Piper chaba, commonly known as piper chilli

Medicinal Plants:গ্যাস্ট্রিক-আলসার- বদহজম-চোঁয়া ঢেকুরের সমস্যা? কাবু করেছে ডায়াবেটিস? সব সমস্যার সমাধান অযত্নে বেড়ে ওঠা এই গাছ

গ্যাস্ট্রিকের সমস্যা? খাবারের রুচি নেই? অ্যাসিডিটি-বদহজম-পেট জ্বালা-পেট ফাঁপা-চোঁয়া ঢেকুরে জীবন জেরবার? চিন্তা করবেন না! আপনার হাতের কাছেই রয়েছে সব সমস্যার সমাধান। প্রয়োজন নেই ওষুধের। একটি গাছেই সব সমস্যা মিটবে নিমেষে।
গ্যাস্ট্রিকের সমস্যা? খাবারের রুচি নেই? অ্যাসিডিটি-বদহজম-পেট জ্বালা-পেট ফাঁপা-চোঁয়া ঢেকুরে জীবন জেরবার? চিন্তা করবেন না! আপনার হাতের কাছেই রয়েছে সব সমস্যার সমাধান। প্রয়োজন নেই ওষুধের। একটি গাছেই সব সমস্যা মিটবে নিমেষে।
পেটের সব সমস্যার সমাধান মিলবে চুই ঝাল গাছে। অযত্নে বেড়ে ওঠা এই গাছের পাতা কিছুটা পুরু এবং লম্বাটে।
পেটের সব সমস্যার সমাধান মিলবে চুই ঝাল গাছে। অযত্নে বেড়ে ওঠা এই গাছের পাতা কিছুটা পুরু এবং লম্বাটে।
খাবারের রুচি বাড়াতে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় প্রধান ওষুধ হিসেবে কাজ করে চুই ঝাল। বিশেষজ্ঞদের মতে, গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতে চুই ঝাল-এর জুরি মেলা ভার।
খাবারের রুচি বাড়াতে কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় প্রধান ওষুধ হিসেবে কাজ করে চুই ঝাল।
বিশেষজ্ঞদের মতে, গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতে চুই ঝাল-এর জুরি মেলা ভার।
এখানেই শেষ নয়। স্নায়বিক উত্তেজনা, মানসিক অস্থিরতা কমায় এই গাছ।
এখানেই শেষ নয়। স্নায়বিক উত্তেজনা, মানসিক অস্থিরতা কমায় এই গাছ।
এই উদ্ভিদ গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস এবং প্রেসার-এর মত কঠিন রোগের প্রকোপ কমায়।
এই উদ্ভিদ গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস এবং প্রেসার-এর মত কঠিন রোগের প্রকোপ কমায়।
হাঁচি, কাশি, হাঁপানি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজে লাগে এই গাছের অংশ। পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, পাকস্থলী কিংবা অন্ত্রের প্রদাহ কমাতে কার্যকারী এই গাছ।

হাঁচি, কাশি, হাঁপানি বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজে লাগে এই গাছের অংশ। পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, পাকস্থলী কিংবা অন্ত্রের প্রদাহ কমাতে কার্যকারী এই গাছ।