দেরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের।

Weather: পরিস্থিতি খারাপ হচ্ছে আরও! ভারী বৃষ্টির সতর্কতা ৫ জেলায়, হুড়মুড়িয়ে বাড়ছে নদীর জল

*উত্তরবঙ্গের আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন পাহাড়, মনোরম আবহাওয়ায় মজে পর্যটকেরা। তবে সব জেলার অবস্থা একইরকম নয়, অতি বৃষ্টিতে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী বাসিন্দাদের কপালে। ফাইল ছবি। 
*উত্তরবঙ্গের আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন পাহাড়, মনোরম আবহাওয়ায় মজে পর্যটকেরা। তবে সব জেলার অবস্থা একইরকম নয়, অতি বৃষ্টিতে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী বাসিন্দাদের কপালে। ফাইল ছবি।
*উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবারও। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে। ফাইল ছবি। 
*উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবারও। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে। ফাইল ছবি।
*সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ আরও বাড়বে। ফাইল ছবি। 
*সিকিম-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ আরও বাড়বে। ফাইল ছবি।
*আজ, শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সিকিম, ভুটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। ফাইল ছবি। 
*আজ, শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সিকিম, ভুটান-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলিতে। ফাইল ছবি।
*শিলিগুড়ি: শিলিগুড়ির আকাশ থেকে মেঘ সরেছে। রোদ ঝলমলে শহর। তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*শিলিগুড়ি: শিলিগুড়ির আকাশ থেকে মেঘ সরেছে। রোদ ঝলমলে শহর। তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*দার্জিলিং: মেঘলা আকাশ দার্জিলিংয়ের। কুয়াশায় ঢাকা ম্যাল। তাপমাত্রা ১৭ ডিগ্রি। হালকা ঠান্ডার আমেজে বেজায় খুশি বর্ষার পাহাড় দেখতে যাওয়া পর্যটকরা। পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবারও। ফাইল ছবি। 
*দার্জিলিং: মেঘলা আকাশ দার্জিলিংয়ের। কুয়াশায় ঢাকা ম্যাল। তাপমাত্রা ১৭ ডিগ্রি। হালকা ঠান্ডার আমেজে বেজায় খুশি বর্ষার পাহাড় দেখতে যাওয়া পর্যটকরা। পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবারও। ফাইল ছবি।
*কালিম্পং: মেঘে ঢাকা আকাশ কালিম্পংয়ের। ঘন কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*কালিম্পং: মেঘে ঢাকা আকাশ কালিম্পংয়ের। ঘন কুয়াশার আড়ালে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*জলপাইগুড়ি: জলপাইগুড়ির আকাশ সকাল থেকে পরিষ্কার হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবার। ফাইল ছবি। 
*জলপাইগুড়ি: জলপাইগুড়ির আকাশ সকাল থেকে পরিষ্কার হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবার। ফাইল ছবি।
*ডুয়ার্স: পরিষ্কার আকাশ । ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*ডুয়ার্স: পরিষ্কার আকাশ । ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*আলিপুরদুয়ার: পরিষ্কার আকাশ আলিপুরদুয়ারের। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবার। ফাইল ছবি। 
*আলিপুরদুয়ার: পরিষ্কার আকাশ আলিপুরদুয়ারের। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আজ শুক্রবার। ফাইল ছবি।
*কোচবিহার: কোচবিহারের আকাশ সকাল থেকেই পরিস্কার। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি এদিনও। ফাইল ছবি। 
*কোচবিহার: কোচবিহারের আকাশ সকাল থেকেই পরিস্কার। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি এদিনও। ফাইল ছবি।
*উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ উত্তর দিনাজপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। ফাইল ছবি। 
*উত্তর দিনাজপুর: মেঘলা আকাশ উত্তর দিনাজপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। ফাইল ছবি।
*ইসলামপুর: ইসলামপুরের আকাশ মেশে ঢাকা। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*ইসলামপুর: ইসলামপুরের আকাশ মেশে ঢাকা। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*গঙ্গারামপুর: মেঘলা আকাশ গঙ্গারামপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি। 
*গঙ্গারামপুর: মেঘলা আকাশ গঙ্গারামপুরের। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
*দক্ষিণ দিনাজপুর: আংশিক মেঘলা আকাশ বালুরঘাটের। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। ফাইল ছবি।
*দক্ষিণ দিনাজপুর: আংশিক মেঘলা আকাশ বালুরঘাটের। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়। ফাইল ছবি।