুন: কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা! নতুন সাংসদকে কী পরামর্শ মুখ‍্যমন্ত্রীর?

রাহুল গান্ধির কথায়, গত লোকসভা নির্বাচনের ফল দেশের রাজনৈতিক গতিপ্রবাহের খাতই বদলে দিয়েছে৷ রাহুল গান্ধি বলেন, ‘ভারতীয় রাজনীতৈক ব্যবস্থায় সবার জন্য সুযোগ সামনে চলে এসেছে৷ উল্লেখযোগ্য পট পরিবর্তন হয়েছে৷ যে সংখ্যার উপরে সরকার দাঁড়িয়ে রয়েছে, তা অত্যন্ত ভঙ্গুর৷ ফলে সামান্য এ দিক ওদিক হলেই সরকারের পতন ঘটবে৷’

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এর আগে একাধিকবার তৃতীয় মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন৷ কিন্তু এবার রাহুল গান্ধি নিজে মোদি সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি অন্য মাত্রা পেল৷ তার উপর,  সরকারের ভিতর থেকেই অনেকে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিজেপি এবং এনডিএ-এর অন্দরেই অস্বস্তি তৈরি করলেন রাহুল৷

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ অথবা সমীক্ষায় ইন্ডিয়া জোটকে নিয়ে আশার কথা শোনানো হয়নি৷ কিন্তু ফল বেরোতে দেখা যায় ২৩৪টি আসনে জয়ী হয়েছে ইন্ডিয়া জোট৷ এর পরই ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়৷ যদিও সরকার গঠনের কোনও দাবি জানায়নি ইন্ডিয়া জোট৷৷৷

রাহুল গান্ধি চাঞ্চল্যকর দাবি জানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপি এবং সরকারের অন্দরেই তুমুল অসন্তোষ তৈরি হয়েছে৷ তাঁদের মধ্যে অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগও রাখছেন বলে দাবি করেছেন রাহুল৷ তাঁর কথায়, ‘একজন ঘুরে গেলেই সরকার পড়ে যাবে৷’
রাহুল আরও বলেন, ‘আপনি ঘৃনা ছড়াবেন, মানুষকে রাগিয়ে তুলে তার ফায়গা নেবেন, মানুষে এই ধারণা খারিজ করে দিয়েছে৷ যে দল দশ বছর অযোধ্যা নিয়ে কথা বলে কাটিয়ে দিল, সেই অযোধ্যা থেকেই তারা মুছে গিয়েছে৷’