ফাইল ছবি

Accident: ভয়ঙ্কর ঘটনা বাংলায়, মুহূর্তে শেষ ৪ জীবন! দুমড়ে যাওয়া গাড়িতে শুধুই কান্না আর কান্না

ইন্দ্রজিৎ রুজ, পুরুলিয়া: পুরুলিয়ায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত চার। আহত আরও ৮ জন। জয়পুর থানার চৈতন্ডী গ্রাম থেকে একটি পিকআপ ভ্যান করে ছাগল বিক্রি করতে পুরুলিয়া আসছিল প্রায় ১৮ জন ছাগল ব্যবসায়ীকে নিয়ে। পথে পুরুলিয়া – বোকারো ৩২ নং জাতীয় সড়কে আমন্ডির কাছে গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিকআপ ভ্যানটি।

আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতরা চিকিৎসাধীন।

আরও পড়ুন: টিকিট না কাটলে সোজা ‘কোর্ট’-এ! বিনা টিকিটের যাত্রা রোধ করতে হাওড়া স্টেশনে এবার বিশেষ ক্যাম্প কোর্টের ব্যবস্থা

এদিকে, নিয়ম না মানা বাইক চালানোয় বেপরোয়া বাইকচালকের মৃত্যু হল কলকাতার বুকে। মঙ্গলবার গভীর রাতে বাঘাযতীন উড়ালপুলের উপর দুর্ঘটনাগ্রস্ত হয় বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। ছিটকে পড়েন বাইকচালক। তাঁর মাথায় এবং শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালকের মাথায় হেলমেট ছিল। কিন্তু তার পরেও ধাক্কার প্রাবল্যে মাথায় আঘাক লাগে তাঁর। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু তারপরেও বাঁচানো যায়নি।