জাল বুনছেন মৎস্যজীবীরা

South 24 Parganas News: ব্যান পিরিয়ড শেষের পরও মিলল না ভাতার টাকা, আশায় রয়েছেন মৎস্যজীবীরা

দক্ষিণ ২৪ পরগনা: ব্যান পিরিয়ড শেষ হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু এই ব্যান পরিয়ড চলাকালীন যে ভাতা পাওয়ার কথা ছিল মৎস্যজীবীদের তা তারা পাননি। ভবিষ্যতে কোনও একদিন পাবেন সমুদ্রসাথী, এই আশাতেই বুক বাঁধছেন মৎস্যজীবীরা। তাদের সেই কাগজপত্রগুলি যত্ন করে রেখে দিয়েছেন বাড়িতে। অনেকের দাবি দু’মাস টাকা পাবে শুনে খুশি হয়েছিলেন প্রথমে। টাকা আসবে ভেবে ধার করে সংসার চালিয়েছেন।কিন্তু এখন সেই ধার শোধ করা নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা।

আরও পড়ুন:  ডায়মন্ড হারবার-কুঁকড়াহাটি রুটে ফেরি চলাচল বন্ধ, সাময়িক অসুবিধায় যাত্রীরা

এরমধ্যে আবার নতুন করে কাজ শুরু হয়েছে। ছোট জেলে নৌকা, ভুটভুটির মাঝিদের আরও অবস্থা খারাপ। তারা তাকিয়ে আছেন কবে টাকা আসবে সেদিকে।চলতি বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমুদ্রে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যান, তাদেরকে অর্থসাহায্য করা হবে। সেই অনুযায়ী অনেকেই দুয়ারে সরকারে আবেদন করেছিলেন। কিন্তু অনেক মৎস্যজীবীর ভাতা মিলবেনা এবারেও। এই প্রকল্পের কাজ চলছে বলে প্রশাসন সূত্রের খবর। সামুদ্রিক মৎস্যজীবীরা অবশ্যই টাকা পাবে জানানো হয়েছে ইতিমধ্যে। কিন্তু কবে সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক