নটামনি ফুল।

Gardening Tips: লাল-হলুদ রঙিন ছোট ছোট ফুলে সেজে উঠবে বাগান! নামমাত্র খরচ, বিনা পরিশ্রমেই কামাল

বাড়ির বাগান সাজিয়ে তুলতে, অনেকেই নানাভাবে পরিশ্রম করেন। প্রচুর যত্ন নেন। নামিদামি ফুলের চারা কিনে আনেন। কিন্তু একদম কম খরচে, অল্প যত্নেও আপনার বাগান সুন্দরভাবে সেজে উঠতে পারে।
বাড়ির বাগান সাজিয়ে তুলতে, অনেকেই নানাভাবে পরিশ্রম করেন। প্রচুর যত্ন নেন। নামিদামি ফুলের চারা কিনে আনেন। কিন্তু একদম কম খরচে, অল্প যত্নেও আপনার বাগান সুন্দরভাবে সেজে উঠতে পারে।
শহরের একটি বড় নার্সারির মালিক বিকাশ মণ্ডল বলছেন, কম খরচে আপনার বাগান সাজিয়ে তুলতে আপনি ভরসা রাখতে পারেন যেখানে সেখানে হওয়া এই ফুল গাছের দিকে। অল্প যত্নেই বড় হবে এই ফুলের গাছ। কিনতে হবে না নামিদামি ফুলের চারা।
শহরের একটি বড় নার্সারির মালিক বিকাশ মণ্ডল বলছেন, কম খরচে আপনার বাগান সাজিয়ে তুলতে আপনি ভরসা রাখতে পারেন যেখানে সেখানে হওয়া এই ফুল গাছের দিকে। অল্প যত্নেই বড় হবে এই ফুলের গাছ। কিনতে হবে না নামিদামি ফুলের চারা।
আপনার শখের বাগান সাজিয়ে তুলতে আপনি ভরসা রাখতে পারেন নটামনি ফুলের দিকে। এই ফুলকে অনেকেই পর্তুলিকা ফুল বলেও জানেন। অনেকে আবার টাইম ফুল বলে ডাকেন। মূলত সকাল নটার আশপাশে এই ফুল পূর্ণাঙ্গভাবে ফোটে। যে কারণে এই ধরনের নাম।
আপনার শখের বাগান সাজিয়ে তুলতে আপনি ভরসা রাখতে পারেন নটামনি ফুলের দিকে। এই ফুলকে অনেকেই পর্তুলিকা ফুল বলেও জানেন। অনেকে আবার টাইম ফুল বলে ডাকেন। মূলত সকাল নটার আশপাশে এই ফুল পূর্ণাঙ্গভাবে ফোটে। যে কারণে এই ধরনের নাম।
এই ফুলের গাছ আপনি যেখানে সেখানে দেখতে পাবেন। গোলাপি, হলুদ, কমলা, লাল বিভিন্ন রঙের ছোট ছোট এই ফুল খুব সহজেই সকলের নজর কাড়ে। মূলত বর্ষা আসার আগে থেকে ফুটতে শুরু করে এই ফুল। শরৎকাল পর্যন্ত এই ফুল বাগান সাজিয়ে তুলতে সক্ষম।
এই ফুলের গাছ আপনি যেখানে সেখানে দেখতে পাবেন। গোলাপি, হলুদ, কমলা, লাল বিভিন্ন রঙের ছোট ছোট এই ফুল খুব সহজেই সকলের নজর কাড়ে। মূলত বর্ষা আসার আগে থেকে ফুটতে শুরু করে এই ফুল। শরৎকাল পর্যন্ত এই ফুল বাগান সাজিয়ে তুলতে সক্ষম।
ছাদবাগান, ব্যালকনি অথবা আপনার সাধারণ বাগানে এই ফুলের গাছ রাখতে পারেন। অল্প পরিচর্যা করলেই এই ফুলের গাছ বড় হয়। এক একটি গাছে প্রচুর ফুল ফুটতে থাকে। খুব স্বাভাবিকভাবেই নানা রঙের এই ছোট ছোট ফুল আপনার বাগানকে দারুন সুন্দর করে সাজিয়ে তুলবে।
ছাদবাগান, ব্যালকনি অথবা আপনার সাধারণ বাগানে এই ফুলের গাছ রাখতে পারেন। অল্প পরিচর্যা করলেই এই ফুলের গাছ বড় হয়। এক একটি গাছে প্রচুর ফুল ফুটতে থাকে। খুব স্বাভাবিকভাবেই নানা রঙের এই ছোট ছোট ফুল আপনার বাগানকে দারুন সুন্দর করে সাজিয়ে তুলবে।