পড়ে রয়েছে কাটা গাছ

South 24 Parganas News: গাছ কেটে ঘূর্ণিঝড় রিমলের নামে দোষ! অবাক কাঠ পাচার পাথরপ্রতিমায়

পাথরপ্রতিমা: ঘূর্ণিঝড় রিমলের পর কেটে গিয়েছে প্রায় তিনটি সপ্তাহ। কিন্তু এরপর সেই ঝড়ের নামেই চাপল দোষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার দিগম্বরপুরে। সেখানকার ৫১ নং বুথে অবাধে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। এই গ্রামের স্থানীয় সদস্য গোপাল ঘোষের এর বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলেছে স্থানীয় মানুষজনই। এরপর এই অভিযোগ নিয়ে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। স্থানীয় মানুষ থেকে বিরোধীরা সকলেই এক সুরে জানিয়েছেন, রিমল ঝড়ে এই এলাকায় গাছ পড়েছিল একটি।

আরও পড়ুন:  সমুদ্র থেকে ফিরল সারি সারি ট্রলার! বাজারে এল মরশুমের প্রথম ইলিশ? মৎসজীবীরা কী জানালেন?

অথচ ওই এলাকার পঞ্চায়েত সদস্য গোপাল ঘোষ একের পর এক গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। যদিও গোপাল ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গাছ পড়ে গ্রামের মানুষের অসুবিধা হচ্ছিল। আর সেজন্য তিনি ভালোর জন্যই এই কাজ করেছেন। যদিও তার এই দাবি মানতে নারাজ স্থানীয়রা। তাদের দাবি এভাবে চলতে থাকলে বনসৃজন প্রকল্পের গুরুত্ব হারাবে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু ঘূর্ণিঝড় রিমল চলে যাওয়ার পর এভাবে ঘূর্ণিঝড়ের নামে দোষ চাপানোর ঘটনা অবাক করেছে সকলের। এই ঘটনায় সঠিক তদন্ত করলে দোষীদের অবশ্যই ধরা যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক