IMD Weather Update: গরমে হাসফাঁস অবস্থা! দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা, এবার আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর

গরমে হাসফাঁস দশা মানুষের৷ গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি৷ কিন্তু, আকাশে মেঘের সঞ্চার হলেও, তা বৃষ্টি হয়ে নেমে আসছে না মাটিতে৷
গরমে হাসফাঁস দশা মানুষের৷ গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি৷ কিন্তু, আকাশে মেঘের সঞ্চার হলেও, তা বৃষ্টি হয়ে নেমে আসছে না মাটিতে৷
পরিস্থিতি এমন যে, এখন সাধারণ মানুষ হাপিত্যেশ করে বসে রয়েছে দু’ফোঁটা বৃষ্টির জন্য৷ সকলেরই প্রশ্ন, জুন তো শেষ হতে চলল, তাহলে বর্ষা আসছে কবে?
পরিস্থিতি এমন যে, এখন সাধারণ মানুষ হাপিত্যেশ করে বসে রয়েছে দু’ফোঁটা বৃষ্টির জন্য৷ সকলেরই প্রশ্ন, জুন তো শেষ হতে চলল, তাহলে বর্ষা আসছে কবে?
এর মধ্যেই সুসংবাদ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
এর মধ্যেই সুসংবাদ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজায় থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে।
আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি একটু বেশি অনুভূত হবে। সকালে গরমে অস্বস্তি বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমের জেলায় গরম ও অস্বস্তি একটু বেশি অনুভূত হবে। সকালে গরমে অস্বস্তি বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতায় বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দিনভর মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
কলকাতায় বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দিনভর মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ক্রমশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ একটু বাড়বে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।
দুর্যোগের দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন।  উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
দুর্যোগের দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বুধবারও অতি-বর্ষণের চরম সর্তকতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায়। এই জেলার কোন কোন অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। নতুন করে নদীর জলস্তর বাড়বে; প্লাবনের আশঙ্কা! সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা।
বুধবারও অতি-বর্ষণের চরম সর্তকতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায়। এই জেলার কোন কোন অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। নতুন করে নদীর জলস্তর বাড়বে; প্লাবনের আশঙ্কা! সঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা।