Copa America 2024: কখন-কোন চ্যানেলে দেখবেন কোপা আমেরিকা? অনলাইনে লাইভ দেখবেন কোন অ্য়াপে? জেনে নিন বিস্তারিত

আর কিছু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় শুক্রবার ভোর থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা ২০২৪। গতবার এই কোপা থেকেই কেটেছিল লিওনেল মেসির ট্রফির খরা। ফিনালিসিমা, বিশ্বজয়ের পর ফের এরবার মাঠে নামবে নীল-সাদা ব্রিগেড। একদিকে যেমন টাইটেল ডিফেন্ড করতে নামবে আর্জেন্টিনা, ঠিক অপরদিকে ব্রাজিলের কাছে ফের একবার বিশ্ব ফুটবলে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ।

একদিকে ইউরো, অন্যদিতে কোপা। ফুটবল স্রোতে ভাসতে চলেছে গোটা বিশ্ব। কিন্তু সকল ফুটবল প্রেমিদের একটাই কৌতুহল ভারতে কোন চ্যানেলে ও কোন অ্যাপে লাইভ দেখা যাবে কোপা আমেরিকার ম্যাচ। কিন্তু এক্ষেত্রে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। কারণ ভারতের কোন চ্যানেলে লাইভ দেখা যাবে তার কোনও সরকারি ঘোষণা হয়নি। একমাত্র ফ্যানকোডে দেখা যাবে কোপা। তবে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে ও সোনি লিভ অ্যাপে দেখানো হতে পারে লাইভ স্ট্রিমিং। তবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

প্রসঙ্গত, কোপা আমেরিকার ৪৮তম আসর ঘিরে চড়ছে পারদ। এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। গ্রুপ বিন্যাসে ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।

আরও পড়ুনঃ Team India: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য বড় শর্ত দিলেন গম্ভীর! কী করবে বিসিসিআই? বড় আপডেট

গ্রুপ পর্বের দিন ও তারিখ সময় ম্যাচ ভেন্যু-
শুক্র, ২১ জুন, সকাল ৫.৩০, আর্জেন্টিনা বনাম কানাডা, জর্জিয়া
শনি, ২২ জুন, সকাল ৫.৩০, পেরু বনাম চিলি, টেক্সাস
রবি, ২৩ জুন, ভোর ৩.৩০, ইকুয়েডর-ভেনেজুয়েলা, ক্যালিফোর্নিয়া
রবি, ২৩ জুন, সকাল ৬.৩০, মেক্সিকো-জ্যামাইকা, টেক্সাস
সোম, ২৪ জুন, ভোর ৩.৩০, যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া, টেক্সাস
সোম, ২৪ জুন, সকাল ৬.৩০, উরুগুয়ে বনাম পানামা, ফ্লোরিডা
মঙ্গল, ২৫ জুন, ভোর ৩.৩০, কলম্বিয়া বনাম প্যারাগুয়ে, টেক্সাস
মঙ্গল, ২৫ জুন, সকাল ৬.৩০, ব্রাজিল বনাম কোস্টারিকা, ক্যালিফোর্নিয়া
বুধ, ২৬ জুন, ভোর ৩.৩০, পেরু বনাম কানাডা, কানসাস
বুধ, ২৬ জুন, সকাল ৬.৩০, চিলি বনাম আর্জেন্টিনা, নিউ জার্সি
বৃহস্পতি, ২৭ জুন, ভোর ৩.৩০, ইকুয়েডর বনাম জ্যামাইকা, নেভাডা
বৃহস্পতি, ২৭ জুন, সকাল ৬.৩০ ভেনেজুয়েলা বনাম মেক্সিকো, ক্যালিফোর্নিয়া
শুক্র, ২৮ জুন, ভোর ৩.৩০, পানামা বনাম যুক্তরাষ্ট্র, জর্জিয়া
শুক্র, ২৮ জুন, সকাল ৬.৩০, উরুগুয়ে বনাম বলিভিয়া, নিউ জার্সি
শনি, ২৯ জুন, ভোর ৩.৩০, কলম্বিয়া বনাম কোস্টারিক, অ্যারিজোনা
শনি, ২৯ জুন, সকাল ৬.৩০, প্যারাগুয়ে বনাম ব্রাজিল, নেভাডা
রবি, ৩০ জুন, সকাল ৫.৩০, আর্জেন্টিনা বনাম পেরু, ফ্লোরিডা
রবি, ৩০ জুন, সকাল ৫.৩০, কানাডা বনাম চিলি, ফ্লোরিডা
সোম, ১ জুলাই, সকাল ৫.৩০, মেক্সিকো বনাম ইকুয়েডর, অ্যারিজোনা
সোম, ১ জুলাই, সকাল ৫.৩০, জ্যামাইকা বনাম ভেনেজুয়েলা, টেক্সাস
মঙ্গল, ২ জুলাই, সকাল ৬.৩০, বলিভিয়া বনাম পানামা, ফ্লোরিডা
মঙ্গল, ২ জুলাই, সকাল ৬.৩০, যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে, মিসৌরি
বুধ, ৩ জুলাই, সকাল ৬.৩০, ব্রাজিল বনাম কলম্বিয়া,, ক্যালিফোর্নিয়া
বুধ, ৩ জুলাই, সকাল ৬.৩০, কোস্টারিকা বনাম প্যারাগুয়ে, টেক্সাস

কোয়ার্টার ফাইনালের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-
শুক্র, ৫ জুলাই, সকাল ৬.৩০, এ ১ বনাম বি ২, টেক্সাস
শনি, ৬ জুলাই, সকাল ৬.৩০, বি ১ বনাম এ ২, টেক্সাস
রবি, ৭ জুলাই, ভোর ৬.৩০, সি ১ বাম ডি ২, নেভাডা
রবি, ৭ জুলাই, সকাল ৬.৩০, ডি ১ বনাম সি ২, অ্যারিজোনা

সেমিফাইনালের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-
বুধ, ১০ জুলাই. সকাল ৫.৩০, কো. ফাইনাল ১ জয়ী বনাম কো. ফাইনাল ২ জয়ী, নিউ জার্সি
বৃহস্পতি, ১১ জুলাই ,` সকাল ৬টা, কো. ফাইনাল ৩ জয়ী বনাম কো. ফাইনাল ৪ জয়ী, নর্থ ক্যারোলিনা

তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-
রবি, ১৪ জুলাই, সকাল ৫.৩০, সেমিফাইনালে পরাজিত দুই দল নর্থ, ক্যারোলিনা

ফাইনালের দিন ও তারিখ, সময়, ম্যাচ, ভেন্যু-
সোম, ১৫ জুলাই, সকাল ৫.৩০, দুই সেমিফাইনাল জয়ী দল, ফ্লোরিডা