Ashada Purnima Rituals 2024: আসছে আষাঢ় পূর্ণিমা! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? অর্থ ও সৌভাগ্য লাভে পুজো করুন এই দেবদেবীর

আসছে আষাঢ় পূর্ণিমা। আগামী পরশু, শুক্রবার সকাল ৭.৩২ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই শুভ তিথি থাকবে ২২ জুন শনিবার সকাল ৬.৩৭ মিনিট পর্যন্ত।
আসছে আষাঢ় পূর্ণিমা। আগামী পরশু, শুক্রবার সকাল ৭.৩২ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই শুভ তিথি থাকবে ২২ জুন শনিবার সকাল ৬.৩৭ মিনিট পর্যন্ত।

 

এই তিথি বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই পুণ্যতিথিতে কিছু নির্দিষ্ট আচার আচরণ পালন করলে সব সাধ পূর্ণ হয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথি বিশ্বাসীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই পুণ্যতিথিতে কিছু নির্দিষ্ট আচার আচরণ পালন করলে সব সাধ পূর্ণ হয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্রকুমার শর্মা।

 

আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ভোরে স্নান সেরে শুদ্ধ বসন পরুন। এই তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করুন।
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ভোরে স্নান সেরে শুদ্ধ বসন পরুন। এই তিথিতে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করুন।

 

এই তিথিতে দরিদ্র নরনারায়ণের সেবা করা অত্যন্ত পুণ্যদায়ী বলে মনে করা হয়। গোপদম ব্রত পালনে করতে পারেন গোসেবাও।
এই তিথিতে দরিদ্র নরনারায়ণের সেবা করা অত্যন্ত পুণ্যদায়ী বলে মনে করা হয়। গোপদম ব্রত পালনে করতে পারেন গোসেবাও।

 

এই পুণ্যতিথিতে পালন করতে পারেন উপবাস ব্রতও। নিয়ম নিষ্ঠা পালন করে উপবাস ব্রত পালনের পর সাত্তিক আহারে ভঙ্গ করুন উপবাস।
এই পুণ্যতিথিতে পালন করতে পারেন উপবাস ব্রতও। নিয়ম নিষ্ঠা পালন করে উপবাস ব্রত পালনের পর সাত্তিক আহারে ভঙ্গ করুন উপবাস।

 

আষাঢ় পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পূজারও আয়োজন করতে পারেন।
আষাঢ় পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পূজারও আয়োজন করতে পারেন।