তিস্তা ব্যারেজে পড়ে গেল হাতিশাবক

Jalpaiguri News: মা দূর থেকে দেখছে ভেসে যাচ্ছে তার সন্তান! বনকর্মীদের সহযোগিতায় উদ্ধার হস্তিশাবক

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। সেই বৃষ্টিতেই তিস্তার বাঁধ হয়েছে পিছল, বাঁধের উপর দিয়ে যাচ্ছিল হাতির দল। ফুটফুটে ছোট্ট হাতিশাবক তিস্তার জলে পড়ে যায়। কাতর চোখে দাঁড়িয়ে রয়েছে মা হাতি। বহু চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু পারছে না।

শেষ পর্যন্ত তিস্তার ব্যারেজে আটকে পড়ে সেই ফুটফুটে বাচ্চাটি। চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন বনকর্মীদের। বহু প্রচেষ্টায় বাঁচানো যায় ফুটফুটে সেই হস্তি শাবকটিকে।

আরও পড়ুন: ঠিক কত বছর চলে একটি AC? উইন্ডো বা স্প্লিট এয়ার কন্ডিশনারের আয়ুকাল জেনে নিন, নাহলে বিপদ…!

মঙ্গলবার রাতে হাতির দল যাচ্ছিল সেই জলের উপর দিয়ে। গাজলডোবা তিস্তা ব্যারেজে তিস্তার জলে আটকে পড়ে হস্তি শাবক। স্রোতে অসহায় অবস্থায় হাবুডুবু খাচ্ছিল হস্তি শাবকটি। দূরে দাঁড়িয়ে সেই হস্তি শাবকটিকে দেখছে মা হাতি-সহ অন্যান্য হাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন কর্মীরা। পরবর্তীতে ব্যারেজ কর্মীরা লগ গেট খুলে দিলে হস্তি শাবকটি ধীরে ধীরে জল থেকে ডাঙায় উঠে যায়।

সুরজিৎ দে